শীতকালে গোপালকে কীভাবে পুজো করলে মিলবে বিশেষ আশীর্বাদ? জানুন সহজ বিধি

Last Updated:
গোপালকে দেবতা হিসেবে যেমন মানা হয়, তেমনই তাঁকে বাড়ির ছোট ছেলের মতো স্নেহে-যত্নে দেখভাল করাটাই মূল রীতি। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর সেবা-বিধিতেও কিছু পরিবর্তন আনতে হয়। শীতকালে বিশেষ ভাবে খেয়াল রাখতে হয় তাঁর আহার, পোশাক ও আরাম-আয়েশের দিকে।
1/9
 হিন্দু শাস্ত্রে নাড়ু গোপাল বা লাড্ডু গোপাল অত্যন্ত পূজ্য। শ্রীকৃষ্ণের শৈশব রূপ হিসেবেই তাঁকে গোপাল নামে পুজো করা হয়।
হিন্দু শাস্ত্রে নাড়ু গোপাল বা লাড্ডু গোপাল অত্যন্ত পূজ্য। শ্রীকৃষ্ণের শৈশব রূপ হিসেবেই তাঁকে গোপাল নামে পুজো করা হয়।
advertisement
2/9
 এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানান, বিশ্বাস করা হয়—বাড়িতে গোপালের প্রতিষ্ঠা ও নিয়মিত আরাধনা সংসারে শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য ডেকে আনে। যাঁরা গোপালের সেবা করেন, তাঁদের জীবন থেকে সংকট দূরে থাকে, এবং পরিবারের ওপর থাকে ঈশ্বরের কৃপাদৃষ্টি।
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানান, বিশ্বাস করা হয়—বাড়িতে গোপালের প্রতিষ্ঠা ও নিয়মিত আরাধনা সংসারে শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য ডেকে আনে। যাঁরা গোপালের সেবা করেন, তাঁদের জীবন থেকে সংকট দূরে থাকে, এবং পরিবারের ওপর থাকে ঈশ্বরের কৃপাদৃষ্টি।
advertisement
3/9
 গোপালের দৈনন্দিন সেবা—কেন এত গুরুত্বপূর্ণ<br />গোপালকে দেবতা হিসেবে যেমন মানা হয়, তেমনই তাঁকে বাড়ির ছোট ছেলের মতো স্নেহে-যত্নে দেখভাল করাটাই মূল রীতি। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর সেবা-বিধিতেও কিছু পরিবর্তন আনতে হয়। শীতকালে বিশেষ ভাবে খেয়াল রাখতে হয় তাঁর আহার, পোশাক ও আরাম-আয়েশের দিকে।
গোপালের দৈনন্দিন সেবা—কেন এত গুরুত্বপূর্ণগোপালকে দেবতা হিসেবে যেমন মানা হয়, তেমনই তাঁকে বাড়ির ছোট ছেলের মতো স্নেহে-যত্নে দেখভাল করাটাই মূল রীতি। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর সেবা-বিধিতেও কিছু পরিবর্তন আনতে হয়। শীতকালে বিশেষ ভাবে খেয়াল রাখতে হয় তাঁর আহার, পোশাক ও আরাম-আয়েশের দিকে।
advertisement
4/9
 গোপালের দৈনন্দিন সেবা—কেন এত গুরুত্বপূর্ণ<br />গোপালকে দেবতা হিসেবে যেমন মানা হয়, তেমনই তাঁকে বাড়ির ছোট ছেলের মতো স্নেহে-যত্নে দেখভাল করাটাই মূল রীতি। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর সেবা-বিধিতেও কিছু পরিবর্তন আনতে হয়। শীতকালে বিশেষ ভাবে খেয়াল রাখতে হয় তাঁর আহার, পোশাক ও আরাম-আয়েশের দিকে।
গোপালের দৈনন্দিন সেবা—কেন এত গুরুত্বপূর্ণগোপালকে দেবতা হিসেবে যেমন মানা হয়, তেমনই তাঁকে বাড়ির ছোট ছেলের মতো স্নেহে-যত্নে দেখভাল করাটাই মূল রীতি। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাঁর সেবা-বিধিতেও কিছু পরিবর্তন আনতে হয়। শীতকালে বিশেষ ভাবে খেয়াল রাখতে হয় তাঁর আহার, পোশাক ও আরাম-আয়েশের দিকে।
advertisement
5/9
কম চর্বিযুক্ত দই, বাটারমিল্ক এবং স্কিমড মিল্ক উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খুবই উপকারী। এগুলিতে উপস্থিত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে। নিয়মিত দই খাওয়া শরীরে সোডিয়ামের প্রভাব কমায় এবং ধমনীর স্থিতিস্থাপকতা বজায় রাখে। গ্রীষ্মকালে আপনার প্রতিদিনের দুপুরের খাবারে দই বা বাটারমিল্ক অন্তর্ভুক্ত করুন; এটি তাৎক্ষণিক উপশম প্রদান করবে এবং শরীরকে ঠান্ডা রাখবে।
শীতে গোপালের পুজো ও সেবার বিশেষ নিয়মপ্রতিদিন গরম দুধ নিবেদন করুনশীতের দিনে নাড়ু গোপালকে রোজ সামান্য গরম দুধ দেওয়া অত্যন্ত শুভ। দুধে যদি একটু হলুদ ও কেশর মেশান, তা হলে আরও তুষ্ট হন গোপাল। শীতকালে এই মিশ্রিত দুধ তাঁর কাছে অত্যন্ত প্রিয় বলে মানা হয়।
advertisement
6/9
 নাড়ু অবশ্যই দিন ভোগে<br />এই সময়ে গোপালকে নাড়ু নিবেদন বিশেষ শুভ। অন্তত দিনে একবার ভোগের সঙ্গে নাড়ু দিতে ভুলবেন না। শীতের ভোগে নাড়ু গোপাল খুব সহজেই খুশি হন বলে প্রচলিত বিশ্বাস।
নাড়ু অবশ্যই দিন ভোগেএই সময়ে গোপালকে নাড়ু নিবেদন বিশেষ শুভ। অন্তত দিনে একবার ভোগের সঙ্গে নাড়ু দিতে ভুলবেন না। শীতের ভোগে নাড়ু গোপাল খুব সহজেই খুশি হন বলে প্রচলিত বিশ্বাস।
advertisement
7/9
গাঁদা ফুল দিয়ে প্রবেশদ্বার সাজান: যদি আপনি বাড়ির প্রবেশদ্বারের কাছে একটি গাঁদা গাছ লাগান, তাহলে বাস্তুশাস্ত্রে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। যদি আপনি এই গাছটি লাগাতে না পারেন, তাহলে আপনাকে অবশ্যই এর তাজা ফুলের মালা তৈরি করে বাড়ির প্রধান প্রবেশদ্বারে রাখতে হবে।
হলুদ রঙের পোশাক ও ফুলে সজ্জাহলুদ রং শ্রীবিষ্ণুর প্রিয়। তাই বিষ্ণুর অবতার কৃষ্ণ তথা গোপালেরও অত্যন্ত প্রিয় রং হল হলুদ।শীতের সময় গোপালকে
advertisement
8/9
 মোহনভোগ নিবেদন অত্যন্ত শুভ<br />শীতের সময়ে গোপালকে মোহনভোগ দিলে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। বিশ্বাস—এই ভোগ গ্রহণে জীবনের নানা সমস্যা দূর হয়ে সৌভাগ্য বৃদ্ধি পায়।
মোহনভোগ নিবেদন অত্যন্ত শুভশীতের সময়ে গোপালকে মোহনভোগ দিলে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। বিশ্বাস—এই ভোগ গ্রহণে জীবনের নানা সমস্যা দূর হয়ে সৌভাগ্য বৃদ্ধি পায়।
advertisement
9/9
 শীতে গোপালকে উষ্ণ পোশাক পরিয়ে রাখাটা অত্যন্ত জরুরি।<br />খেয়াল রাখবেন তাঁর বিছানা যেন উষ্ণ হয়<br />প্রতিদিন হালকা গরম জলে স্নান করান। রাত্রে মোটা কাপড়ে ঢেকে রাখুন। কারণ গোপালকে পরিবারের শিশু সদস্যের মতোই যত্ন করতে হয়।
শীতে গোপালকে উষ্ণ পোশাক পরিয়ে রাখাটা অত্যন্ত জরুরি।খেয়াল রাখবেন তাঁর বিছানা যেন উষ্ণ হয়প্রতিদিন হালকা গরম জলে স্নান করান। রাত্রে মোটা কাপড়ে ঢেকে রাখুন। কারণ গোপালকে পরিবারের শিশু সদস্যের মতোই যত্ন করতে হয়।
advertisement
advertisement
advertisement