সারমেয়দের একটানা চিৎকার! দেখেই প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় পুলিশ কর্মীদের! কে এসেছিল জানলে ভয় লাগবে
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Snake Rescue : ওঁত পেতে বসেছিল বিষধর গোখরো। পোষ্য সারমেয়দের ডাকাডাকিতে বুঝতে পারলেন পুলিশকর্মীরা। নিয়ে গেলেন সর্পপ্রেমী।
ক্যানিং, অনুপ বিশ্বাস : অফিসের সামনে আচমকা হাজির বিষধর সাপ। পোষ্য সারমেয়দের ডাকাডাকিতে বিষয়টি বুঝতে পারেন কর্তব্যরত পুলিশকর্মীরা। তার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ কর্মীদের মধ্যে। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় সাপ উদ্ধারের জন্য। শেষ পর্যন্ত সর্পপ্রেমীর তৎপরতায় উদ্ধার করা হয়েছে সাড়ে চার ফুট লম্বা একটি কেউটে।
সোমবার রাতে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিকের দফতরের সামনে দেখতে পাওয়া যায় বিষধর সাপটিকে। জানা গিয়েছে, দফতরের সামনে হঠাৎই কয়েকটি পোষ্য কুকুর অস্বাভাবিক আচরণ শুরু করে। কুকুরদের টানা ডাকাডাকিতে কৌতূহলী হয়ে বাইরে বেরিয়ে আসেন পুলিশ কর্মীরা। বাইরে বেরিয়ে কার্যত চোখ কপালে ওঠে তাদের। দেখতে পান অফিসের সামনেই একটি বিষধর কেউটে ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে।
advertisement
আরও পড়ুন : এক পুজোতেই মেলে সন্তান লাভের আশীর্বাদ! দুই বোনের পুজোর রহস্য জানলে অবাক হবেন, বিশ্বাস করা কঠিন
যদিও দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেন পুলিশ কর্মীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় এলাকার সর্পপ্রেমী নিরঞ্জন সরদারকে। তিনিই এসে সাড়ে চার ফুট লম্বা কেউটে সাপটি উদ্ধার করেন। উদ্ধারকারী জানান, এটি একটি বিষধর কেউটে। বন দফতরের হাতে সাপটি তুলে দেওয়া হবে।
advertisement
advertisement
তবে পুলিশ কর্মীদের অনেকেই বলছেন, সারমেয়গুলি ডাকাডাকি না করলে হয়ত তারা বিষয়টি বুঝতেও পারতেন না। সাপ দেখে তাদের ডাকাডাকির জন্যই আগেভাগে বিপদের আঁচ পাওয়া গিয়েছিল। হলে দুর্ঘটনা এড়ানো গিয়েছে। আবার সাপটিকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা গিয়েছে। ফলে পুলিশকর্মীদের কাছে এই ঘটনার পর সারমেয়গুলির কদর আরও বেড়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 12:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সারমেয়দের একটানা চিৎকার! দেখেই প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় পুলিশ কর্মীদের! কে এসেছিল জানলে ভয় লাগবে