কলকাতা: এগরার বিস্ফোরণে ইতিমধ্যেই বলি হয়েছেন ৯ জন৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আহতেরা৷ এর মাঝেই এগার কাণ্ড ঘিরে উত্তপ্ত হতে শুরু করেছে রাজনীতি৷ ঘটনাস্থলে দাঁড়িয়েই পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর স্পষ্ট হুঙ্কার, ‘‘একটাকেও ছাড়ব না৷’’
পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই এআইএ তদন্ত দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু৷ মামলার অনুমতিও মিলেছে৷ আগামী বৃহস্পতিবার থেকে শুনানি৷
এর মধ্যেই এদিন এগরায় উপস্থিত হন শুভেন্দু৷ যদিও ঘটনাস্থল ঘেরা থাকায় সেখানে যেতে পারেননি তিনি৷ তবে একটি বাড়ির ছাদে উঠে এলাকা পরিদর্শন করেন৷
বিরোধী দলনেতার অভিযোগ, শুধু বাজিই নয়, রাজনৈতিক দলকে বোমাও সাপ্লাই করা হত অভিযুক্ত ভানু বাগের ওই বেআইনি কারখানা থেকে৷ এমনকী, শুভেন্দুর দাবি, মাসোহারা পেত স্থানীয় আইসি-ও৷
গোটা ঘটনায় পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু অধিকারী৷ খাদিকুলের ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি৷ অভিযোগ করেন, রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবার পিছু যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, তা কেন্দ্রীয় সরকারের টাকা৷ মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা দাবি করেন তিনি৷
আরও পড়ুন: নীল ফরাশের উপরে সার সার সাদা তাঁবু, অভিষেকের নবজোয়ার যাত্রায় নজর কাড়ছে এই ছাউনিতলা
অন্যদিকে, শুভেন্দু খাদিকুল থেকে বেরিয়ে যেতেই সেখানে যায় তৃণমূলের প্রতিনিধি দল৷ সেই দলে ছিলেন মানস ভুঁইয়া, সৌমেন মহাপাত্র এবং দোলা সেন৷ মানসবাবুকে ফোন করে ঘটনাস্থলের বিষয়ে খোঁজখবরও নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Egra, Manas Bhunia, Suvendu Adhikari