গরুতে দিল গুঁতো, ছিটকে গিয়ে পড়লেন ফুটন্ত তেলে... ধূপগুড়িতে এ কী ভয়ঙ্কর কাণ্ড?

Last Updated:

ধূপগুড়িতে ফুটপাতে অবৈধ দোকানে দুর্ঘটনায় আলীজা বিবি ও মহিররুদ্দিন মিঁঞা সহ চারজন গুরুতর আহত, প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন.

News18
News18
রকি চৌধুরী, ধূপগুড়ি: পুজোর বাজার করতে এসে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার ধারে ফুটন্ত তেলের কড়াইয়ে পড়ে গুরুতরভাবে আহত হলেন চারজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি শহরে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁরা হলেন আলিজা বিবি ও মহিররুদ্দিন মিঁঞা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ি বাজার থেকে থানার দিকে যাওয়া ব্যস্ততম রাস্তায় ফুটপাতজুড়ে অবৈধভাবে চলছে ভাপা-পোড়া ও চপ-সিঙারার দোকান। গ্যাস সিলিন্ডার বসিয়ে, খোলা আকাশের নিচে উনুনে ফুটন্ত তেলে ভাজার কাজ চলে প্রতিদিনই। এভাবেই চলছিল এক দোকানে সিঙারা ভাজার কাজ। ঠিক তখনই এক গরু হঠাৎ এক মহিলাকে শিং দিয়ে গুঁতো দিলে তিনি ও তাঁর স্বামী ভারসাম্য হারিয়ে পড়ে যান ওই দোকানের তেলের কড়াইয়ের উপর। মুহূর্তের মধ্যে ফুটন্ত তেল ছিটকে পড়ে তাঁদের শরীরে ও পায়ে। সঙ্গে আহত হন দোকানের দুই কর্মচারীও।
advertisement
চারজনকেই স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান, আলিজা বিবির শরীরের বিভিন্ন অংশে এবং তাঁর স্বামীর পায়ে গুরুতরভাবে দগদগে পোড়া ঘা হয়েছে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।
advertisement
advertisement
এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, শহরের বিভিন্ন রাস্তায় অবৈধভাবে ফুটপাতে গ্যাস উনুন বসিয়ে খাবার বিক্রি হলেও পুরকর্তৃপক্ষ বা পুলিশ কোনও পদক্ষেপ করছে না। এর আগে একইভাবে একটি শিশু আহত হয়েছিল ঠিক এমনই এক দোকানে পড়ে।  নজরদারির অভাবেই ফের ঘটল বড়সড় দুর্ঘটনা। নাগরিক মহলের দাবি, শহরের ব্যস্ত রাস্তায় এভাবে বিপজ্জনকভাবে রান্না-বিক্রির ব্যবসা বন্ধ করতে হবে অবিলম্বে, নইলে বড় বিপদের আশঙ্কা রয়েছে ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গরুতে দিল গুঁতো, ছিটকে গিয়ে পড়লেন ফুটন্ত তেলে... ধূপগুড়িতে এ কী ভয়ঙ্কর কাণ্ড?
Next Article
advertisement
Nadia News: তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
  • নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ যোগ দিল তৃণমূলে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারী ও তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন নির্মল ঘোষ।

VIEW MORE
advertisement
advertisement