Coronavirus || Modi: ওমিক্রনের BF.7 ভ্যারিয়্যান্ট ভয়ঙ্কর সংক্রামক! করোনা নিয়ন্ত্রণে দেশকে 'দুই' পরামর্শ মোদির
- Published by:Sanjukta Sarkar
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
Coronavirus || Modi: রাজ্য গুলিকে প্রধানমন্ত্রীর পরামর্শ, চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রাখতে অডিট করতে হবে। হাসপাতাল কর্মী, পিএসইউ অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে ভেন্টিলেশন ব্যবস্থা প্রস্তুত রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
#নয়াদিল্লি: করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে জিনোম সিকোয়েন্স পরীক্ষার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আটকাতে টেস্ট, ট্র্যাক এর ওপর আস্থা রাখছে মোদি সরকার। বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মোদি। সেখানেই প্রধানমন্ত্রী মোদি জনবহুল এলাকায় মাস্ক পরা এবং পরীক্ষার ওপর জোর দিতে বলেন। তাঁর পরামর্শ, দ্রুত বুস্টার ডোজ দিতে হবে। বিশেষ করে প্রবীণ এবং অসুস্থ মানুষদের বুস্টার ডোজের ওপর গুরুত্ব দেন তিনি।
রাজ্যগুলিকে প্রধানমন্ত্রীর পরামর্শ, চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রাখতে অডিট করতে হবে। হাসপাতাল কর্মী, পিএসইউ অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে ভেন্টিলেশন ব্যবস্থা প্রস্তুত রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীকে আধিকারিকরা জানান, হাসপাতালে শয্যা সহ অন্যান্য সমস্ত ধরণের পরিকাঠামো প্রস্তুত রয়েছে। চিন, আমেরিকা, জাপানের মত দেশগুলিতে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। সংসদের শীতকালীন অধিবেশনে আজ দুই কক্ষে সকলকে মাস্ক পরে আসতে দেখা যায়। লোকসভার স্পিকার ওম বিড়লা সমস্ত সংসদকে মাস্ক পরে আসার নির্দেশ দেন।
advertisement
advertisement
গত বুধবারই দেশের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। বৃহস্পতিবার সংসদে দেশের করোনা পরিস্থিতি এবং করোনা মোকাবিলায় কেন্দ্রের প্রস্তুতি সম্পর্কে বিবৃতিও দেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই করোনা সংক্রমণ রোধে প্রতি রাজ্যকেই নির্দিষ্ট গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে। পর্যাপ্ত ওষুধ এবং টিকাও মজুত রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন। এ ছাড়া, বাজার, ভিড় বাস, ট্রেন, অনুষ্ঠানবাড়ি কিংবা জমায়েতে মাস্ক পরার পরামর্শও দেন মন্ত্রী।
advertisement
যে ভ্যারিয়্যান্টগুলির জন্য চিনে করোনার বাড়বাড়ন্ত, ইতিমধ্যেই ভারতে তার একটির সন্ধান মিলেছে। ওমিক্রনের BF.7 ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়েছেন, গুজরাত, ওড়িশার বাসিন্দা। বিশেষজ্ঞেরা জানিয়েছেন, ওমিক্রনের এই BF.7 ভ্যারিয়্যান্টটি অত্যন্ত সংক্রামক। একজন আক্রান্ত ব্যক্তির থেকে অন্তত ১২-১৫ জন পর্যন্ত আক্রান্ত হতে পারেন বলে সূত্রের খবর।
advertisement
রাজীব চক্রবর্তী
Location :
First Published :
December 23, 2022 8:02 AM IST