ভাড়া বাড়ির গৃহকর্ত্রীকে 'মা' সাজিয়ে ভারতীয় ভোটার! বাংলাদেশি মহিলা-ছেলের অবিশ্বাস্য কৌশল, ফাঁস চমকে দেওয়ার মতো ঘটনা
- Published by:Madhab Das
- local18
Last Updated:
ভাড়া বাড়ির গৃহকর্ত্রীকে মা সাজিয়ে ভোটার হলেন বাংলাদেশি মহিলা ও ছেলে, এসআইআর আবহে দেগঙ্গায় এবার বাংলাদেশী মহিলার ভারতীয় ভোটার তালিকায় নাম তোলার রহস্য ফাঁস!
দেগঙ্গা, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: ভাড়া বাড়ির গৃহকর্ত্রীকে মা সাজিয়ে ভোটার হলেন বাংলাদেশি মহিলা ও ছেলে, এসআইআর আবহে দেগঙ্গায় এবার বাংলাদেশী মহিলার ভারতীয় ভোটার তালিকায় নাম তোলার রহস্য ফাঁস!
দেগঙ্গা এক পঞ্চায়েতের ১১৯ বুথের ভোটার তালিকায় শেফালী মন্ডলের মা ঊষারাণী মন্ডল। শেফালী মন্ডল আদতে একজন বাংলাদেশী, তিনি এদেশে এসে বেলিয়াঘাটা এলাকার বাসিন্দা ঊষারাণী মন্ডলের বাড়ি ভাড়া থাকতেন, পরবর্তীতে তিনি তার ছেলেকে এদেশে নিয়ে এসে ভোটার তালিকায় নাম তোলেন।
advertisement
advertisement
প্রথমে অভিযোগ অস্বীকার করেন শেফালী মন্ডল, পরে বর্তমান মৃত ঊষারণী মন্ডলের ছেলে নির্মল মন্ডল পর্দা ফাঁস করতেই বেড়িয়ে আসে শেফালী মন্ডলের ভারতীয় ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার কৌশল। শেফালী মন্ডল প্রথমে বলেন, তার মা ঊষারাণী মন্ডল, ভাই নির্মল মন্ডল। নির্মল মন্ডল জানান, তারা দুই বোন এক ভাই, শেফালী তার কেউ হন না, তাদের বাড়ি ভাড়া থাকতেন, মাকে ধরম মা বলতেন, তারপর শেফালী ঊষারাণী মন্ডলকে মা সাজিয়ে ভোটার হন।
advertisement
আরও পড়ুন: দিব্যি ঘুমাচ্ছিল ‘ওঁরা’, আচমকা ধেয়ে এল গঙ্গা! তলিয়ে গেল একের পর এক বাড়ি, দেখুন কী করুণ পরিস্থিতি
উত্তর ২৪ পরগনায় এমন ঘটনার জেরে পরবর্তীতে চাপে পড়ে ক্যামেরার সামনে শেফালী স্বীকার করেছেন, বাংলাদেশে তার মায়ের নাম উষারাণী মন্ডল, বাড়ির মালিক গৃহকর্ত্রীর নামও উষারাণী মন্ডল, ব্যাস হয়ে গেল দুই আর দুই চার, তারপর স্থানীয় কয়েকজনের সহযোগিতা আদালতে এবিট ওবিট করে ভারতীয় ভোটার তালিকায় নাম তোলা।
advertisement
যা নিয়ে শাসকদলের ঘাড়ে দোষ চাপিয়ে বিজেপির দাবি বাংলাদেশী হিন্দুদের শরনার্থী তালিকায় এনে তাদের ভারতীয় নাগরিকত্ব দেবে কেন্দ্রের বিজেপি সরকার, বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী তাদের তাড়ানো হবে। শাসকদলের দাবি বাম আমলে অবৈধভাবে বাংলাদেশীদের ভোটার তালিকায় নাম তোলা হয়েছে, বিজেপি শুধু মিথ্যা সমালোচনা করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 10:21 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাড়া বাড়ির গৃহকর্ত্রীকে 'মা' সাজিয়ে ভারতীয় ভোটার! বাংলাদেশি মহিলা-ছেলের অবিশ্বাস্য কৌশল, ফাঁস চমকে দেওয়ার মতো ঘটনা