Siliguri: আধুনিকতার ছায়াতে নিভে যাচ্ছে 'আলো'! ধুঁকছে শিলিগুড়ির ঐতিহ্যবাহী শিল্প, হঠাৎ কমল ডিমান্ড, মুখ ফিরিয়েছে গ্রাহক, 'ভিলেন' কে জানেন?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Candle Business: আধুনিকতার ছোঁয়ায় ঝুঁকছে শিলিগুড়ির মোমবাতি শিল্প। একসময় শিলিগুড়িতে ৩০ থেকে ৪০টি মোমবাতির কারখানা ছিল। কিন্তু সেই ব্যবসা গ্রাস করেছে আধুনিক টুনি বাল্ব, ইলেকট্রিক প্রদীপ। বন্ধ হয়ে গিয়েছে একের পর এক কারখানা। টিকে আছে হাতেগোনা কয়েকটি।
একটা সময় ছিল, কালীপুজো মানেই মোমবাতির আলোয় ঝলমল করত প্রতিটি ঘর। ছোট-বড় সবাই মিলে ঘর সাজাতে ব্যস্ত থাকত রঙিন মোমবাতি দিয়ে। সেই আলোয় যেমন উজ্জ্বল হতো শহরের রাত, তেমনই উজ্জ্বল থাকত মোমবাতি কারিগরদের মুখের হাসি। কিন্তু এখন আর আগের মতো নেই সেই দৃশ্য। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে একসময় শিলিগুড়ির গর্বের ঐতিহ্য - মোমবাতি শিল্প। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement