Egra Blast | Suvendu Adhikari: এগরা বিস্ফোরণ নিয়ে বঙ্গ রাজনীতিতে চড়ছে পারদ, শুভেন্দুর পরেই পৌঁছলেন মানস-দোলা, মুখ্যমন্ত্রীর ফোন

Last Updated:

পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই এআইএ তদন্ত দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু৷ মামলার অনুমতিও মিলেছে৷ আগামী বৃহস্পতিবার থেকে শুনানি৷

কলকাতা: এগরার বিস্ফোরণে ইতিমধ্যেই বলি হয়েছেন ৯ জন৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহতেরা৷ এর মাঝেই এগার কাণ্ড ঘিরে উত্তপ্ত হতে শুরু করেছে রাজনীতি৷ ঘটনাস্থলে দাঁড়িয়েই পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর স্পষ্ট হুঙ্কার, ‘‘একটাকেও ছাড়ব না৷’’
পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই এআইএ তদন্ত দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু৷ মামলার অনুমতিও মিলেছে৷ আগামী বৃহস্পতিবার থেকে শুনানি৷
আরও পড়ুন: এগরা বিস্ফোরণে NIA তদন্ত চেয়ে আদালতে শুভেন্দু, ঘটনাস্থলে দাঁড়িয়ে পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি
এর মধ্যেই এদিন এগরায় উপস্থিত হন শুভেন্দু৷ যদিও ঘটনাস্থল ঘেরা থাকায় সেখানে যেতে পারেননি তিনি৷ তবে একটি বাড়ির ছাদে উঠে এলাকা পরিদর্শন করেন৷
advertisement
advertisement
বিরোধী দলনেতার অভিযোগ, শুধু বাজিই নয়, রাজনৈতিক দলকে বোমাও সাপ্লাই করা হত অভিযুক্ত ভানু বাগের ওই বেআইনি কারখানা থেকে৷ এমনকী, শুভেন্দুর দাবি, মাসোহারা পেত স্থানীয় আইসি-ও৷
গোটা ঘটনায় পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু অধিকারী৷ খাদিকুলের ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি৷ অভিযোগ করেন, রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবার পিছু যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, তা কেন্দ্রীয় সরকারের টাকা৷ মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা দাবি করেন তিনি৷
advertisement
আরও পড়ুন: নীল ফরাশের উপরে সার সার সাদা তাঁবু, অভিষেকের নবজোয়ার যাত্রায় নজর কাড়ছে এই ছাউনিতলা
অন্যদিকে, শুভেন্দু খাদিকুল থেকে বেরিয়ে যেতেই সেখানে যায় তৃণমূলের প্রতিনিধি দল৷ সেই দলে ছিলেন মানস ভুঁইয়া, সৌমেন মহাপাত্র এবং দোলা সেন৷ মানসবাবুকে ফোন করে ঘটনাস্থলের বিষয়ে খোঁজখবরও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Egra Blast | Suvendu Adhikari: এগরা বিস্ফোরণ নিয়ে বঙ্গ রাজনীতিতে চড়ছে পারদ, শুভেন্দুর পরেই পৌঁছলেন মানস-দোলা, মুখ্যমন্ত্রীর ফোন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement