Darjeeling Toy Train: চাঁদের আলোয় ছুটবে ট্রেন! দার্জিলিং-হিমালয়ান রেলে ফিরছে মহারানির পালানোর গল্প, জানুন

Last Updated:
Darjeeling Toy Train: পাহাড়ের বুক চিরে ছুটে চলা ছোট্ট স্টিম ইঞ্জিন, চারপাশে কুয়াশা ও ঘন জঙ্গল, আকাশে ঝিলমিল করা রুপালি চাঁদ, দার্জিলিং হিমালয়ান রেলের এই দৃশ্য যেন ইতিহাসের পাতার এক রাজকীয় অধ্যায় জীবন্ত করে তুলেছে।
1/6
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ের বুক চিরে ছুটে চলা ছোট্ট স্টিম ইঞ্জিন, চারপাশে কুয়াশা ও ঘন জঙ্গল, আকাশে ঝিলমিল করা রুপালি চাঁদ—দার্জিলিং হিমালয়ান রেলের এই দৃশ্য যেন ইতিহাসের পাতার এক রাজকীয় অধ্যায় জীবন্ত করে তুলেছে।
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ের বুক চিরে ছুটে চলা ছোট্ট স্টিম ইঞ্জিন, চারপাশে কুয়াশা ও ঘন জঙ্গল, আকাশে ঝিলমিল করা রুপালি চাঁদ—দার্জিলিং হিমালয়ান রেলের এই দৃশ্য যেন ইতিহাসের পাতার এক রাজকীয় অধ্যায় জীবন্ত করে তুলেছে।
advertisement
2/6
*১৯২০-এর দশকে কোচবিহারের মহারানি এসেছিলেন উইন্ডামিয়ার হোটেলের গ্র্যান্ড বল অনুষ্ঠানে। রাজকীয় আভিজাত্যের মধ্যেও পাহাড়ের নীরবতা তাঁকে টানছিল। রাতের অন্ধকারে, দার্জিলিং হিমালয়ান রেলের সহায়তায় তিনি গোপনে সরে যান সভা থেকে এবং শুরু হয় চাঁদের আলোয় এক রহস্যময় রাত্রিযাত্রা 'মুনলাইট পার্টি'। সেই রাতের গল্প আজও রেলের ইতিহাসে একটি কিংবদন্তি।
*১৯২০-এর দশকে কোচবিহারের মহারানি এসেছিলেন উইন্ডামিয়ার হোটেলের গ্র্যান্ড বল অনুষ্ঠানে। রাজকীয় আভিজাত্যের মধ্যেও পাহাড়ের নীরবতা তাঁকে টানছিল। রাতের অন্ধকারে, দার্জিলিং হিমালয়ান রেলের সহায়তায় তিনি গোপনে সরে যান সভা থেকে এবং শুরু হয় চাঁদের আলোয় এক রহস্যময় রাত্রিযাত্রা 'মুনলাইট পার্টি'। সেই রাতের গল্প আজও রেলের ইতিহাসে একটি কিংবদন্তি।
advertisement
3/6
*সময় হারিয়েছে স্মৃতিকে, কিন্তু এবার DHR সেই ইতিহাসকে নতুন আয়োজনে জীবন্ত করছে 'Maharani’s Great Escapade'। বিশেষ সফরটি শুধুই ভ্রমণ নয়, এটি ইতিহাস ও রোমাঞ্চের মিলনক্ষেত্র। ট্রেনটি তিনধারিয়া থেকে ছাড়বে, বিকেলের আলো থেকে সন্ধ্যার ছায়ায় পাহাড়ি বাঁকে ছুটে যাবে। প্রায় একশত বছরের পুরনো স্টিম ইঞ্জিনের হুইসেল বাজবে, কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে এগোবে ট্রেন। পথে দর্শনার্থীরা দেখতে পাবেন ঊনবিংশ শতকের রেলওয়ে ওয়ার্কশপ, যা আজও জীবন্ত প্রকৌশল বিস্ময় ধরে রেখেছে।
*সময় হারিয়েছে স্মৃতিকে, কিন্তু এবার DHR সেই ইতিহাসকে নতুন আয়োজনে জীবন্ত করছে 'Maharani’s Great Escapade'। বিশেষ সফরটি শুধুই ভ্রমণ নয়, এটি ইতিহাস ও রোমাঞ্চের মিলনক্ষেত্র। ট্রেনটি তিনধারিয়া থেকে ছাড়বে, বিকেলের আলো থেকে সন্ধ্যার ছায়ায় পাহাড়ি বাঁকে ছুটে যাবে। প্রায় একশত বছরের পুরনো স্টিম ইঞ্জিনের হুইসেল বাজবে, কুয়াশার চাদর ভেদ করে ধীরে ধীরে এগোবে ট্রেন। পথে দর্শনার্থীরা দেখতে পাবেন ঊনবিংশ শতকের রেলওয়ে ওয়ার্কশপ, যা আজও জীবন্ত প্রকৌশল বিস্ময় ধরে রেখেছে।
advertisement
4/6
*রংটং ও সুকনা পেরিয়ে ট্রেন গুলমার দিকে এগোবে, পাহাড়ি বাতাসে ভেসে আসবে চা পাতার সুগন্ধ। গন্তব্যে পৌঁছে পর্যটকরা অংশ নেবেন চাঁদের আলোয় চা তোলার অনুষ্ঠান 'Moonlit Tea Plucking'। পূর্ণিমার নরম আলোতে চা পাতার সোনালি ঝিলিক, চা শ্রমিকদের গান—এ যেন অতীত ও বর্তমানের এক জাদুকরি মিলন।
*রংটং ও সুকনা পেরিয়ে ট্রেন গুলমার দিকে এগোবে, পাহাড়ি বাতাসে ভেসে আসবে চা পাতার সুগন্ধ। গন্তব্যে পৌঁছে পর্যটকরা অংশ নেবেন চাঁদের আলোয় চা তোলার অনুষ্ঠান 'Moonlit Tea Plucking'। পূর্ণিমার নরম আলোতে চা পাতার সোনালি ঝিলিক, চা শ্রমিকদের গান—এ যেন অতীত ও বর্তমানের এক জাদুকরি মিলন।
advertisement
5/6
*DHR-এর এই বিশেষ সফরে পর্যটকরা কেবল দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য নয়, পাহাড়ি রেলপথের এক শতাব্দীর ঐতিহ্যকেও অনুভব করবেন। ছোট স্টিম ইঞ্জিনের হুইসেল প্রতিটি বাঁকে পাহাড়ের গল্প বলে এবং তার সঙ্গে মিশে থাকে মহারানির রহস্যময় অভিযানের ছোঁয়া।
*DHR-এর এই বিশেষ সফরে পর্যটকরা কেবল দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য নয়, পাহাড়ি রেলপথের এক শতাব্দীর ঐতিহ্যকেও অনুভব করবেন। ছোট স্টিম ইঞ্জিনের হুইসেল প্রতিটি বাঁকে পাহাড়ের গল্প বলে এবং তার সঙ্গে মিশে থাকে মহারানির রহস্যময় অভিযানের ছোঁয়া।
advertisement
6/6
*দার্জিলিং হিমালয়ান রেলওয়ে শুধুই পরিবহণ নয়, এটি জীবন্ত ইতিহাস। “Maharani’s Great Escapade” সেই ইতিহাসকে আবার প্রাণ দিচ্ছে। ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে এবং শীতে পর্যটকদের জন্য এটি এক বিশেষ উপহার হয়ে উঠবে। চাঁদের আলোয় ছুটে চলা ট্রেনের সঙ্গে যেন পাহাড়ও ফিসফিস করে বলে, 'এক রানি, এক পালানো রাত, আর এক ট্রেনের অনন্ত যাত্রা।'
*দার্জিলিং হিমালয়ান রেলওয়ে শুধুই পরিবহণ নয়, এটি জীবন্ত ইতিহাস। “Maharani’s Great Escapade” সেই ইতিহাসকে আবার প্রাণ দিচ্ছে। ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে এবং শীতে পর্যটকদের জন্য এটি এক বিশেষ উপহার হয়ে উঠবে। চাঁদের আলোয় ছুটে চলা ট্রেনের সঙ্গে যেন পাহাড়ও ফিসফিস করে বলে, 'এক রানি, এক পালানো রাত, আর এক ট্রেনের অনন্ত যাত্রা।'
advertisement
advertisement
advertisement