Digha: দিঘার ঝাউবনে পড়ে ঢিবির মতো ওটা কী...! কাছে যেতেই চমকে উঠল পর্যটকরা, আতঙ্কে কাঁটা সৈকত শহর
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha: দিঘার ওশিয়ানা ঘাট সংলগ্ন ঝাউবনের ভেতরে কিছু একটা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পর্যটকদের। প্রথমে অনেকে ভেবেছিলেন, হয়তো কোনও বস্তা বা পুরনো কাপড়। কিন্তু কাছে যেতেই সকলে চমকে ওঠেন। দেখা যায়, সেখানে পড়ে রয়েছে এক ব্যক্তির নিথর দেহ।
দিঘা, মদন মাইতি: দিঘার সমুদ্রতটের মনোরম পরিবেশে বুধবার সকালে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। প্রতিদিনের মতোই এদিন সকালে বহু পর্যটক সমুদ্রস্নানে ব্যস্ত ছিলেন। হঠাৎই দিঘার ওশিয়ানা ঘাট সংলগ্ন ঝাউবনের ভেতরে কিছু একটা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় পর্যটকদের। প্রথমে অনেকে ভেবেছিলেন, হয়তো কোনও বস্তা বা পুরনো কাপড়। কিন্তু কাছে যেতেই সকলে চমকে ওঠেন। দেখা যায়, সেখানে পড়ে রয়েছে এক ব্যক্তির নিথর দেহ।
মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয়রাও ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিঘা থানায় পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ মৃতদেহটি ঝাউবনের ভেতর থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহের পাশেই একটি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগের ভিতর পাওয়া গিয়েছে কিছু পোশাক ও একটি কীটনাশকের বোতল। এই সূত্র ধরেই পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার ফলেই ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ১৮,৭৫৫ কিলোমিটার রেলপথ! ১৩ দেশ ঘুরে ২১ দিনে গন্তব্যে পৌঁছয়! বিশ্বের দীর্ঘতম ট্রেনযাত্রা কোনটি জানেন? উত্তর দিতে পারেনি প্রায় কেউই
তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। স্থানীয়দের মধ্যে কেউই তাঁকে চেনেন না। ফলে মৃত যুবক স্থানীয় নাকি বাইরের রাজ্যের, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। দিঘা থানার এক আধিকারিক জানিয়েছেন, “আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। মৃতদেহের পাশে যে জিনিসপত্র মিলেছে, সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।” পুলিশ সূত্রে খবর, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। আশপাশের হোটেল ও গেস্ট হাউসগুলির রেজিস্টার খতিয়ে দেখা হচ্ছে, সম্প্রতি কোনও যুবক একা ঘর বুক করেছিলেন কিনা। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Digha,Nadia,West Bengal
First Published :
October 15, 2025 3:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘার ঝাউবনে পড়ে ঢিবির মতো ওটা কী...! কাছে যেতেই চমকে উঠল পর্যটকরা, আতঙ্কে কাঁটা সৈকত শহর