Naihati Boro Maa Puja Timing: নৈহাটির বড়মা কালীর কাছে পুজো দিতে চান? পুজো, অঞ্জলি, ভোগ, প্রসাদ বিতরণ, নিরঞ্জন কোথায়, কখন? জানুন পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Naihati Boro Maa Puja Timing: নৈহাটির বড়মা কালীর পুজো দেখতে যাবেন ভাবছেন! জেনে নিন কখন হবে অঞ্জলি, প্রসাদ বিতরণ? পুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট জানুন...
advertisement
advertisement
advertisement
*রাত ২ঃ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি, যেখানে ভক্তদের অনুরোধ করা হয়েছে নিজস্ব ফুল ও বেলপাতা সঙ্গে নিয়ে আসতে। অঞ্জলি শেষে ভোগ প্রসাদ বিতরণ চলবে ২০ তারিখ রাত তিন'টে থেকে ২১ তারিখ সকাল দশটা পর্যন্ত। ভোগ বিতরণের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে-সুষমা অ্যাপার্টমেন্ট (শ্যাম রোড) ও জগবন্ধু মোড় সংলগ্ন পুকুরপাড়। এছাড়া সন্দেশ প্রসাদ বিতরণ করা হবে-নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যানিকেতন (বয়েজ স্কুল) ও নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে।
advertisement
advertisement
*২৪ অক্টোবর (শুক্রবার) সকাল সাত'টায় অনুষ্ঠিত হবে বড় মা’র নিরঞ্জন পুজো ও দধিকর্মা। বিকেল চার'টেয় শুরু হবে গঙ্গাবক্ষে বড়মার ফুলের সাজে নিরঞ্জন শোভাযাত্রা। ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বড়মা মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে, পুজো সংক্রান্ত প্রস্তুতি ও ধর্মীয় আচার পালনের কারণে। অনলাইনে ভক্তরা পুজো দিতে পারবেন বড়মার কাছে।