সুন্দরবনে ধসের দাপট! রায়মঙ্গল নদী বাঁধের কয়েকশো ফুট তলিয়ে গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি, পরিদর্শনে BDO
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Sundarbans Flood: সুন্দরবনে রায়মঙ্গল নদীর ধসে যাওয়া বাঁধ পরিদর্শনে এলেন হিঙ্গলগঞ্জের বিডিও। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর। কাজ সঠিকভাবে এগোচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকেরা।
হিঙ্গলগঞ্জ, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: বর্ষার বিদায় লগ্নে ধসের দাপটে সুন্দরবন। ময়দানে নেমে পড়লেন প্রশাসনিক কর্তারা। বর্ষার বিদায় লগ্নে সুন্দরবন এলাকার একাধিক জায়গায় ইতিমধ্যে নদী ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ ও মিনাখাঁয় ইতিমধ্যে নদী বাঁধে ধস দেখা যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন এলাকার মানুষ। এবার ওই এলাকা পরিদর্শনে এলেন প্রশাসনিক আধিকারিকরা।
সুন্দরবনে রায়মঙ্গল নদীর ধসে যাওয়া বাঁধ পরিদর্শনে এলেন হিঙ্গলগঞ্জের বিডিও। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগরের যোগেশগঞ্জ রায়মঙ্গল নদীর খিদিরের খেয়াঘাট সংলগ্ন এলাকার বাঁধে ৩০০ থেকে ৪০০ ফুট ধস দেখা দিয়েছে। তাই নিয়ে আতঙ্কে এলাকার মানুষজন। কথাতেই আছে, ‘নদীর ধারে বাস, ভাবনা বারো মাস’।
আরও পড়ুনঃ রেলযাত্রীদের জন্য বড় খবর! শিগগিরি বারাসাত-হাসনাবাদ শাখায় ডবল লাইনে ছুটবে ট্রেন, রেললাইন ও স্টেশন পরিদর্শনে রেল আধিকারিকেরা
এই বাঁধ মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে সেচ দফতর। আর সেই কাজ সঠিকভাবে এগোচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে আসেন হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী, হেমনগর কোস্টাল থানার ওসি মনোয়ম হোসেন, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল, যোগেশগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা মন্ডল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিডিও দেবদাস গাঙ্গুলী এসে সব রকম কাজ খতিয়ে দেখেন। ক্ষতিগ্রস্ত পরিবারদের ব্লক থেকে সবরকম সহযোগিতা করা হবে এবং আতঙ্কিত এলাকার মানুষদের তিনি আশ্বাস দেন নির্ভয় থাকতে। পাশাপাশি বাঁধের আশপাশে যাদের বাড়িঘর রয়েছে সেই সমস্ত সাধারণ মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 13, 2025 3:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুন্দরবনে ধসের দাপট! রায়মঙ্গল নদী বাঁধের কয়েকশো ফুট তলিয়ে গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি, পরিদর্শনে BDO