ফেসবুকের আলাপ থেকে ভয়ানক পরিণতি! মহাবিপদে পড়লেন নদিয়ার মহিলা
- Reported by:Saradindu Ghosh
- Published by:Satabdi Adhikary
Last Updated:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে আউসগ্রামের এক মহিলার সঙ্গে পরিচয় করে অনুপ। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। অনুপের সঙ্গে কয়েকবার দেখাও করেছিলেন ওই মহিলা।
#উত্তরবঙ্গ: ফেসবুকে আলাপ। ধীরে ধীরে সেই আলাপচারিতা পরিণত হয়েছিল ঘনিষ্ঠতায়। তারপর দেখাও হয়েছিল দুজনের। অভিযোগ, তার পর থেকেই সেই সময়ের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া নিয়ে লাগাতার হুমকি। অবশেষে, সাইবার থানার পুলিশের জালে ধরা পড়ল ওই যুবক।
ধৃত যুবকের নাম অনুপ কর্মকার। তাঁর বাড়ি নদিয়ার ভীমপুরের ময়দানপুর এলাকায়। সম্প্রতি, বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার মহিষবাথান এলাকার একটি বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ অভিযুক্তের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। বৃহস্পতিবার তাঁকে বর্ধমান সিজিএম আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে দুদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে আউসগ্রামের এক মহিলার সঙ্গে পরিচয় করে অনুপ। ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। অনুপের সঙ্গে কয়েকবার দেখাও করেছিলেন ওই মহিলা। অভিযোগ, সেই সময় মহিলার সঙ্গে কাটানো গোপন মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও তুলে রেখেছিল অনুপ। এরপরে, ওই মহিলার নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেই সব ছবি এবং ভিডিও পোস্ট করে থাকে সে। এমনকি, মেসেঞ্জার গ্রুপ তৈরি করেও ছবিগুলি সেখানে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: অন্যের নিয়োগপত্র জালিয়াতি করে চাকরি শিক্ষকের! হাইকোর্ট বলল, 'স্কুলের পড়ুয়াদের অবস্থা শুধু ভাবছি,'
বিষয়টি জানতে পেরে ওই মহিলা সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তারপরে অভিযুক্তের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে তাঁর হদিস মেলে।
advertisement
তদন্তকারী পুলিশ অফিসারদের সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা অভিযোগ দায়ের করার পরেই গা ঢাকা দিয়েছিলেন অনুপ। এরপর, তিনি বর্ধমান জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন জানান। কিন্তু সেই আবেদন নাকচ হয়ে যায়। তারপরে হাইকোর্টে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। এরপরেই বিধাননগর পুলিশ কমিশনারের এলাকা থেকে অনুপকে গ্রেফতার করে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 23, 2022 6:36 PM IST







