Kali Puja: দেবীর ভোগে দেওয়া হয় শোল, বোয়াল! কালীপুজোয় ভক্তের ঢল নামে জলপাইগুড়ির 'এই' মন্দিরে

Last Updated:

Kali Puja: জলপাইগুড়ির গোশালা মোড়ের রুকরুকা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দিরে এক হাতে মুণ্ড, অন্য হাতে সুরার বাটি ধরা কালী মা পূজিত হন। তান্ত্রিক মতে পূজিত এই দেবীর প্রধান ভোগ শোল ও বোয়াল মাছ।

+
দেবী

দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দির

জলপাইগুড়ি, সুরজিৎ দে: এই কালী মা’র এক হাতে মুণ্ড, আরেক হাতে সুরার বাটি! প্রধান ভোগ হিসেবে থাকে শোল ও বোয়াল! এই ভিন্ন কালী মা’র ইতিহাস অবাক করবে আপনাকেও। বিশ্বাস আর ঐতিহ্যের মেলবন্ধন ঘটায় জলপাইগুড়ির গোশালা মোড় সংলগ্ন রুকরুকা নদীর পার্শ্ববর্তী দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দির। হাতে গোনা ক’দিন বাদেই কালীপুজো তাই এখন থেকেই প্রস্তুতি তুঙ্গে এখানে। চারদিকে সাজোসাজো রব। কখন পুজো, কীভাবে মিলবে ভোগ? জানুন…
জলপাইগুড়ি শহর ঘেঁষা গোশালা মোড়ের কাছে রুকরুকা নদীর ধারে দাঁড়িয়ে রয়েছে এক ঐতিহ্যমণ্ডিত তান্ত্রিক শক্তিপীঠ! দেবী চৌধুরানী শ্মশানকালী মন্দির। স্থানীয়দের বিশ্বাস, এখানেই একসময় পুজো দিতেন বিদ্রোহিনী দেবী চৌধুরানী নিজে। ইতিহাস, লোককথা ও তন্ত্রসাধনার মেলবন্ধনে গড়ে ওঠা এই মন্দির ঘিরে রয়েছে সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো এক ঐতিহ্য। মন্দিরে পূজিত মা কালী এখানে পরিচিত ‘দেবী চৌধুরানী শ্মশানকালী’ নামে। দেবীর এক হাতে থাকে সুরার বাটি, আরেক হাতে মুণ্ড, যা তান্ত্রিক শক্তির প্রতীক। এখানে তান্ত্রিক মতেই মায়ের পুজো হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দিঘার ঝাউবনে পড়ে ঢিবির মতো ওটা কী…! কাছে যেতেই চমকে উঠল পর্যটকরা, আতঙ্কে কাঁটা সৈকত শহর
মন্দির ঘিরে রয়েছে শতাব্দীপ্রাচীন বটগাছ ও প্রায় ২৫০ বছরের পুরনো রুদ্রাক্ষ গাছ। যা এই স্থানকে আরও রহস্যময় করে তুলেছে। পুরোহিত সুভাষ চৌধুরী জানালেন, “মা কালী এখানে কেবল ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র নন, তিনি জলপাইগুড়ির ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এ বছর পুজো হবে সোমবার রাত সাড়ে ন’টা থেকে।”  প্রতি বছর কালীপুজোয় ভক্তদের ঢল নামে। দেবীমূর্তিটি কষ্টিপাথরের তৈরি। এখানে ১৫১ মালসা ভোগ দেওয়া হয়। বিশেষ এবং প্রধান ভোগ হয় তিস্তার শোল ও বোয়াল মাছ। পাশাপাশি ভক্তদের জন্য রান্না হয় এক কুইন্টাল চালের ভোগ। বিশেষ ভোগ কুপনের আবেদন ইতিমধ্যেই শুরু হয়েছে।
advertisement
মাত্র ১৫১ টাকায় পাওয়া যাবে সেই ভোগ কুপন। আশপাশের গ্রাম থেকে ভক্তরা ছুটে আসেন মায়ের দর্শনে। বিশ্বাস, ভক্তি আর ইতিহাসের অনন্য সংমিশ্রণেই জলপাইগুড়ির দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দির আজও অটুট শক্তিপীঠের প্রতীক!
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja: দেবীর ভোগে দেওয়া হয় শোল, বোয়াল! কালীপুজোয় ভক্তের ঢল নামে জলপাইগুড়ির 'এই' মন্দিরে
Next Article
advertisement
Nadia News: তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
  • নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ যোগ দিল তৃণমূলে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারী ও তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন নির্মল ঘোষ।

VIEW MORE
advertisement
advertisement