Wrong Treatment: ভাঙা হাতে ভুল প্লাস্টার, পচন ধরে...! সারা জীবনের মতো প্রতিবন্ধী হয়ে পড়ল ৫ বছরের শিশু, শাস্তির মুখে কাকদ্বীপের নার্সিংহোম 

Last Updated:

Kakdwip Nursing Home: হাত ভাঙার পর শিশুকে কাকদ্বীপের এক নার্সিংহোমে নিয়ে যায় পরিবার। সেখানে প্লাস্টার করার পর থেকেই শুরু হয় যন্ত্রণা। দ্বিতীয় দিন পর প্লাস্টার কাটার পর দেখা যায়, হাতটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙা হাতে ভুল প্লাস্টারের ফলে পাঁচ বছরের শিশু প্রতিবন্ধী হয়ে পড়ল।

ভুল প্লাস্টারে প্রতিবন্ধী হয়ে পড়ল শিশু
ভুল প্লাস্টারে প্রতিবন্ধী হয়ে পড়ল শিশু
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সামান্য হাত ভাঙা, যা ঠিক হয়ে যাওয়ার কথা শুধু প্লাস্টার করলেই। কিন্তু ভুল প্লাস্টারের ফলে প্রতিবন্ধী হয়ে পড়ল শিশু। এই ঘটনায় বড় শাস্তির মুখে পড়তে চলেছে কাকদ্বীপের নার্সিংহোম।
ভাঙা হাতে ভুল প্লাস্টারের ফলে পাঁচ বছরের এক শিশুকে চরম মাশুল গুণতে হচ্ছে। এই ঘটনার পর ক্লিনিক্যাল এস্ট্যাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের তরফে ভুক্তভোগী শিশুর অভিভাবকের হাতে ৩ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কাকদ্বীপের অভিযুক্ত নার্সিংহোমকে। পাশাপাশি, জেলা স্বাস্থ্য প্রশাসনকে অভিযুক্ত নার্সিংহোমের বিরুদ্ধে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ  খুব সাবধান! আমলার ফেসবুক অ্যাকাউন্টের আড়ালে অন্য কেউ, মেসেজ আসতেই খেল খতম! সরকারি কর্মীর সঙ্গে যা হল…
জানা যাচ্ছে, পড়ে গিয়ে শিশুটির হাত ভেঙেছিল। এরপর তাকে কাকদ্বীপের এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে প্লাস্টার অফ প্যারিসের একটি কাস্টিং হয়। কিন্তু প্লাস্টারটি এত টাইট ছিল যে শিশুটির হাতে যন্ত্রণা শুরু হয়। এর পর শিশুটিকে ওই নার্সিংহোমে ফের নিয়ে গেলে তার প্লাস্টারটি উপর থেকে কেটে আলগা করে দেওয়া হয়। কিন্তু তাতেও লাভ না হওয়ায় দ্বিতীয় দিন সেটি পুরো কেটে ফেলা হয়। তখন দেখা যায়, হাতটি ইতিমধ্যেই মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ প্রবল বৃষ্টিতে নেওরা নদীতে জলোচ্ছ্বাস, গিলতে আসছে গ্রাম! দেরি না করে পর্যটনকেন্দ্র ও বসতি বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল সেচ দফতর
সঙ্গে সঙ্গে শিশুটিকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় এসএসকেএমে (SSKM)। সেখানে ট্রমা কেয়ার সেন্টারে শিশুটির চিকিৎসা হয়। প্লাস্টিক সার্জারি-সহ পর পর তিন বার ওই শিশুটির ক্ষতিগ্রস্ত হাতে অস্ত্রোপচার হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পচন ধরে হাতটি কেটে বাদ দেওয়ার আশঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত হাতটি বাঁচাতে পেরেছেন এসএসকেএমের চিকিৎসকেরা। তবে ওই হাতটি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এরপরে কমিশনের বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জেন সবকিছুই খতিয়ে দেখে জানিয়েছেন, শিশুটি প্রতিবন্ধী হিসাবে গণ্য হবে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wrong Treatment: ভাঙা হাতে ভুল প্লাস্টার, পচন ধরে...! সারা জীবনের মতো প্রতিবন্ধী হয়ে পড়ল ৫ বছরের শিশু, শাস্তির মুখে কাকদ্বীপের নার্সিংহোম 
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement