Kali Puja 2025: ৪০ ফুটের কালী! পুজোয় মেগা আয়োজন, এখন থেকেই 'এই' মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়

Last Updated:

বছর আবহাওয়ার পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ক্লাব কর্তৃপক্ষ উচ্চতা কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবুও এবছরও তৈরি হচ্ছে ৪০ ফুটের সুবিশাল প্রতিমা, যা জেলাবাসীর নজর কাড়বে বলে মনে পুজো উদ্যোক্তারা।

+
৪০

৪০ ফুটের কালী প্রতিমা 

এগরা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: প্রতি বছরের মতো এবারও কালীপুজোর আগেই উৎসবের মেজাজ শুরু হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। জেলাবাসীর নজর কাড়তে প্রস্তুত এগরা বস্তিয়া একতার সংঘের কালীপুজো। এবছর তারা ২৮ বছরে পা রাখল। প্রায় তিন দশক ধরে এই ক্লাব শুধুমাত্র এগরা নয়, বরং গোটা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দর্শনার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিবছর জেলাবাসীর নজর কাড়ে তাদের মাহাকায় প্রতিমা।
এগরা বস্তিয়া একতার সংঘের মূল আকর্ষণ বিশাল আকারের কালী প্রতিমা। বিগত কয়েক বছর ধরে বস্তিয়া একতার সংঘ প্রায় ৫০ ফুটের কালী প্রতিমা তৈরি করে জেলা জুড়ে খ্যাতি অর্জন করেছে। বহু দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা এই প্রতিমার জাঁকজমক দেখতে ভিড় জমান। তবে এবছর আবহাওয়ার পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ক্লাব কর্তৃপক্ষ উচ্চতা কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবুও এবছরও তৈরি হচ্ছে ৪০ ফুটের সুবিশাল প্রতিমা, যা জেলাবাসীর নজর কাড়বে বলে মনে পুজো উদ্যোক্তারা।
advertisement
advertisement
হাতে আর মাত্র কটা দিন। প্রতিমা তৈরির প্রস্তুতি এখন তুঙ্গে। প্রতিমা শিল্পীরা দিন-রাত এক করে খড়, মাটি-সহ নানা উপকরণ দিয়ে বিশাল আকৃতির এই প্রতিমা তৈরিতে ব্যস্ত। শিল্পীর হাতের নিপুণ কারুকার্যে ফুটিয়ে তোলা হচ্ছে মায়ের এই মহাকায় রূপ। মণ্ডপ সজ্জায়ও থাকছে অভিনবত্ব। শিল্পীর হাতে মণ্ডপের সজ্জায় উঠে আসছে ভিন্ন ধরনের থিম এবং কারুকার্য, যা এই পুজোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পুজোর রাতে পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলা থেকে প্রচুর দর্শনার্থী এই মণ্ডপে ভিড় করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমান বছরে পুজো শুরুর আগেই মণ্ডপ এবং প্রতিমা তৈরির কাজ দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। এলাকাবাসীর মধ্যে উন্মাদনাও এখন তুঙ্গে। পুজোর ক’টা দিন প্রতিমা দর্শন ছাড়াও দর্শকদের জন্য থাকছে নানা ধরনের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাব কর্তৃপক্ষ আশা করছে, প্রতি বছরের মতো এবারও প্রচুর মানুষের সমাগম হবে বস্তিয়া একতার সংঘের মণ্ডপে। ৪০ ফুটের এই কালী প্রতিমা যে এবারও পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে, তা আর বলার অবকাশ রাখে না।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: ৪০ ফুটের কালী! পুজোয় মেগা আয়োজন, এখন থেকেই 'এই' মণ্ডপে উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement