Success Story: চা চপের ছোট্ট দোকান থেকে আজ মেগা সিরিয়ালে, রাতারাতি যা করেছেন বাঁকুড়ার যুবক, জানলে চমকে যাবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Success Story: বাঁকুড়ার সাধারণ ঘরের এক অসাধারণ ছেলে বিশ্বজিৎ কর্মকার। পরিবারের ছোট্ট চা–চপের দোকানের পেছনে লুকিয়ে ছিল তার এক বিশাল স্বপ্ন।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার সাধারণ ঘরের এক অসাধারণ ছেলে বিশ্বজিৎ কর্মকার। পরিবারের ছোট্ট চা–চপের দোকানের পেছনে লুকিয়ে ছিল তার এক বিশাল স্বপ্ন—গানের জগতে নিজের পরিচয় তৈরি করা। ছোটবেলা থেকেই সুরের প্রতি ছিল তার অদ্ভুত টান। পড়াশোনার পাশাপাশি গান ছিল তার নিঃশ্বাসে মিশে থাকা এক ভালবাসা। কলেজে ভর্তি হওয়ার পর নবীন বরণ অনুষ্ঠানে প্রথমবারের মত মঞ্চে গান গেয়ে তাক লাগিয়ে দেয় সবাইকে।
বাংলা অনার্স নিয়ে পড়াশোনা চললেও, থেমে থাকেনি তার লড়াই। একদিকে সংসারের দায়িত্ব, অন্যদিকে নিজের স্বপ্ন—এই দুইয়ের টানাপোড়েনে দিন কেটেছে তার। চা–চপের দোকানে কয়লা ভাঙার ফাঁকে ফাঁকেই সুর তুলেছেন তিনি। সেই অদম্য ইচ্ছাশক্তিই একদিন তাকে পৌঁছে দেয় বিভিন্ন মঞ্চে।
আরও পড়ুন-প্রস্রাব করলেই জ্বালাপোড়া, তলপেটে অসহ্য ব্যথা হয়? পুষ্টির ‘খনি’ এটি…! রোজ ১টা করে খেলেই মিরাকেল, কমায় খারাপ কোলস্টেরলও
জনপ্রিয় রিয়ালিটি শো খ্যাত শিল্পী দীপ চ্যাটার্জির মতও প্রতিষ্ঠিত গায়কের পাশে দাঁড়িয়ে নিজের কণ্ঠে ছড়িয়ে দেন আবেগ ও প্রতিভার মিশেল। সবাই মুগ্ধ হয়েছিলেন বাঁকুড়ার এই সাধারণ যুবকের গলার গান। এ যেন প্রমাণ—স্বপ্নের পিছু ছুটলে অসম্ভবও সম্ভব।
advertisement
advertisement
আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘লটারি’…! শুক্রের ভয়ঙ্কর চালে দুঃসময় শেষ, ভাগ্যবান ৯ রাশিকে দু-হাত ভরিয়ে দেবেন ধন-সম্পত্তি, ভাসবেন টাকার সমুদ্রে
তবে এখানেই শেষ নয় বিশ্বজিতের যাত্রা। এখন তিনি একটি জনপ্রিয় চ্যানেলের বাংলার পর্দায় অভিনয় করছেন, নতুনভাবে নিজের শিল্পী সত্তাকে ছড়িয়ে দিচ্ছেন দর্শকের মনে। পরিশ্রম, প্রতিভা ও অধ্যবসায় মিললে কীভাবে জীবনের দিক পরিবর্তন করা যায়, তার জীবন্ত উদাহরণ তিনি।
advertisement
আজ বাঁকুড়ার সেই চা–চপওয়ালার ছেলে শুধু নিজের পরিবারের নয়, হয়ে উঠেছেন হাজার তরুণের অনুপ্রেরণা। বিশ্বজিতের গল্প শেখায়—সুযোগ একদিন না একদিন দরজায় কড়া নাড়বেই, যদি তোমার সুরে থাকে বিশ্বাসের স্পন্দন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,West Bengal
First Published :
November 03, 2025 2:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: চা চপের ছোট্ট দোকান থেকে আজ মেগা সিরিয়ালে, রাতারাতি যা করেছেন বাঁকুড়ার যুবক, জানলে চমকে যাবেন
