Durgapur: নকল নম্বর প্লেট লাগিয়েও লাভ হল না! দুর্গাপুর থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার বোলপুরে, সিসিটিভি ধরিয়ে দিল চোরদের
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Durgapur: প্রথমে বাইক চুরি তারপর বাইকটি যাতে চেনা না যায় তার জন্য নকল নম্বর প্লেট লাগানো। কিন্তু লাভের লাভ হল না কিছুই। আখেরে পুলিশের জালে চোর। দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ গ্রেফতার করেছে ২ জনকে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তী: প্রথমে বাইক চুরি তারপর যাতে ধরা না পড়তে হয় তার জন্য বাইকের নম্বর প্লেট নকল করা। তবে লাভের লাভ হল না কিছুই। শেষমেশ ধরা পড়তে হল পুলিশের জলে। গ্রেফতার হয়েছে ২ চোর।
আসানসোল দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের হাতে বাইক সমেত গ্রেফতার ২ চোর। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় দুই ধৃতকে।
আরও পড়ুনঃ শীত পড়লেই পূর্বস্থলীর চুপি পাখিরালয়ে চিত্রগ্রাহকদের ভিড়, রঙবেরঙের পরিযায়ী পাখি, নৌকায় চেপে ফটোগ্রাফি, দারুণ অভিজ্ঞতা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর গান্ধী মোড়ের বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে থেকে একটি বাইক চুরি যায়। এরপরেই সিটি সেন্টার ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন বাইকের মালিক। চোরের খোঁজে তদন্তে নামে পুলিশ।
advertisement
advertisement
সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গত ৮ নভেম্বর দুর্গাপুরের সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ বাঁকুড়া থেকে গ্রেফতার করে রাজেশ মন্ডল ওরফে লেবুকে। ওই দিনই বোলপুর ক্যানেল পাড়া থেকে গ্রেফতার হয় লক্ষ্মী সহানি। ধৃতদের চার দিনের পুলিশি হেফাজতে নেয় পুলিশ। এরপর তাদের জেরা করে বোলপুর থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বাইকটি।
আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার অবসান! নতুন রূপে খুলল কালনার তালা ব্রিজ, এলাকাবাসীর মুখে স্বস্তির হাসি, দেখুন প্রথম ঝলক
পুলিশ সূত্রে খবর, রাজেশ মন্ডল ওরফে লেবু দুর্গাপুর থানার সেকেন্ডারি এলাকার বাসিন্দা। লক্ষ্মী সহানি বোলপুর ক্যানেল পাড়ার বাসিন্দা। চুরি করার পর বাইকটি যাতে না চেনা যায় সেজন্য গাড়িতে নকল নম্বর প্লেট লাগায় অভিযুক্তরা। বুধবার ধৃতদের ফের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
November 12, 2025 6:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durgapur: নকল নম্বর প্লেট লাগিয়েও লাভ হল না! দুর্গাপুর থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার বোলপুরে, সিসিটিভি ধরিয়ে দিল চোরদের

