East Medinipur News: থিমে ‘সবুজায়ন’, ভাবনায় রাজ্য সরকার, এগরায় এবার অন্যরকম দুর্গোৎসব

Last Updated:

East Medinipur News: থিমে সবুজ বার্তা, ভাবনায় মুখ্যমন্ত্রীর প্রকল্প। এগরার পুজোয় এগরায় নতুন চমক।

+
ফ্রেন্ডস

ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের খুঁটি পুজো

পূর্ব মেদিনীপুর, মদন মাইতি:  রাজ্য সরকারের ‘আমার পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে পাড়ার স্তরে গিয়ে মানুষের সমস্যার সমাধান খুঁজে বের করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই ভাবনা থেকেই অনুপ্রাণিত হয়ে এবারের দুর্গাপুজোয় থিম তৈরি করেছে এগরার ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব। তাদের থিম—‘আমাদের পাড়া, আমাদের পরিবার, মাতৃকোলে সবুজায়ন’, যেখানে সামাজিক বন্ধন, পরিবেশ সচেতনতা ও প্রশাসনিক ভাবনার এক সুন্দর মেলবন্ধন ঘটেছে। রাজ্যে সরকারের মতই ক্লাবও বিশ্বাস করে, সমস্যা যেমন পাড়ায় পাড়ায় খুঁজে বের করতে হয়, তেমনই সমাধানও শুরু হতে পারে পাড়ার মানুষের হাত ধরেই—এবার সেই সমাধানের রূপ সবুজায়ন।
পূর্ব মেদিনীপুর জেলার এগরায় খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হল ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের এবারের দুর্গাপুজোর প্রস্তুতি। একাদশ বর্ষে পদার্পণ করল এই পুজো। ঢাকের বাজনা, চেনা উৎসবের গন্ধ আর মানুষের উচ্ছ্বাসে জমে উঠল উদ্বোধনের দিনটি। সাবেক পুজোর ঐতিহ্য বজায় রেখেই এবারে এই ক্লাব নজর দিচ্ছে পরিবেশ বিষয়ক সচেতনার বার্তা পৌঁছে দেওয়ার দিকে। ক্লাব কর্তৃপক্ষের মতে, এবার তারা চায় প্রতিটি পাড়ায় পাড়ায় গাছ লাগিয়ে এক পরিবেশবান্ধব সমাজ গড়তে। ছোট ছোট উদ্যোগ থেকেই বড় বার্তা—এই ভাবনাই তুলে ধরবে তাদের থিম।
advertisement
advertisement
যেখানে মা দুর্গার আশীর্বাদ যেন ছড়িয়ে পড়ে প্রকৃতি রক্ষায়। গত কয়েক বছরে জেলার মধ্যে অন্যতম সেরা পুজো হিসেবে স্বীকৃতি পেয়েছে এই ক্লাব। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভার্চুয়ালি এই ক্লাবের পুজো উদ্বোধন করেছেন। ভাবনা ও সৌন্দর্যের মিশেলে ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের পুজো ইতিমধ্যেই মানুষের কাছে আলাদা পরিচিতি তৈরি করেছে।
advertisement
সমাজ, পরিবেশ ও প্রশাসনিক দায়বদ্ধতাকে এক সুতোয় বাঁধতে চেয়ে এবারের পুজোর মাধ্যমে ক্লাব যে বার্তা দিতে চাইছে, তা নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। এই উদ্যোগ শুধু এগরার মধ্যেই সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ুক রাজ্যের প্রতিটি প্রান্তে—এটাই এখন পাড়ার মানুষের আশা।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: থিমে ‘সবুজায়ন’, ভাবনায় রাজ্য সরকার, এগরায় এবার অন্যরকম দুর্গোৎসব
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement