Abhishek Banerjee: নীল ফরাশের উপরে সার সার সাদা তাঁবু, অভিষেকের নবজোয়ার যাত্রায় নজর কাড়ছে এই ছাউনিতলা

Last Updated:
যে বাস যা ভ্যানিটি ভ্যানে করে অভিষেক যাচ্ছেন, তা ক্যাম্পার ভ্যান নামে পরিচিত। মহারাষ্ট্র থেকে এক সংস্থা এই বাস বা ভ্যানিটি ভ্যান বা ক্যাম্পার ভ্যান আনা হয়েছে৷
1/12
গত ২৫ এপ্রিল উত্তরের কোচবিহার থেকে শুরু হয়েছে সফর৷ এর মধ্যে পেরিয়ে গিয়েছে হাজার মাইল৷ কোচবিহার, মালদহ, মুরশিদাবাদ, বীরভূম হয়ে এখন পূর্ব বর্ধমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা৷ যে যাত্রার মূল উদ্দেশ্যই হল সাধারণ মানুষের মন বুঝে, তাঁদের মতামত নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচন৷
গত ২৫ এপ্রিল উত্তরের কোচবিহার থেকে শুরু হয়েছে সফর৷ এর মধ্যে পেরিয়ে গিয়েছে হাজার মাইল৷ কোচবিহার, মালদহ, মুরশিদাবাদ, বীরভূম হয়ে এখন পূর্ব বর্ধমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রা৷ যে যাত্রার মূল উদ্দেশ্যই হল সাধারণ মানুষের মন বুঝে, তাঁদের মতামত নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী নির্বাচন৷
advertisement
2/12
অভিনব পদ্ধতিতে প্রার্থী নির্বাচনের পাশাপাশি, তৃণমূলের এই রাজনৈতিক কর্মসূচিতে বিশেষ নজর কেড়েছে তাঁবু৷ এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াতের মাঝে তাঁবু কিংবা ক্যাম্পার ভ্যানেই রাত কাটাচ্ছেন অভিষেক৷ কিন্তু, অভিষেকের তাঁবুর পাশাপাশি অধিবেশন স্থলেও ফেলা হচ্ছে একাধিক তাঁবু৷ সবগুলোই দেখতে একই রকম৷ যদি কালার থিম-এর কথা বলা হয়, তাহলে তা হবে নীল-সাদা৷
অভিনব পদ্ধতিতে প্রার্থী নির্বাচনের পাশাপাশি, তৃণমূলের এই রাজনৈতিক কর্মসূচিতে বিশেষ নজর কেড়েছে তাঁবু৷ এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াতের মাঝে তাঁবু কিংবা ক্যাম্পার ভ্যানেই রাত কাটাচ্ছেন অভিষেক৷ কিন্তু, অভিষেকের তাঁবুর পাশাপাশি অধিবেশন স্থলেও ফেলা হচ্ছে একাধিক তাঁবু৷ সবগুলোই দেখতে একই রকম৷ যদি কালার থিম-এর কথা বলা হয়, তাহলে তা হবে নীল-সাদা৷
advertisement
3/12
তৃণমূল সূত্রের খবর, অভিষেকের থাকার জন্য যে ছাউনির বন্দোবস্ত করা হচ্ছে, তা মোটামুটি ৩০ ফুট বাই ১০ ফুট চওড়া। ১৮ ফুট উঁচু হচ্ছে ছাউনি। থাকছে পাখা ও কুলার। কাঠের পাটাতন থাকছে। তার উপরে গদি-মাদুর।
তৃণমূল সূত্রের খবর, অভিষেকের থাকার জন্য যে ছাউনির বন্দোবস্ত করা হচ্ছে, তা মোটামুটি ৩০ ফুট বাই ১০ ফুট চওড়া। ১৮ ফুট উঁচু হচ্ছে ছাউনি। থাকছে পাখা ও কুলার। কাঠের পাটাতন থাকছে। তার উপরে গদি-মাদুর।
advertisement
4/12
মূল তাবুর কাছে অস্থায়ী শৌচাগারও করা হচ্ছে। অভিষেকের তাঁবু ছাড়াও তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী ও ঘনিষ্ঠদের জন্যেও তৈরি হচ্ছে তাঁবু৷
মূল তাবুর কাছে অস্থায়ী শৌচাগারও করা হচ্ছে। অভিষেকের তাঁবু ছাড়াও তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী ও ঘনিষ্ঠদের জন্যেও তৈরি হচ্ছে তাঁবু৷
advertisement
5/12
অভিষেক ও তাঁর সঙ্গীদের থাকার জন্য তৈরি তাঁবু এলাকার ঠিক পাশেই আরেকটি বিশাল এলাকা জুড়ে তৈরি হচ্ছে কমপক্ষে ৫০ থেকে ৭০টি তাঁবু৷ এলাকা ভিত্তিক পঞ্চায়েতের সংখ্যা অনুযায়ীই বাড়ছে বা কমছে সেই তাঁবুর সংখ্যা৷
অভিষেক ও তাঁর সঙ্গীদের থাকার জন্য তৈরি তাঁবু এলাকার ঠিক পাশেই আরেকটি বিশাল এলাকা জুড়ে তৈরি হচ্ছে কমপক্ষে ৫০ থেকে ৭০টি তাঁবু৷ এলাকা ভিত্তিক পঞ্চায়েতের সংখ্যা অনুযায়ীই বাড়ছে বা কমছে সেই তাঁবুর সংখ্যা৷
advertisement
6/12
এই ৫০-৭০টি তাঁবুতেই থাকছে আলো-পাখার ব্যবস্থা। এই প্রতিটি তাঁবুতে পঞ্চায়েত অনুযায়ী চলছে প্রার্থী পছন্দের ভোটগ্রহণ৷
এই ৫০-৭০টি তাঁবুতেই থাকছে আলো-পাখার ব্যবস্থা। এই প্রতিটি তাঁবুতে পঞ্চায়েত অনুযায়ী চলছে প্রার্থী পছন্দের ভোটগ্রহণ৷
advertisement
7/12
 ৫০ থেকে ৭০টি তাঁবু দিয়ে ঘেরা এলাকার ঠিক মাঝখানেই তৈরি হচ্ছে বিশাল অধিবেশন মঞ্চ৷ ভোটগ্রহণ শেষে, বা শুরুতে যেখানে বক্তৃতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
৫০ থেকে ৭০টি তাঁবু দিয়ে ঘেরা এলাকার ঠিক মাঝখানেই তৈরি হচ্ছে বিশাল অধিবেশন মঞ্চ৷ ভোটগ্রহণ শেষে, বা শুরুতে যেখানে বক্তৃতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement
8/12
অধিবেশন মঞ্চের সামনে প্রায় ১০০০ জনের বসার চেয়ার থাছে।
অধিবেশন মঞ্চের সামনে প্রায় ১০০০ জনের বসার চেয়ার থাছে।
advertisement
9/12
অধিবেশন ও ভোট শেষ হওয়ার পরে, সেখানেই হচ্ছে খাওয়ানোর ব্যবস্থা। মেনুতে কখনও থাকছে নিরামিষ খবার, কখনও আবার খাবারে ভাত-ডাল-মাছ কিংবা ডিম৷
অধিবেশন ও ভোট শেষ হওয়ার পরে, সেখানেই হচ্ছে খাওয়ানোর ব্যবস্থা। মেনুতে কখনও থাকছে নিরামিষ খবার, কখনও আবার খাবারে ভাত-ডাল-মাছ কিংবা ডিম৷
advertisement
10/12
কোনও জায়গায় অভিষেক পৌঁছনোর ২দিন আগে থেকেই তৈরি হয়ে যাচ্ছে তাঁবুর মূল কাঠামো৷ তারপরে পরবর্তী ২ দিনের মধ্যেই সেরে ফেলা হচ্ছে এই বিশাল আয়োজন৷ এই ছবিতে, ডান দিকের অংশের তাবুতে থাকছেন অভিষেক ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা৷ বাঁ দিকের সুবিস্তৃত তাবু ঘেরা অংশেই চলছে ভোটগ্রহণ৷ আর তার ঠিক মাঝে অধিবেশন মঞ্চ৷ খোলা জায়গায় গোটা অংশই প্রায় গাঢ় নীল কার্পেটে মোড়া৷
কোনও জায়গায় অভিষেক পৌঁছনোর ২দিন আগে থেকেই তৈরি হয়ে যাচ্ছে তাঁবুর মূল কাঠামো৷ তারপরে পরবর্তী ২ দিনের মধ্যেই সেরে ফেলা হচ্ছে এই বিশাল আয়োজন৷ এই ছবিতে, ডান দিকের অংশের তাবুতে থাকছেন অভিষেক ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা৷ বাঁ দিকের সুবিস্তৃত তাবু ঘেরা অংশেই চলছে ভোটগ্রহণ৷ আর তার ঠিক মাঝে অধিবেশন মঞ্চ৷ খোলা জায়গায় গোটা অংশই প্রায় গাঢ় নীল কার্পেটে মোড়া৷
advertisement
11/12
যে বাস যা ভ্যানিটি ভ্যানে করে অভিষেক যাচ্ছেন, তা ক্যাম্পার ভ্যান নামে পরিচিত। মহারাষ্ট্র থেকে এক সংস্থা এই বাস বা ভ্যানিটি ভ্যান বা ক্যাম্পার ভ্যান আনা হয়েছে৷
যে বাস যা ভ্যানিটি ভ্যানে করে অভিষেক যাচ্ছেন, তা ক্যাম্পার ভ্যান নামে পরিচিত। মহারাষ্ট্র থেকে এক সংস্থা এই বাস বা ভ্যানিটি ভ্যান বা ক্যাম্পার ভ্যান আনা হয়েছে৷
advertisement
12/12
সূত্রের খবর, ওই বাসের মধ্যে দুটি ঘর, একটি রান্নাঘর, একটি বসার ব্যবস্থা, দুটি শৌচাগার আছে।
সূত্রের খবর, ওই বাসের মধ্যে দুটি ঘর, একটি রান্নাঘর, একটি বসার ব্যবস্থা, দুটি শৌচাগার আছে।
advertisement
advertisement
advertisement