Tala Bridge: দীর্ঘ অপেক্ষার অবসান! নতুন রূপে খুলল কালনার তালা ব্রিজ, এলাকাবাসীর মুখে স্বস্তির হাসি, দেখুন প্রথম ঝলক

Last Updated:

Tala Bridge: দীর্ঘদিনের অপেক্ষার অবসান। সেচ দফতরের উদ্যোগে নতুন রূপে খুলল কালনা দু’নম্বর ব্লকের তালা ব্রিজ। প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই নতুন কংক্রিটের ব্রিজ। এলাকাবাসীর মুখে স্বস্তির হাসি।

+
তালা

তালা ব্রিজ 

কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার কালনা দু’নম্বর ব্লকের তালা ব্রিজ দীর্ঘদিন ধরে ছিল ভগ্নপ্রায় অবস্থায়। ভুরকুন্ডা ও তালা গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই গুরুত্বপূর্ণ ব্রিজটির অবস্থা এতটাই জীর্ণ হয়ে পড়েছিল যে, প্রতিদিন সাধারণ মানুষকে যাতায়াতে ভীষণ সমস্যার মুখে পড়তে হত। বহু বছর ধরে স্থানীয়দের তরফে ব্রিজটি মেরামতির দাবি উঠলেও তা পূরণ হয়নি। অবশেষে সেচ দফতরের উদ্যোগে শুরু হয় নতুন ব্রিজ নির্মাণের কাজ।
সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই নতুন কংক্রিটের ব্রিজ। যদিও কাজের প্রাথমিক সময়সীমা নির্ধারিত ছিল কয়েক মাস, তবে বাস্তবে তা সম্পূর্ণ হতে খানিকটা বেশি সময় লেগেছে। কিন্তু শেষ পর্যন্ত কাজ শেষ হয়ে ব্রিজটি চালু হওয়ায় এলাকাবাসীর মুখে এখন স্বস্তির হাসি।
আরও পড়ুনঃ রান্না করার সময় আচমকা বিস্ফোরণ! গ্যাস সিলিন্ডার ফেটে গোটা বাড়িতে আগুন, মুর্শিদাবাদে মৃত শিশু-সহ মহিলা
স্থানীয় বাসিন্দা কার্তিক নায়েক বলেন, “আমরা তো উপকৃত হয়েছি তার সঙ্গে আশপাশের আরও অনেক গ্রামের মানুষেরও উপহার হল। পড়ুয়া, রোগী, নিত্যযাত্রীরা এবার থেকে অনেক উপকৃত হবেন।” এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন যাতায়াত করেন কালনা দু’নম্বর ব্লকের দেবীপুর, ভুরকুন্ডা, পোতানয়, তালা, টোলা-সহ প্রায় এক ডজন গ্রামের মানুষ। ব্রিজ সংস্কার না হওয়ার কারণে তাঁদের দু’কিলোমিটারেরও বেশি পথ ঘুরে বিকল্প পথে যেতে হতো। শুধু তাই নয়, ব্রিজের নির্মাণ চলাকালীন যেই অস্থায়ী বাইপাস রাস্তা তৈরি করা হয়েছিল, সেই পথ ছিল দুর্ঘটনাপ্রবণ। প্রায়ই সেখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটত, যা নিয়ে চিন্তায় ছিলেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চোখের সামনে ফের ‘জীবন্ত’ উত্তরবঙ্গের ভয়াবহ বন্যার দৃশ্য! মেজবিলের রাসমেলায় এবারের বিশেষ আকর্ষণ পুতুল প্রদর্শনী, ঘুরে আসুন একবার
তবে এখন নতুন ব্রিজ চালু হওয়ায় সেই ভোগান্তির অবসান ঘটেছে। স্থানীয় বাসিন্দা মাধব রানা বলেন, “আমাদের অনেক উপকার হল। যাতায়াত করতে খুবই অসুবিধা হত আমাদের। এই ব্রিজ হওয়ার ফলে আমাদের খুবই উপকার হল।” স্কুল-কলেজের ছাত্রছাত্রী, অফিসগামী মানুষ থেকে শুরু করে রোগী পরিবহণ, সব ক্ষেত্রেই এখন যাতায়াত অনেক সহজ হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এলাকাবাসীদের বক্তব্য, এই ব্রিজ পুনর্নির্মাণের ফলে অবশেষে দীর্ঘদিনের এক বড় সমস্যার সমাধান হয়েছে। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, ব্রিজটির নির্মাণে আধুনিক মান বজায় রাখা হয়েছে, যাতে আগামী দিনে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়। সর্বোপরি, বহু প্রতীক্ষার পর তালা ব্রিজ চালু হওয়ায় এখন আনন্দে মুখর গোটা অঞ্চল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tala Bridge: দীর্ঘ অপেক্ষার অবসান! নতুন রূপে খুলল কালনার তালা ব্রিজ, এলাকাবাসীর মুখে স্বস্তির হাসি, দেখুন প্রথম ঝলক
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement