GST : জিএসটি নম্বরে কোটি টাকার লেনদেন, বকেয়া কয়েক লক্ষ টাকা! ফলতায় মুদি ব্যবসায়ীর মাথায় হাত

Last Updated:

Fake GST Complaint : মুদি ব্যবসায়ীর নামে জিএসটি। লেনদেন কয়েক কোটি টাকার। বকেয়া রয়েছে কয়েক লক্ষ টাকার ট্যাক্সও। কীভাবে হল এই কাণ্ড?

চিন্তিত ব্যবসায়ী।
চিন্তিত ব্যবসায়ী।
ফলতা, উত্তর ২৪ পরগণা, আনিশ উদ্দিন মোল্লা : নিজের নামে আগে থেকেই ছিল জিএসটি রেজিস্ট্রেশন। সেই জিএসটি নম্বর দিয়ে কয়েক কোটি টাকার লেনদেনও হয়েছে। এমন খবর পেয়ে স্তম্ভিত ফলতা থানার গোপালপুরের মুদি ব্যবসায়ী বাবুলাল মোল্লা। শুধু তাই নয়, ওই রেজিস্ট্রেশন থেকে কয়েক লক্ষ টাকার ট্যাক্স বকেয়া দেখানো হচ্ছে বলেও অভিযোগ।
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বাবুলাল মোল্লা ইতিমধ্যেই ফলতা থানা ও বেহালা জিএসটি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। বাবুলাল জানিয়েছেন, জিএসটি দফতরের কর্মকর্তারা সম্প্রতি তাঁর বাড়িতে গিয়ে জানান, তাঁর নামে থাকা জিএসটি থেকে বিপুল অঙ্কের লেনদেন হয়েছে। তাঁকে অফিসে হাজির হতে নির্দেশও দেন।
আরও পড়ুন : সারমেয়দের একটানা চিৎকার! দেখেই প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় পুলিশ কর্মীদের! কে এসেছিল জানলে ভয় লাগবে
পরে সাইবার ক্যাফের মাধ্যমে বাবুলাল জানতে পারেন, তাঁর করা নতুন জিএসটি রেজিস্ট্রেশনের আবেদন বাতিল হয়েছে। কারণ আগেই তাঁর নামে একটি জিএসটি নম্বর খোলা রয়েছে। বাবুলাল দাবি করেন, তিনি আগে কখনও জিএসটির জন্য আবেদন করেন নি। কিন্তু চলতি বছরের মার্চ মাসে তাঁর নামে রেজিস্ট্রেশন দেখাচ্ছে। তাঁর আসল নথি থাকলেও ওই জাল রেজিস্ট্রেশনে ব্যবহার করা হয়েছে। যুক্ত রয়েছে অন্য মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট।
advertisement
advertisement
আরও পড়ুন : এক পুজোতেই মেলে সন্তান লাভের আশীর্বাদ! দুই বোনের পুজোর রহস্য জানলে অবাক হবেন, বিশ্বাস করা কঠিন
তাঁর প্রশ্ন, ভেরিফিকেশন প্রক্রিয়া থাকা সত্ত্বেও কীভাবে এমন নকল রেজিস্ট্রেশন সম্ভব? বাবুলাল মোাল্লা সন্দেহপ্রকাশ করে বলেছেন, সম্প্রতি লোন পাওয়ার আশায় এক ব্যক্তিকে জমা দেওয়া নথিই হয়ত অপব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনা তদন্তের দাবি জানিয়ে তিনি ফলতা থানা ও বেহালা জিএসটি অফিসে অভিযোগ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
GST : জিএসটি নম্বরে কোটি টাকার লেনদেন, বকেয়া কয়েক লক্ষ টাকা! ফলতায় মুদি ব্যবসায়ীর মাথায় হাত
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement