Ceilling fan broke down: স্কুলে দুর্ঘটনা! ক্লাস চলার সময় মাথায় ভেঙে পরল চলন্ত পাখা, আহত তিন পড়ুয়া

Last Updated:

Ceillig fan accident: বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ছাত্রর মাথায় ভেঙে পড়ল চলন্ত সিলিং ফ্যান! মাথায় পাখা ভেঙে পড়ায় আহত তিন খুদে স্কুলপড়ুয়া।

আহত পড়ুয়ার মাথায় ব্যান্ডেজ করা চলছে
আহত পড়ুয়ার মাথায় ব্যান্ডেজ করা চলছে
হুগলি: বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ছাত্রদের মাথায় ভেঙে পড়ল চলন্ত সিলিং ফ্যান! মাথায় পাখা ভেঙে পড়ায় আহত তিন খুদে স্কুলপড়ুয়া। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর পোলবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মাথায় সেলাই করা হয়।
শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পোলবার বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে। এমন ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে স্কুলের অন্যান্য পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। স্কুলের অন্যান্য পড়ুয়ারা জানায়, সেই সময়ে ক্লাস চলছিল। আচমকাই মাথার উপরে সিলিং ফ্যান খুলে পড়ে যায়। সেই সময়ে ওই বেঞ্চে তিন জন পড়ুয়া বসেছিল। একজনের মাথায় ফেটে গিয়ে রক্ত বেরোতে শুরু করে। বাকি দু’জনের মাথাতেও আঘাত লেগেছে। এমন ঘটনা ঘটনা ঘটায় স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরা খুব আতঙ্কের মধ্যে রয়েছে।
advertisement
advertisement
অভিভাবকদের দাবি, এই ধরনের ঘটনার পিছনে অন্যতম কারণ পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব। প্রতি মাসে বা নির্দিষ্ট সময়ে স্কুলের সমস্ত সিলিং ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সামগ্রী পরীক্ষা করা প্রয়োজন। এই ধরনের দুর্ঘটনায় প্রাণহানিও হতে পারত বলে জানিয়েছেন অভিভাবকরা। বিশেষ করে প্রাইমারি স্কুলে একদম ছোট বয়সের ছাত্রছাত্রীরা পড়ে তাদের এই ধরনের আঘাত আগামী দিনে বড় বিপদের কারণ হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ceilling fan broke down: স্কুলে দুর্ঘটনা! ক্লাস চলার সময় মাথায় ভেঙে পরল চলন্ত পাখা, আহত তিন পড়ুয়া
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement