Suvendu Adhikari | Egra Incident: এগরা বিস্ফোরণে NIA তদন্ত চেয়ে আদালতে শুভেন্দু, ঘটনাস্থলে দাঁড়িয়ে পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
সবকিছু শোনার পরে প্রধান বিচারপতি জানিয়েছেন, আদালতের তরফে জরুরি মামলার অনুমতি দেওয়া হল। পাশাপাশি, আগামিকাল, বৃহস্পতিবার মামলার শুনানি হবে।
কলকাতা: এগরার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনার জল গড়াল কলকাতা হাইকোর্টে। এবার ঘটনার NIA তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করার অনুমতি চান বিরোধী দলনেতার আইনজীবী। সেই আবেদন মঞ্জুর করে আদালত৷ আগামিকাল, বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর আবেদনের শুনানি।
এদিন শুভেন্দু অধিকারীর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী প্রধান বিচারপতির এজলাসে দৃষ্টি আকর্ষণ করে জানান, পূর্ব মেদিনীপুরে এগরায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা ভয়ঙ্কর। এখনও পর্যন্ত তাঁদের কাছে যে তথ্য রয়েছে, তাতে ১৫ জনের মধ্যে ১২ জনেরই মৃত্যু হয়েছে বলে দাবি করেন শ্রীজীব। এমনকী, ঘটনায় অনেক দেহ লোপাট করা হয়েছে বলে আশঙ্কা করছেন তাঁরা।
advertisement
আরও খবর: ডিলিট করেও লাভ হল না! মুর্শিদাবাদের বড়ঞাঁর বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ফোন থেকে বড় তথ্য উদ্ধার
এই অবস্থায় এই বিস্ফোরণের ঘটনার পিছনে অন্য কোনও ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে কি না, বা এই বিস্ফোরণের আড়ালে কোনও নাশকতার তত্ত্ব লুকিয়ে রয়েছে কি না, তা খুঁজে বার করা দরকার বলে মনে করছেন বলে আদালতে জানিয়েছেন বিরোধী দলনেতা। সেই কারণে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA কে দিয়ে ঘটনার তদন্ত করানোর আবেদন জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, শুভেন্দুর আইনজীবী আদালতে আর্জি জানান, জরুরি ভিত্তিতে মামলার অনুমতি দেওয়া হোক এবং বুধবারই দুপুর ২টোয় মামলার শুনানি করা হোক।
সবকিছু শোনার পরে প্রধান বিচারপতি জানিয়েছেন, আদালতের তরফে জরুরি মামলার অনুমতি দেওয়া হল। পাশাপাশি, আগামিকাল, বৃহস্পতিবার মামলার শুনানি হবে।
মঙ্গলবার দুপুর নাগাদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এগরা। এগরা ১ নম্বর ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রাম। অবৈধ বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে রাস্তায় ছড়িয়ে পড়ে একাধিক মৃতদেহ। দেহগুলি আগুনে সম্পূর্ণ ঝলসে গিয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। প্রাথমিক ভাবে এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়৷ ২ জন গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
আরও পড়ুন: নীল ফরাশের উপরে সার সার সাদা তাঁবু, অভিষেকের নবজোয়ার যাত্রায় নজর কাড়ছে এই ছাউনিতলা
এদিন সকালে এগরার ঘটনাস্থলেও পৌঁছন শুভেন্দু৷ তবে বিস্ফোরণস্থল ঘেরা থাকায় ভিতরে যেতে পারেননিয৷ তবে দেখা করেছেন নিহতদের পরিজনদের সঙ্গে৷ পাশাপাশি, ঘটনায় পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 17, 2023 1:15 PM IST