LIVE NOW

Dharmendra Death LIVE Updates: বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন সানি দেওল, শ্মশানে পৌঁছেছেন দীপিকা-রণবীর

Last Updated:

Dharmendra Death LIVE Updates: শ্বাসকষ্টের চিকিৎসার পর সম্প্রতি ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ধর্মেন্দ্রকে। ধর্মেন্দ্র বাড়িতেই সুস্থ হয়ে উঠছিলেন বলে জানা যায় সাম্প্রতিক আপডেট। তবে, সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তাঁর অবস্থার অবনতি হয়, যার ফলে জরুরি চিকিৎসার প্রয়োজন হয়।

News18
News18

প্রয়াত ধর্মেন্দ্র! নব্বই ছোঁয়া আর হল না কিংবন্তি অভিনেতার। ৮৯ বছরেই শেষ নিঃশ্বাস ত্যাগ বলিউড হি-ম্যান অভিনেতার। আচমকা এই খবরে চলচ্চিত্র জগতে নেমেছে শোকের ছায়া। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকাহত পরিবার থেকে সতীর্থরা। খবর প্রকাশ্যে আসতেই প্রথমে মুম্বইয়ের পবন হংস শ্মশানে পৌঁছন অমিতাভ বচ্চন এবং আমির খান। ইতিমধ্যেই প্রিয় তারকার শেষ দর্শন পেতে ভিড় জমতে শুরু করেছে সেখানে। বলিউডের অন্যতম সেরা কিংবদন্তিকে বিদায় জানাতে একত্রিত হয়েছেন ইন্ডাস্ট্রির সবাই। শেষ মুহূর্তের রিয়েল-টাইম আপডেট, তারকাদের প্রতিক্রিয়া, ছবি, ভিডিও এবং শ্রদ্ধাঞ্জলির প্রতি মুহূর্তের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার পাতায়।

শ্বাসকষ্টের চিকিৎসার পর সম্প্রতি ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ধর্মেন্দ্রকে। ধর্মেন্দ্র বাড়িতেই সুস্থ হয়ে উঠছিলেন বলে জানা যায় সাম্প্রতিক আপডেট। তবে, সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তাঁর অবস্থার অবনতি হয়, যার ফলে জরুরি চিকিৎসার প্রয়োজন হয়।

এই মাসের শুরুতে অনলাইনে মিথ্যা মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর ধর্মেন্দ্রর পরিবার হতাশা প্রকাশ করার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটল। তার সন্তান সানি এবং এশা জনসাধারণকে যাচাই না করা খবর না ছড়ানোর জন্য অনুরোধ করেছিলেন। ধর্মেন্দ্র হিন্দি সিনেমার সবচেয়ে আইকনিক এবং প্রিয় তারকাদের একজন, যিনি শোলে, চুপকে চুপকে, ড্রিম গার্ল, ধরম বীর এবং মেরা গাঁও মেরা দেশ-এর মতো অবিস্মরণীয় ছবিতে অভিনয়ের জন্য স্মরণীয়।

সোমবার দুপুরে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে আচমকাই বাড়ানো হল নিরাপত্তা। হেমা মালিনি, সানি দেওল, ববি দেওল, এষা দেওল-সহ শ্মশানে পৌঁছে গিয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানের মতো তারকারাও। যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রকে নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহরের শোকবার্তায় কিংবদন্তির অভিনেতার মৃত্যুর গুঞ্জন নিয়ে দিশেহারা ভক্তমহল।

November 24, 20254:51 PM IST

Dharmendra Death News LIVE Updates: বাবার মুখাগ্নি করলেন পুত্র, অভিনেতার প্রয়াণে চোখে জল সানি দেওলের

সোমবার দুপুর নাগাদ গাড়ি থেকে সানি দেওলকে নামতে দেখা যায়। বেলা বাড়লে সেখানে ঢুকতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। ‘বীরু’কে শেষ শ্রদ্ধা জানাতে ‘জয়’-এর সঙ্গে ছিলেন তাঁর ছেলে অভিষেক বচ্চন ও নাতি অগস্ত্য নন্দা ও পরিচালক অনিল শর্মা।

November 24, 20254:44 PM IST

Dharmendra Death News LIVE Updates: বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন সানি দেওল, শ্মশান থেকে বেরিয়ে এলেন হেমা-এষা

বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন সানি দেওল। ধর্মেন্দ্রর শেষকৃত্যের পর পবন হংস শ্মশান থেকে বেরিয়ে আসতে দেখা যায় হেমা মালিনী এবং এষা দেওলকে। মা-মেয়ে জুটি তাদের গাড়ির ভেতর থেকে সমবেত মিডিয়া এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সময় দৃশ্যত আবেগপ্রবণ হয়ে পড়েন। সোমবার সকালে মুম্বইয়ে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র— গত এক মাস ধরেই অসুস্থ ছিলেন এই কিংবদন্তি অভিনেতা। মুম্বইয়ের পবন হংস শ্মশানে তাঁকে শ্রদ্ধা জানাতে ভক্ত ও গুণমুগ্ধদের ভিড় ইতিমধ্যেই। উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্র ৯০ বছরে পদার্পণ করতেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)

November 24, 20254:30 PM IST

‘ভারতীয় সিনেমায় ধর্মেন্দ্রজির অবদান আগামী প্রজন্মের অনুপ্রেরণা’, শোকজ্ঞাপন মমতার

প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর জীবনাবসান। সোমবার সকালে মুম্বইয়ে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি— কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করে টুইট বার্তায় মমতা লেখেন, ‘কিংবদন্তি অভিনেতা-নায়ক ধর্মেন্দ্রজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ধর্মেন্দ্রজির পরিবার, বন্ধুবান্ধব, ভক্তমহলের প্রতি আমার সমবেদনা রইল। হেমা মালিনীজি ও পুত্রকন্যারা তাঁর সমৃদ্ধ উত্তরাধিকার বহন করবেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

advertisement
November 24, 20254:35 PM IST

Dharmendra Death News LIVE Updates: ধর্মেন্দ্রর শেষকৃত্যে উপস্থিত হলেন শাবানা আজমি

ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানাতে ভিলে পার্লের পবন হংস শ্মশানে পৌঁছাতে দেখা গেল বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমিকে। আবেগপ্রবণ হয়ে পড়েন শাবানা। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি আবেগঘন অভিনেত্রী। পৌঁছেই শ্মশানের ভিতরে চলে যান তিনি। চলচ্চিত্র জগতের সকলেই কিংবদন্তি অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন সেখানে।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

November 24, 20254:31 PM IST

Dharmendra Death News LIVE Updates: শেষ শ্রদ্ধা জ্ঞাপন অক্ষয় কুমারের, ‘দ্বিতীয়বার পিতৃহারা হলাম' : পোস্ট কপিল শর্মার

 

অক্ষয় কুমারের শোকবার্তা, ‘আমাদের সিনেইন্ডাস্ট্রির প্রকৃত হি ম্যান। ছোটবেলায় আমরা সকলেই ধর্মেন্দ্রজির মতো হতে চাইতাম। কিংবদন্তি অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ জুনিয়র এনটিআর। ‘আলবিদা’ জানিয়ে পোস্ট কপিল শর্মার। লিখলেন, ‘দ্বিতীয়বার পিতৃহারা হলাম।’

November 24, 20253:36 PM IST

Dharmendra Death News LIVE Updates: "ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি" প্রবীণ অভিনেতার প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিংবদন্তি অভিনেতার মৃত্যুকে “ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি” বলে অভিহিত করেছেন রাষ্ট্রপতি। তাঁর হৃদয়স্পর্শী বার্তায়, রাষ্ট্রপতি কয়েক দশক ধরে তাঁর অসাধারণ কর্মজীবনের কথা স্মরণ করিয়েছেন। তিনি লেখেন, “অসংখ্য অবিস্মরণীয় অভিনয় করেছেন ধর্মেন্দ্র এবং সেলুলয়েডে তাঁর বিশাল উপস্থিতি হিন্দি চলচ্চিত্রের বিবর্তনকে তাৎপর্যপূর্ণ রূপ দিয়েছেন। তিনি দেওল পরিবার, তাঁদের সতীর্থ এবং লক্ষ লক্ষ ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন যারা এই আইকনিক সুপারস্টারের মৃত্যুতে শোকাহত।

advertisement
November 24, 20253:23 PM IST

Dharmendra Demise Latest Update: 'এক 'আইকনিক' চলচিত্র ব্যক্তিত্ব', ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বলিউডে নক্ষত্রপতন। ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ করে ট্যুইটবার্তায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শোকবার্তায় মোদি লেখেন, “ভারতীয় সিনেমার এক যুগাবসান। তিনি ছিলেন একজন আইকনিক সিনেব্যক্তিত্ব, একজন অসাধারণ অভিনেতা যিনি প্রতিটি চরিত্রে সমানভাবে প্রাণপ্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করে অসংখ্য মানুষের মন জয় করেছিলেন অভিনেতা। এই কঠিন সময়ে ওঁর পরিবার, বন্ধুবান্ধবদের প্রতি আমার সমবেদনা রইল।”

 

View this post on Instagram

 

A post shared by Filmfare (@filmfare)

November 24, 20253:09 PM IST

‘এক যুগের অবসান’, ধর্মেন্দ্রর প্রয়াণে শোকপ্রকাশ করণ জোহরের!

 

বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহরের শোকবার্তা কিংবদন্তি অভিনেতার প্রয়াণে। কিংবদন্তির অভিনেতার মৃত্যুর গুঞ্জন নিয়ে সকাল থেকেই দিশেহারা ছিলেন ভক্তমহল। সোমবার দুপুরে মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে আচমকাই বাড়ানো হয় নিরাপত্তা। হেমা মালিনি, সানি দেওল, ববি দেওল, এষা দেওল-সহ শ্মশানে পৌঁছে যান অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খানের মতো তারকারাও। যদিও দেওল পরিবারের তরফে ধর্মেন্দ্রকে নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে একের পর এক বলিউড তারকাদের পোস্টে কার্যত স্পষ্ট হয়ে যায় দুঃসংবাদ।

 

 

View this post on Instagram

 

A post shared by Karan Johar (@karanjohar)

November 24, 20253:01 PM IST

পবন হংস শ্মশানে তারকাদের ভিড়, পৌঁছলেন অমিতাভ, আমির, সলমনরা

কিছুক্ষণ আগেই পৌঁছেছেন সঞ্জয় দত্ত। পবন হংসে আগেই পৌঁছন আমির খান, অমিতাভ বচ্চন, সলমন খান। একে একে তারকারা ট্যুইট বার্তায় শেষ শ্রদ্ধা জানাচ্ছেন কিংবদন্তি অভিনেতাকে।

advertisement
November 24, 20252:56 PM IST

Dharmendra Death News: প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর জীবনাবসান!

প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর জীবনাবসান। সোমবার সকালে মুম্বইয়ে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি— গত এক মাস ধরেই অসুস্থ ছিলেন এই কিংবদন্তি অভিনেতা। মুম্বইয়ের পবন হংস শ্মশানে তাঁকে শ্রদ্ধা জানাতে ভক্ত ও গুণমুগ্ধদের ভিড় ইতিমধ্যেই। উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্র ৯০ বছরে পদার্পণ করতেন।

বাংলা খবর/ খবর/দেশ/
Dharmendra Death LIVE Updates: বাবার শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন সানি দেওল, শ্মশানে পৌঁছেছেন দীপিকা-রণবীর
advertisement
Cyclone Senyar Update: উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! বাংলায় এর কী প্রভাব পড়তে পারে, জেনে নিন
উত্তর-পশ্চিমে ক্রমশ এগোচ্ছে নিম্নচাপ, বুধবারের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে !
  • ক্রমশ উত্তর-পশ্চিমে এগোচ্ছে নিম্নচাপ !

  • বুধবারের মধ্যে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়?

  • জেনে নিন বঙ্গে এর কী প্রভাব পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement