Jhargram News: ১২ হাজার একর জায়গায় হচ্ছে হাতির বাসস্থান, জঙ্গলমহলে হাতির সমস্যার স্থায়ী সমাধান!

Last Updated:

Jhargram News: জঙ্গলমহলের জ্বলন্ত সমস্যা হাতির সমস্যা। হাতির সমস্যা সমাধানে উদ্যোগী রাজ্য সরকার। বেলপাহাড়ির ময়ূরঝর্ণাতে ১২ হাজার একর বনভূমিতে তৈরি হতে চলেছে হাতির বাসস্থান। প্রজেক্ট এর নাম দেওয়া হচ্ছে ময়ূরঝর্ণা প্রজেক্ট।

+
জঙ্গলমহলে

জঙ্গলমহলে হাতির সমস্যার সমাধানে তৈরি হতে চলেছে ময়ূরঝর্ণা প্রকল্প

ঝাড়গ্রাম: জঙ্গলমহলের বর্তমান সময়ের জ্বলন্ত সমস্যা হাতির সমস্যা। প্রতিনিয়ত হাতির হানায় এলাকায় ফসলের ক্ষতির পাশাপাশি প্রাণহানি হচ্ছে সাধারণ গ্রামবাসীর। অপরদিকে সুরক্ষিত নয় হাতিরা। কখনও বিদ্যুৎপৃষ্ট, কখনও জলে ডুবে, কখনও আবার রেললাইন পারাপারের সময় কাটা পড়ে মৃত্যু হচ্ছে হাতির। জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে মাঝেমধ্যে শহরমুখী হয়ে যাচ্ছে হাতির দল। চলতি বছরের ১৫ অগাস্ট ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়েছিল পাঁচটি হাতির একটি দল। জ্বলন্ত শলাকায় বৃদ্ধ হয়ে মৃত্যু হয় একটি স্ত্রী হাতির। পশুপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ গর্জে উঠে হাতি মৃত্যুর ঘটনায়। নড়ে চড়ে বসে রাজ্য সরকার।
জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম জেলায় হাতির সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য ভাবনা চিন্তা শুরু করেছিল রাজ্য সরকার। বর্তমান সময়ে হাতির সমস্যা সমাধানের জন্য ১২ হাজার একর জায়গায় তৈরি করতে চলেছে হাতির বাসস্থান। যেখানে হাতির জন্য থাকবে পর্যাপ্ত পরিমাণে খাবার, পানীয় জল এবং বিচলনের জন্য বৃহৎ জায়গা। ইতিমধ্যেই রাজ্য সরকারের নির্দেশে প্রথম পর্যায়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির ঝাড়খন্ড বর্ডার সংলগ্ন ময়ূরঝর্ণায় তৈরি হবে এই প্রকল্প। প্রকল্পের নাম দেওয়া হয়েছে ময়ূরঝর্ণা প্রকল্প।
advertisement
advertisement
আশির দশক থেকে ঝাড়খণ্ডের দলমা পাহাড়ে হাতির বাসস্থান ধীরে ধীরে কমতে শুরু হওয়ায় হাতির দল সমতল মুখী হয়। হাতির দলের হানায় ফসলের ক্ষয়ক্ষতির বাড়তে থাকে। বাম আমলে ময়ূরঝর্ণা প্রকল্প গৃহীত হয়েছিল কিন্তু তা বাস্তবায়িত হয়নি। ফলে সময়ের সাপেক্ষে হাতির সমস্যা আরও বৃদ্ধি পেতে থাকে জঙ্গলমহলে।
advertisement
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া এই চার জেলায় দাপিয়ে বেড়াচ্ছে দলমার হাতির দল। ময়ূরঝর্ণা প্রকল্পের ১২ হাজার একর জায়গার মধ্যে থাকবে হাতির পছন্দমত নানা ফলের বাগান। থাকবে বড় বড় জলাশয়। ময়ূরঝর্ণা এলাকাটি চারিদিকে পাহাড় ও শাল জঙ্গলে ঘিরে থাকার জন্য হাতি পর্যাপ্ত পরিমাণে খাবার পেলে তারা আর সমতলে আসবে না। এই ভাবনা চিন্তাকে সামনে রেখেই এই প্রকল্প গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগারওয়াল বলেন, “ঝাড়গ্রামে মাঝেমধ্যেই হাতি বেরিয়ে পড়ছে। হাতির সমস্যা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার জন্য একটি প্রকল্পের ভাবনা চিন্তা করা হচ্ছে বেলপাহাড়ির বর্ডার এলাকায় ময়ূরঝর্ণাতে ময়ূরঝর্ণা প্রকল্প। ১২ হাজার একর ঘন জঙ্গলের জায়গা জুড়ে তৈরি করা হবে ময়ূরঝর্ণা প্রকল্প। মূলত খাবারের সন্ধানে হাতি জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসছে। সেখানে হাতির খাবারের জন্য বিভিন্ন ফলের বাগান তৈরি করার পাশাপাশি হাতিকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হবে এবং পর্যাপ্ত পরিমাণে জলেরও ব্যবস্থা থাকবে। ফলে আমরা ওখানে অনেক গুলি হাতিকে সীমাবদ্ধ করে রাখতে পারব যাতে তারা লোকালয়ে না চলে আসে।
advertisement
ময়ূরঝর্ণা প্রকল্প বাস্তবায়িত হলে জঙ্গলমহলের চারটি জেলায় হাতির সমস্যা অনেকটাই কমে যাবে। তার কারণ দলমা থেকে হাতি ময়ূরঝর্ণা হয়েই জঙ্গলমহলে প্রবেশ করে। আর ময়ূরঝর্ণাতে হাতি পর্যাপ্ত পরিমাণে খাবার পেলে সেখানেই তারা বসবাস করবে। লোকালয়ে আর প্রবেশ করবে না হাতির দল।
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jhargram News: ১২ হাজার একর জায়গায় হচ্ছে হাতির বাসস্থান, জঙ্গলমহলে হাতির সমস্যার স্থায়ী সমাধান!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement