Cyber Fraud: খুব সাবধান! আমলার ফেসবুক অ্যাকাউন্টের আড়ালে অন্য কেউ, মেসেজ আসতেই খেল খতম! সরকারি কর্মীর সঙ্গে যা হল...
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Cyber Fraud: সরকারি আমলার ফেসবুক ও ফোন নম্বর 'হ্যাক' করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে পাতা হল প্রতারণার ফাঁদ। আর সেই ফাঁদে পা দিয়ে প্রতারিত হলেন ভাঙড় ২ ব্লকের এক সরকারি কর্মী। খোয়ালেন ২০ হাজার টাকা।
ভাঙর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: সরকারি আমলার নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে পাতা হয়েছে প্রতারণার ফাঁদ। আর সেই ফাঁদে পা দিয়ে প্রতারিত হলেন এক সরকারি কর্মী। ভাঙড় ২ ব্লকের প্রাক্তন যুগ্ম বিডিও-র ফেসবুক ও ফোন নম্বর ‘হ্যাক’ (Hack) করে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছিল বলে অভিযোগ। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে ভাঙড় ২ ব্লকের এক সরকারি কর্মীর কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। পুরনো আসবাবপত্র বিক্রির প্রলোভন দেখিয়ে এই কাণ্ড ঘটানো হয়।
ইতিমধ্যেই ভাঙড় ডিভিশনের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত সরকারি কর্মী। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তির নাম আশরাফুল রহমান। তিনি ভাঙড়ের বড়ালি গ্রামের বাসিন্দা। আশরাফুল ভাঙড়-২ ব্লকের মিড-ডে মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেন।
আরও পড়ুনঃ একটানা ৪৮ ঘন্টা কাজ না করলে মিলবে না বেতন! BDO-র অমানবিকতার বলি ডেটা এন্ট্রি কর্মী, মানিকচকে চাঞ্চল্য
অভিযোগ, রবিবার তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মেসেজ আসে, ভাঙড় ২ ব্লকের প্রাক্তন যুগ্ম বিডিও মণিমিত্রা মুখোপাধ্যায়ের নামে একটি প্রোফাইল থেকে। বার্তায় জানানো হয়, এক পরিচিত সিআরপিএফ অফিসার কলকাতা থেকে ট্রান্সফার হচ্ছেন, তাই তিনি টিভি, ফ্রিজ, সোফা, খাট, ওয়াশিং মেশিন, ডাইনিং টেবিলের মতো জিনিসপত্র কম দামে বিক্রি করতে চান। আশরাফুল সে সব কিনতে আগ্রহ প্রকাশ করেন। সিআরপিএফের পরিচয় দেওয়া ব্যক্তির সঙ্গে ৭০ হাজার টাকায় রফা হয়। অগ্রিম হিসেবে ২০ হাজার টাকা অনলাইনে পাঠিয়ে দেন আশরাফুল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সুন্দরবনে ধসের দাপট! রায়মঙ্গল নদী বাঁধের কয়েকশো ফুট তলিয়ে গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি, পরিদর্শনে BDO
টাকা পাঠানোর পরেই সন্দেহের শুরু। ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সিআরপিএফ অফিসার সন্তোষ কুমার বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তির মোবাইল বন্ধ পান আশরাফুল। সরাসরি যুগ্ম বিডিও মণিমিত্রাকে ফোন করেন তিনি। তাঁর নম্বরও বন্ধ ছিল। পরে মণিমিত্রার মেয়ের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, কয়েক দিন আগেই মণিমিত্রার ফোন নম্বর ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রতারিত হয়েছেন বুঝে আশরাফুল পুলিশের দ্বারস্থ হন। তিনি বলেন, ‘পরিচিত ম্যাডামের নাম দেখেই বিশ্বাস করে ফেলেছিলাম। ভাবিনি, এ ভাবে প্রতারিত হতে পারি’। পুলিশ জানিয়েছে, আশরাফুল ছাড়াও আরও কয়েক জনকে একই ভাবে মেসেজ পাঠানো হয়েছিল। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় ডিভিশনের সাইবার ক্রাইম সেল। পুলিশ জানিয়েছে, সাইবার ক্রাইম নিয়ে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। তারপরেও অনেকে ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
October 14, 2025 1:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyber Fraud: খুব সাবধান! আমলার ফেসবুক অ্যাকাউন্টের আড়ালে অন্য কেউ, মেসেজ আসতেই খেল খতম! সরকারি কর্মীর সঙ্গে যা হল...