Bankura Night Marathon: রাতের অন্ধকারে বাঁকুড়ায় এপার ওপার ছুট ছেলে-মেয়েদের! শেষে কারো মুখে হাসি, কারো মুখ বেজার

Last Updated:

রাতের অন্ধকারে ম্যারাথন করে সকলকে চমকে দিল বাঁকুড়া! সম্ভবত বাঁকুড়া জেলার মধ্যে প্রথম নাইট ম্যারাথন!

+
নাইট

নাইট ম্যারাথন

বাঁকুড়া: ম্যারাথন মানেই প্রতিকূলতাকে জয় করা। কিলোমিটারের পর কিলোমিটার দৌড় দিয়ে ফুসফুসের শেষ অক্সিজেনটুকু নিয়েই যোগদান করাই এক প্রশংসনীয় ব্যাপার। তবে রাতের অন্ধকারে ম্যারাথন করে সকলকে চমকে দিল বাঁকুড়া! সম্ভবত বাঁকুড়া জেলার মধ্যে প্রথম নাইট ম্যারাথন! তাও আবার ছেলে মেয়ে সকলের। হল বাঁকুড়ার খাতড়ায়‌।
খাতড়ার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ছেলে ও মেয়েদের আলাদা বিভাগে রাতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। ছেলেদের প্রতিযোগিতা খাতড়ার দেদুয়া ব্রিজ মোড় থেকে শুরু হয়ে মুকুটমনিপুর গিয়ে ফের দেদুয়া ব্রিজ মোড়ে এসে শেষ হয়। মেয়েদের প্রতিযোগিতা মুকুটমণিপুর থেকে শুরু হয়ে দেদুয়া ব্রিজ মোড়ে শেষ হয়। রাতের অন্ধকারেও ফিটনেসের যাত্রা।
advertisement
advertisement
ছেলেদের ১৪ কিলোমিটার ও মেয়েদের ৭ কিলোমিটার করে প্রতিযোগিতা ছিল। ছেলেদের বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে তারক মাণ্ডি, প্রশান্ত দাস, উজ্জল মান্ডি এবং মেয়েদের বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে সুতপা মুখার্জি, স্মৃতি মুর্মু ও অর্পিতা টুডু। খাতড়া মহকুমা এলাকা ছাড়াও ছাতনা, কমলপুর, ঝাড়গ্রাম থেকেও প্রতিযোগীরা নাইট ম্যারাথনে অংশগ্রহণ করেছিল। প্রতিযোগিতা শেষে খাতড়ার পাম্প মোড়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন ছিল। রাতের বুক ম্যারাথন দেখতে উৎসাহিত মানুষ জমা হন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক ক্রীড়ায় ম্যারাথন খেলা শুরু থেকেই প্রচলিত ছিল। কিন্তু ১৯২১ সালের পূর্ব পর্যন্ত এ খেলার সুনির্দিষ্ট মানদণ্ড ছিল না। প্রতি বছর বিশ্বে গড়ে পাঁচ শতাধিক ম্যারাথন ক্রীড়া অনুষ্ঠিত হয়ে আসছে। এ খেলায় বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী শৌখিন দৌড়বিদগণ অংশ নিয়ে থাকেন। বাঁকুড়ায় রয়েছে ম্যারাথনের যথেষ্ঠ ক্রেজ।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura Night Marathon: রাতের অন্ধকারে বাঁকুড়ায় এপার ওপার ছুট ছেলে-মেয়েদের! শেষে কারো মুখে হাসি, কারো মুখ বেজার
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা ! বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন
  • বঙ্গোপসাগরে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় !

  • বাংলায় এর কতটা প্রভাব পড়তে পারে, জেনে নিন

  • রবিবারের আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement