East Medinipur News: দু-চার বিঘা নয়, ৮০ বিঘা খাস জমির পাট্টা নিয়ে কৃষক বিরোধ! কয়েক দশকের বিবাদ মেটাতে আসরে প্রশাসন
- Published by:Aishwarya Purkait
- local18
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
East Medinipur News: জমির পাট্টা নিয়ে ভূপতিনগরে দুটি গ্রামের শতাধিক কৃষকের মধ্যে বিবাদ। শেষমেশ ব্লক ও মহকুমা প্রশাসনের হস্তক্ষেপেই মিটল দীর্ঘ কয়েক দশকের কৃষক বিরোধ। এলাকায় ফিরল শান্তি।
মুর্শিদাবাদ, সুজিত ভৌমিক: এক পক্ষ যে জমিতে চাষাবাদ করেন। আর এক পক্ষ সেই জমির উপরই পেয়েছেন পাট্টা। দু-চার বিঘা নয়, প্রায় ৮০ বিঘা জমিতে কয়েকশো কৃষকের ধান চাষ ঘিরে বিতর্ক বিবাদ অশান্তি চরমে ওঠে। ভূপতিনগর এলাকার দুটি গ্রামের শতাধিক কৃষকের দীর্ঘদিনের সেই বিতর্ক বিবাদ মেটাতে আসরে নেমে রীতিমতো বেগ পেতে হল প্রশাসনকে। শেষমেশ ব্লক ও মহকুমা প্রশাসনের হস্তক্ষেপেই মিটল দীর্ঘ কয়েক দশকের কৃষক বিরোধ। এলাকায় ফিরল শান্তি।
পাট্টা বিতর্কের জেরে জমির ধান কাটা নিয়ে গণ্ডগোল, অশান্তি, উত্তেজনা পুর্ব মেদিনীপুরের ভূপতিনগরে লেগেই ছিল। কয়েক দশকের পুরনো সেই বিরোধ প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপেই মিটল।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে আলু ক্ষেতে পিলে চমকে ওঠা দৃশ্য! শুয়ে মস্ত অজগর, বানারহাটের গ্রাম থেকে উদ্ধার ৯ ফুটের পাইথন
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ব্লকের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রত্নজোড় ও অনলবেড়িয়া গ্রামে জমি-বিবাদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। প্রায় ৮০ বিঘা খাস জমির ফসল কাটাকে ঘিরে দুই গ্রামের চাষিদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের পরিস্থিতিও তৈরি হয়। শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে উভয় পক্ষকে নিয়ে সমাধান সূত্র বের করেছে প্রশাসন। শান্তি ফিরেছে এলাকায়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ চিলাপাতা জঙ্গলের রাস্তায় আতঙ্ক! এই বুঝি বেরিয়ে এল…! স্কুলে যেতে ভয় পড়ুয়াদের, দলবেঁধে যাতায়াত
জানা গিয়েছে, রত্নজোড় ও অনলবেড়িয়া গ্রামের এই প্রায় ৮০ বিঘা খাস জমিতে একদল চাষি কয়েক বছর ধরে চাষ করে আসছিলেন। কিন্তু ওই জমির পাট্টা অন্য চাষিদের নামে হওয়ায় নতুন পাট্টা-প্রাপ্ত মালিকেরা নিজেদের ফসল কাটতে গেলে সমস্যার সৃষ্টি হয়। ফলে পুরনো চাষি ও নতুন পাট্টা-প্রাপ্তদের মধ্যে বিবাদ চরমে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং সমস্যা মেটাতে পুলিশ, ব্লক প্রশাসন ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে চাষিদের নিয়ে দফায় দফায় বৈঠক করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, জমিতে যারা বর্তমানে ফসল ফলিয়েছেন, আপাতত তারাই সেই ফসল কাটবেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্তটি শুধুমাত্র বর্তমান সময়ের ফসল তোলার জন্য প্রযোজ্য। আগামীর জন্য এই সমস্ত জমির স্থায়ী মালিকানা কাদের হাতে যাবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত।
advertisement
প্রশাসনের হস্তক্ষেপে এলাকায় অশান্তির ঝড় থেমেছে। শান্তি ফিরেছে। তবে জমির ভবিষ্যত মালিকানা নিয়ে এখনও দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে চাপা উত্তেজনা এখনও রয়েই গেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
December 05, 2025 3:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: দু-চার বিঘা নয়, ৮০ বিঘা খাস জমির পাট্টা নিয়ে কৃষক বিরোধ! কয়েক দশকের বিবাদ মেটাতে আসরে প্রশাসন

