East Medinipur News: সাতসকালে ভয়াবহ ঘটনা! ধানের জমিতে শিউড়ে ওঠার মতো ছবি, খেজুরিতে শোরগোল
- Published by:Sneha Paul
- local18
- Reported by:Sujit Bhowmik
Last Updated:
East Medinipur News: এদিন সকালে ধান জমির পাশে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ছিল। ধানের জমিতে দেহ পড়ে থাকতে দেখে এলাকায় শোরগোল পড়ে যায়।
খেজুরি, পূর্ব মেদিনীপুর, সুজিত ভৌমিকঃ সাতসকালে ধানের জমি থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে ঘটনাটি ঘটেছে। জোর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এদিন সকালে খেজুরির বীরবন্দরের অজয়া গ্রামের ফাঁকা বাঁধ গোড়ায় ধান জমির পাশে এক যুবকের নিথর দেহ উদ্ধার হয়। অন্য কোথাও তাঁকে খুন করে খেজুরির অজয়া গ্রামে মৃতদেহটিকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে অনুমান করছেন স্থানীয় লোকজন। এখনও অবধি মৃতের কোনও পরিচয় জানা যায়নি।
আরও পড়ুনঃ মধ্যবিত্তের সাধ ও সাধ্যের মেলবন্ধন! অনুষ্ঠানের জন্য নামমাত্র খরচে মিলবে ঝাঁ চকচকে কমিউনিটি হল, জেলা পরিষদের ‘উপহার’
ইতিমধ্যেই খেজুরি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। অজ্ঞাত পরিচয় এই যুবককে শ্বাসরোধ করে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন স্থানীয়রা। এই ঘটনা ঘিরে খেজুরিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
advertisement
এদিন সকালে অজয়া গ্রামের ফাঁকা বাঁধ গোড়ায় ধান জমির পাশে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ছিল। ধানের জমিতে দেহ পড়ে থাকতে দেখে এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। অজ্ঞাত পরিচয় এই যুবককে অন্যত্র খুন করে অজয়া গ্রামে মৃতদেহটিকে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে অনুমান করছেন এলাকাবাসীরা। খেজুরি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
December 14, 2025 10:35 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: সাতসকালে ভয়াবহ ঘটনা! ধানের জমিতে শিউড়ে ওঠার মতো ছবি, খেজুরিতে শোরগোল










