Winter Alert: হঠাৎ করে ঘুরে গেল খেলা, ঝপঝপ করে নামছে তাপমাত্রা, রইল ওয়েদার আপডেট

Last Updated:

Cold Alert: শীতের অনুভূতি হচ্ছে সর্বত্র, এক ঝটকায় নিম্নমুখী পুরুলিয়ার তাপমাত্রা।

পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়ার আবহাওয়া
পুরুলিয়া :  দক্ষিণের জেলাগুলিতে ধীরে, ধীরে শীতের অনুভূতি হচ্ছে। ভোরবেলা ও রাতের দিকে ঠান্ডায় শিরশিরানি লাগছে। তবে বেলা বাড়তেই রোদের দাপটে কমছে। ঠান্ডার অনুভূতি হচ্ছে সর্বত্র। ভোরের দিকে কুয়াশায় ঢাকছে জেলা পুরুলিয়া। এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে প্রতিনিয়ত তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার।
এদিকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে যার ফলে তাপমাত্রা খুব একটা কমছে না। দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ১৩ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে। ভোরবেলা ও রাতের দিকে ঠান্ডা অনুভূতি হলেও পাকাপাকিভাবে শীত আসতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে কুয়াশার দাপট থাকবে দক্ষিণের জেলাগুলিতে।  যদিও ঘন কুয়াশার কোনও সতর্কতা নেই আপাতত।
advertisement
advertisement
অন্যদিকে উত্তরবঙ্গে হাড় কাঁপানো শীত পড়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে তাপমাত্রায় পারদ অনেকখানি কমেছে আর তাতেই শীত উপভোগ করছে উত্তরের জেলাগুলি। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা আরও কমবে। সঙ্গে বাড়বে ঘন কুয়াশার দাপট। রয়েছে সতর্কতা। কোথাও, কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
advertisement
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত নিম্নচাপের রূপ নিলেও বাংলায় তার কোনও প্রভাব পড়বে না। ফলস্বরূপ দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই। নভেম্বরের শেষের দিকে উত্তর পশ্চিমী হওয়ার দাপট বাড়তে শুরু করবে। হুড়মুড়িয়ে নামবে তাপমাত্রার পারদ। বাড়বে শীতের আমেজ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Winter Alert: হঠাৎ করে ঘুরে গেল খেলা, ঝপঝপ করে নামছে তাপমাত্রা, রইল ওয়েদার আপডেট
Next Article
advertisement
'আইন অনুযায়ী খতিয়ে দেখা হচ্ছে...' শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে বাংলাদেশকে প্রথম সরকারি প্রতিক্রিয়া জানাল ভারত!
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধে এই প্রথম প্রতিক্রিয়া! বাংলাদেশকে যা জানাল ভারত
  • ভারত নিশ্চিত করেছে যে তারা শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পেয়েছে এবং তা খতিয়ে দেখা হচ্ছে.

  • ভারত জানিয়েছে, বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার আওতায় শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনা হবে.

  • শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে প্রত্যর্পণের অনুরোধ জানায়.

VIEW MORE
advertisement
advertisement