Egra Blast | Bhanu Bag: বাম থেকে তৃণমূল, সব জমানাতেই সক্রিয়, মঙ্গলবারের বিস্ফোরণের পরেই ফেরার! কে এই ভানু বাগ?

Last Updated:

গত মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনার পর থেকেই ফেরার কৃষ্ণপদ ওরফে ভানু বাগ৷ ওড়িশা সীমানা সংলগ্ন গ্রাম হওয়ায়, অভিযুক্ত প্রতিবেশী রাজ্যে পালিয়ে গিয়েছে বলেও মনে করছেন গোয়েন্দারা৷ ভানুর খোঁজে ইতিমধ্যেই ওড়িশায় পৌঁছেছে পুলিশ৷ চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে৷

দক্ষিণবঙ্গ: পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানা বিস্ফোরণের বলি হয়েছেন কমপক্ষে ৯ জন৷ এখনও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৭৷ তার মধ্যে ২ দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের নিয়ে আসা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে৷ সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁরা৷ কিন্তু, গোটা ঘটনা ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন৷ যার কেন্দ্রে রয়েছেন কৃষ্ণপদ ওরফে ভানু বাগ৷ বর্তমানে যাঁর তল্লাশিতে কোমর বেঁধে নেমেছে সিআইডি৷
ভানু বাগ এলাকার পরিচিত তৃণমূল নেতা বলেই স্থানীয় সূত্রের খবর৷ তবে, বাম আমল থেকেই নাকি বারবার একাধিক অভিযোগ উঠে এসেছে এই ভানু বাগের বিরুদ্ধে৷ একাধিক বার করেছেন বাড়ি বদল৷ প্রথমে ১৯৯৫, তারপরে ’৯৮, তারপরে ২০০১৷ একের পর এক বিস্ফোরণ হয়েছে তাঁর অবৈধ বাজি কারখানায়৷ এমনকী, বিস্ফোরণে ভাই বাদল বাগকেও হারাতে হয়েছে তাঁকে৷
advertisement
আরও পড়ুন: এগরা বিস্ফোরণে NIA তদন্ত চেয়ে আদালতে শুভেন্দু, ঘটনাস্থলে দাঁড়িয়ে পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি
কিন্তু, ভাইয়ের মৃত্যুর পরেও বন্ধ হয়নি এই বেআইনি কারবার৷ এলাকাবাসীর দাবি, শুধু বাজিই নয়, রীতিমতো ‘বোমা বানানোর ফ্যাক্টরি’ চালায় এই ভানু৷ এখন নয়, ’৯৫ সালেরও আগে থেকে৷ কিন্তু, এতই নাকি তাঁর প্রতিপত্তি যে, বার বার দুর্ঘটনা, বিস্ফোরণের পরেও বন্ধ করা যায়নি তাঁর কারখানা৷ বার বার বাড়ি বদল হয়েছে মাত্র৷ ২০২২ সালে নাকি গ্রেফতারও হয়েছিলেন এই অভিযুক্ত৷ তারপরে ছাড়াও পেয়ে যান৷
advertisement
advertisement
গত মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনার পর থেকেই ফেরার কৃষ্ণপদ ওরফে ভানু বাগ৷ ওড়িশা সীমানা সংলগ্ন গ্রাম হওয়ায়, অভিযুক্ত প্রতিবেশী রাজ্যে পালিয়ে গিয়েছে বলেও মনে করছেন গোয়েন্দারা৷ ভানুর খোঁজে ইতিমধ্যেই ওড়িশায় পৌঁছেছে পুলিশ৷ চার জনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে৷
advertisement
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওড়িশা সীমানা লাগোয়া ওই এলাকার বেশ কিছু বাড়িতে অনেক দিন ধরেই বেআইনি বাজি কারখানা চলছিল। এ নিয়ে পুলিশে একাধিকবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি। এ দিন ঘটনাস্থলে পৌঁছনোর পরই পুলিশ কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসী।
আরও পড়ুন: এগরা বিস্ফোরণ নিয়ে বঙ্গ রাজনীতিতে চড়ছে পারদ, শুভেন্দুর পরেই পৌঁছলেন মানস-দোলা, মুখ্যমন্ত্রীর ফোন
গত মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ কৃষ্ণপদ ওরফে ভানু বাগের বাড়িতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে৷ বিস্ফোরণের জেরে গোটা বাড়িটি উড়ে যায়৷ ওই বাড়ির চারপাশেই ছড়িয়ে ছিঁটিয়ে পড়েছিলেন মৃত এবং আহতরা৷ পাশের পুকুর থেকে উদ্ধার হয় ঝলসানো দেহ৷
advertisement
ইতিমধ্যেই, এই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়েছে৷ যদিও বিরোধীরা এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন, এনআইএ তদন্তে রাজ্য সরকারের আপত্তি নেই৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Egra Blast | Bhanu Bag: বাম থেকে তৃণমূল, সব জমানাতেই সক্রিয়, মঙ্গলবারের বিস্ফোরণের পরেই ফেরার! কে এই ভানু বাগ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement