PM Dhan Dhanya Yojana: ৪২০০০ কোটি টাকার কৃষি প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর! নিমপীঠে কৃষক ভাই-বোনদের জন্য সেমিনার, আয় বাড়ানোর ট্রিক জানালেন বিশেষজ্ঞরা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
PM Dhan Dhanya Yojana: ধনধান্য কৃষি যোজনা উপলক্ষে নিমপীঠের রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হল এক বিরাট সেমিনার। এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকের প্রায় ৪৫০ জন কৃষক ভাই ও মায়েরা।
জয়নগর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: বরাবর কৃষি ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র। ধনধান্য কৃষি যোজনা উপলক্ষে রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে অনুষ্ঠিত হল এক বিরাট সেমিনার। সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লকের প্রায় ৪৫০ জন কৃষক ভাই ও মায়েরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির জাতীয় কৃষি বিজ্ঞান পরিসরে এদিন ধনধান্য কৃষি যোজনা, ডালশস্য আত্মনির্ভরতা মিশনের সঙ্গে মোট ৪২০০০ কোটি টাকারও বেশি মূল্যের আরও একগুচ্ছ কৃষি প্রকল্পের শুভ উদ্বোধন করেন। যা সারা দেশ জুড়ে ৭৩১টি কৃষি বিজ্ঞান কেন্দ্রে উপস্থিত কৃষিজীবি ভাই-বোনেরা একযোগে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেখেন।
আরও পড়ুনঃ ভাঙা হাতে ভুল প্লাস্টার, পচন ধরে…! সারা জীবনের মতো প্রতিবন্ধী হয়ে পড়ল ৫ বছরের শিশু, শাস্তির মুখে কাকদ্বীপের নার্সিংহোম
এই কৃষি পরিকল্পনাগুলি ভারতের কৃষিকাজকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা। নিমপীঠের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রামকৃষ্ণ আশ্রমের-সহ সম্পাদক শ্রীমৎ স্বামী মুক্তানন্দজি মহরাজ। স্বাগত ভাষণে এই কেন্দ্রের বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর চন্দন কুমার মণ্ডল বলেন, জাতীয় ডালশস্য মিশন, তৈলবীজ মিশন, খাদ্য সুরক্ষা মিশন, প্রাকৃতিক চাষ মিশন এগুলোর মাধ্যমে দেশ কীভাবে আত্মনির্ভারতার দিকে এগোচ্ছে। এর সঙ্গে আগামী দিনে কৃষি ক্ষেত্রে উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার যেমন ড্রোন, মাইক্রো সেচ ইত্যাদির ব্যবহার কীভাবে আরও বাড়ানো যায় সে বিষয়েও তিনি আলোকপাত করেন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরবর্তীতে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীগণ তাদের সুচিন্তিত বক্তব্যের মাধ্যমে কৃষি কাজ আরও কীভাবে লাভজনক করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। আর এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুশি আগত কৃষকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 15, 2025 6:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
PM Dhan Dhanya Yojana: ৪২০০০ কোটি টাকার কৃষি প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর! নিমপীঠে কৃষক ভাই-বোনদের জন্য সেমিনার, আয় বাড়ানোর ট্রিক জানালেন বিশেষজ্ঞরা