East Bardhaman: শীত পড়লেই পূর্বস্থলীর চুপি পাখিরালয়ে চিত্রগ্রাহকদের ভিড়, রঙবেরঙের পরিযায়ী পাখি, নৌকায় চেপে ফটোগ্রাফি, দারুণ অভিজ্ঞতা 

Last Updated:
Chupi Pakhiralay: শীত মানেই পাখিপ্রেমী ও চিত্রগ্রাহকদের জন্য উৎসবের মরশুম। এই সময়ে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপি পাখিরালয় হয়ে ওঠে চিত্রগ্রাহকদের অন্যতম প্রিয় গন্তব্য। ভরপুর শীতে চুপির ছাড়িগঙ্গা ও আশপাশের জলাশয়ে ভিড় করে পরিযায়ী পাখিরা।
1/5
শীতের মরশুম শুরু হয়ে গিয়েছে। হয়তো আর কিছুদিনের মধ্যেই একেবারে জাঁকিয়ে শীত পড়বে। আর শীত মানেই পাখিপ্রেমী ও চিত্রগ্রাহকদের জন্য উৎসবের সময়। এই মরশুমে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপি পাখিরালয় হয়ে ওঠে চিত্রগ্রাহকদের অন্যতম প্রিয় গন্তব্য। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
শীতের মরশুম শুরু হয়ে গিয়েছে। হয়তো আর কিছুদিনের মধ্যেই একেবারে জাঁকিয়ে শীত পড়বে। আর শীত মানেই পাখিপ্রেমী ও চিত্রগ্রাহকদের জন্য উৎসবের সময়। এই মরশুমে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর চুপি পাখিরালয় হয়ে ওঠে চিত্রগ্রাহকদের অন্যতম প্রিয় গন্তব্য। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
ভরপুর শীতে চুপির ছাড়িগঙ্গা ও আশপাশের জলাশয়ে ভিড় করে পরিযায়ী পাখিরা। এই পাখিদের ক্যামেরাবন্দি করতে দূর দূরান্ত থেকেও ছুটে আসেন চিত্রগ্রাহকরা। সকালের কুয়াশা আর পাখির উড়ে বেরানো - তৈরি করে এক অনন্য দৃশ্য।
ভরপুর শীতে চুপির ছাড়িগঙ্গা ও আশপাশের জলাশয়ে ভিড় করে পরিযায়ী পাখিরা। এই পাখিদের ক্যামেরাবন্দি করতে দূর দূরান্ত থেকেও ছুটে আসেন চিত্রগ্রাহকরা। সকালের কুয়াশা আর পাখির উড়ে বেরানো - তৈরি করে এক অনন্য দৃশ্য।
advertisement
3/5
চুপির ছাড়িগঙ্গায় নৌকায় চেপে ঘুরে ঘুরে পাখিদের ছবি তোলেন চিত্রগ্রাহকরা। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অসংখ্য চিত্রগ্রাহক ও প্রকৃতিপ্রেমী মানুষ। শুধু পেশাদার ফটোগ্রাফারই নন, অনেকে শখের বসেও চলে আসেন এখানে পাখিদের মুহূর্ত বন্দি করতে।
চুপির ছাড়িগঙ্গায় নৌকায় চেপে ঘুরে ঘুরে পাখিদের ছবি তোলেন চিত্রগ্রাহকরা। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অসংখ্য চিত্রগ্রাহক ও প্রকৃতিপ্রেমী মানুষ। শুধু পেশাদার ফটোগ্রাফারই নন, অনেকে শখের বসেও চলে আসেন এখানে পাখিদের মুহূর্ত বন্দি করতে।
advertisement
4/5
অস্প্রে, গাডওয়াল, রেড ক্রেস্টেড প্রচার্ড-সহ নানা প্রজাতির পরিযায়ী পাখির দেখা মেলে এই চুপি পাখিরালয়ে। জলাশয়ের ধারে বা ছাড়িগঙ্গার মাঝেই এক নজরে ধরা পড়ে তাদের রঙিন পালক ও চমকপ্রদ উড়ান।
অস্প্রে, গাডওয়াল, রেড ক্রেস্টেড প্রচার্ড-সহ নানা প্রজাতির পরিযায়ী পাখির দেখা মেলে এই চুপি পাখিরালয়ে। জলাশয়ের ধারে বা ছাড়িগঙ্গার মাঝেই এক নজরে ধরা পড়ে তাদের রঙিন পালক ও চমকপ্রদ উড়ান।
advertisement
5/5
এবারে ছাড়িগঙ্গায় কচুরিপানাও পরিষ্কার হয়ে গিয়েছে। স্থানীয় নৌকা মাঝিদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরি হওয়ায় আশা করা হচ্ছে, আগের বছরের তুলনায় এবারে পাখির সংখ্যা আরও বাড়বে। ফলে চিত্রগ্রাহকদের ভিড়ও হবে আরও বেশি। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
এবারে ছাড়িগঙ্গায় কচুরিপানাও পরিষ্কার হয়ে গিয়েছে। স্থানীয় নৌকা মাঝিদের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরি হওয়ায় আশা করা হচ্ছে, আগের বছরের তুলনায় এবারে পাখির সংখ্যা আরও বাড়বে। ফলে চিত্রগ্রাহকদের ভিড়ও হবে আরও বেশি। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
advertisement
advertisement