Bankura News: মধ্যবিত্তের সাধ ও সাধ্যের মেলবন্ধন! অনুষ্ঠানের জন্য নামমাত্র খরচে মিলবে ঝাঁ চকচকে কমিউনিটি হল, জেলা পরিষদের 'উপহার'

Last Updated:

Community Hall: এলাকার সাধারণ মানুষ নামমাত্র খরচে যে কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য এই কমিউনটি হল ব্যবহার করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই জানানো হয়েছে।

নবনির্মিত কমিউনিটি হল
নবনির্মিত কমিউনিটি হল
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ জেলা পরিষদের উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ। মধ্যবিত্তের সাধ ও সাধ্যের বাঁধ বাঁধল বাঁকুড়া জেলা পরিষদ। ছাতনা ব্লকের খড়বনা এলাকার মানুষ পেল ঝাঁ চকচকে কমিউনিটি হল। ফলে এবার থেকে আর গরিব-মধ্যবিত্ত মানুষকে সন্তানের বিয়ে সহ বাড়ি অন্য কোনও অনুষ্ঠানের সময় প্যান্ডেলের খরচের চিন্তা করে কপাল চওড়া করতে হবে না। কমিউনিটি হলেই একসঙ্গে ২০০ জনের বসে খাওয়াদাওয়া সহ বিবাহের আয়োজনের ব্যবস্থা হবে। তার জন্য দিতে হবে যৎসামান্য পয়সা।
‘আগে এলে আগে পাবে’, এই পদ্ধতিতে মিলবে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য ঝাঁ চকচকে কমিউনিটি হল। দীর্ঘ দিনের দাবি পূরণ ও বাঁকুড়া জেলা পরিষদের উদ্যোগে কমিউনিটি হল পেয়ে খুশি এলাকার মানুষ।
আরও পড়ুনঃ বিষ্ণুপুরের পর্যটন মানচিত্রে নয়া পালক! সরকারি উদ্যোগে তৈরি হচ্ছে ৮ তলা মার্কেটিং হাব, এক ছাদের তলায় কেনাকাটা-বিনোদনের সুযোগ
গত পঞ্চায়েত নির্বাচনের ভোট প্রচারে এসে এলাকার মানুষের কাছে সমস্যার কথা শুনেছিলেন। জেলা পরিষদের অনেকটা জায়গাও পড়েছিল। এরপরেই শুরু হয়ে যায় কাজ। পঞ্চম বর্ষ কমিশনের অর্থে প্রায় ৬০ লক্ষ টাকা খরচে ছাতনার খড়বনা ঘোষেরগ্রাম পঞ্চায়েতের দুমদুমি মৌজায় জেলা পরিষদের নিজস্ব জমিতে এই কমিউনিটি হল তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
এবার থেকে এলাকার সাধারণ মানুষ নামমাত্র খরচে যে কোনও সামাজিক অনুষ্ঠানের জন্য এই কমিউনটি হল ব্যবহার করতে পারবেন। নবনির্মিত ওই হলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই কথাই তুলে ধরলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বরুপা সেনগুপ্ত ও বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাধিপতি পরিতোষ কিস্কু, ছাতনার বিডিও সৌরভ ধল্ল, ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র, ঘোষেরগ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনু কুন্ডু সহ অন্যান্যরা। খুশি এলাকার আপামর জনগণ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: মধ্যবিত্তের সাধ ও সাধ্যের মেলবন্ধন! অনুষ্ঠানের জন্য নামমাত্র খরচে মিলবে ঝাঁ চকচকে কমিউনিটি হল, জেলা পরিষদের 'উপহার'