অন্যের নিয়োগপত্র জালিয়াতি করে চাকরি শিক্ষকের! হাইকোর্ট বলল, 'স্কুলের পড়ুয়াদের অবস্থা শুধু ভাবছি,'
- Written by:ARNAB HAZRA
- Published by:Suvam Mukherjee
Last Updated:
জানা গিয়েছে, ভূগোলের শিক্ষক পদে অরবিন্দ মাইতি নিয়োগ পত্র পান বেলডাঙার একটি স্কুলে। অভিযোগ, তাঁর ভূগোলের নিয়োগপত্র জালিয়াতি করে অনিমেষ তেওয়ারি চাকরি করছেন।
#কলকাতা: মুর্শিদাবাদের সুতির ব্লকের ভোতা এ আর স্কুলের কর্মশিক্ষার শিক্ষক অনিমেষ তেওয়ারিকে ঘিরে বিস্ফোরক তথ্য। মুর্শিদাবাদ ডিআই রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ। অভিযোগ, অন্যের নিয়োগপত্র জালিয়াতি করে দিব্যি তিনি শিক্ষক হিসাবে স্কুলে চাকরি করছেন। জানা গিয়েছে, ভূগোলের শিক্ষক পদে অরবিন্দ মাইতি নিয়োগ পত্র পান বেলডাঙার একটি স্কুলে। অভিযোগ, তাঁর ভূগোলের নিয়োগপত্র জালিয়াতি করে অনিমেষ তেওয়ারি চাকরি করছেন।
রিপোর্টে জানা গিয়েছে, অরবিন্দ মাইতির ভূগোলের নিয়োগপত্রের মেমো নং জালিয়াতি করে এতো বছর ধরে চাকরি করছেন অনিমেষ তেওয়ারি। প্রাথমিক রিপোর্টে এমনই চাঞল্যকর তথ্য উঠে এসেছে। বিষয়টি শুনে কার্যত বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি বলেন, 'স্কুলের পড়ুয়াদের অবস্থা আমি শুধু ভাবছি। কী পড়ছে তারা! ২০১৯ সাল থেকে তিনি বেতন নিচ্ছেন''
advertisement
কর্মশিক্ষার শিক্ষক পদে অনিমেষ তেওয়ারির স্কুল রেজিস্ট্রার সহ যাবতীয় নথি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিনি জানিয়েছেন,
advertisement
'প্রতিষ্ঠানিক দুর্নীতি না ব্যতিক্রমি দুর্নীতি সেটাই আদালতে খতিয়ে দেখতে চাই।' অভিযুক্ত শিক্ষক ও স্কুলের প্রধান শিক্ষক কে আত্মপক্ষ সমর্থনে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, অনিমেশ তিওয়ারি গোথা এ আর হাইস্কুলsj শিক্ষক। শিক্ষা দফতরের ওয়েবসাইট অনুযায়ী তিনি স্কুলের কর্মশিক্ষা শিক্ষক। তাঁর জন্মসাল ১৯৯৫। কর্মশিক্ষা নিয়োগের শেষ পরীক্ষা হয়েছিল ২০১২ সালে। মামলকারীদের প্রশ্ন, সেই হিসাবে ১৭ কিংবা ১৮ বছরে পরীক্ষা দিয়েছেন অনিমেশ তিওয়ারি। কিন্তু কর্মশিক্ষা শিক্ষক হওয়ার নূন্যতম বয়স ২০ বছর। ফলে তিনি কীভাবে চাকরি পেলেন ?
advertisement
আইনজীবী ফিরদৌস সামিম আদালতে অভিযোগ করেন, মুশিদাবাদের সুতির ওই স্কুল নিয়োগ দুর্নীতির অন্যতম ভরকেন্দ্র। এই নিয়োগ দুর্নীতির সঠিক তদন্ত হলে অনেক বিষয় সামনে আসবে। তার পরেই আদালতে শুক্রবারের মধ্যেই প্রাথমিক রিপোর্ট চেয়ে পাঠায়। সেই রিপোর্টেই উঠে আসে বিস্ফোরক তথ্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Dec 23, 2022 2:04 PM IST










