Bankura: বাঁকুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ! সিনেমা দেখতে আর দূরে ছুটতে হবে না, ঘরের কাছেই তৈরি হচ্ছে মিনি থিয়েটার

Last Updated:

Bankura: এই থিয়েটারে ১০০ জন বসতে পারবেন, থাকবে সব রকমের সুবিধা। সিঙ্গেল স্ক্রিন অর্থাৎ একটি পর্দার থিয়েটার হবে এটি। এখানে সব রকমের সিনেমা চলবে। এই ছোট্ট সিনেমা হল কোথায় তৈরি হচ্ছে? কবে চালু হবে?

+
বাঁকুড়ার

বাঁকুড়ার মিনি থিয়েটার

বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ঃ বাঁকুড়ায় খুলছে একটি সিনেমা হল। দেখতে অনেকটা প্ল্যানেটোরিয়ামের মতো। ছোটখাটো, বেশ কিউট। বাঁকুড়া শহরের খুব কাছে রাস্তার পাশেই তৈরি হচ্ছে এটি। এতদিন বাঁকুড়া শহরে পাঁচটি সিনেমা হল থাকা সত্ত্বেও সেগুলি পরিত্যক্ত হয়ে পড়েছিল। সিনেমা দেখতে হলে বাঁকুড়ার যুব সমাজকে দুর্গাপুর যেতে হত। বহুদিনের দাবি ছিল, বাঁকুড়ায় একটা সিনেমা হল হোক। সেখানে সাধারণ মানুষ গিয়ে একটু সিনেমা দেখতে পারবে। এবার কি তাহলে সেই স্বপ্নই পূরণ হতে চলল?
বাঁকুড়ায় এবার ডোম আকৃতির সিনেমা হল চালু হতে চলেছে। আকারে ছোট, সিনেমাপ্রেমীদের কিছু অপ্রাপ্তির মধ্যেও কিছুটা পুরস্কারের মতো এই সিনেমা হল। ঠিকানা, শালবনি, ছাতনা রোড। আদতে এটি একটি মিনি থিয়েটার। ‘ছোটু মহারাজ’ নামক একটি ফ্র্যাঞ্জাইজির সঙ্গে যুক্ত হয়ে বাঁকুড়ার ব্যবসায়ী প্রার্থ গড়াই যুগ্ম প্রচেষ্টায় থিয়েটারটি তৈরি করছেন।
advertisement
আরও পড়ুনঃ বাবা সবজি বিক্রেতা, মেয়ে মালদহের গর্ব! মাত্র ৯ বছরেই সেঁজুতি যা কৃতিত্ব অর্জন করল, জানলে গর্বে বুক ভরবে
পার্থবাবু জানান, এই থিয়েটারে ১০০ জন বসতে পারবেন, থাকবে সব রকমের সুবিধা। সিঙ্গেল স্ক্রিন অর্থাৎ একটি পর্দার থিয়েটার হবে এটি। এখানে সব রকমের সিনেমা চলবে। শুরু হতে প্রায় ৩ থেকে ৪ মাস লাগার কথা। আনুমানিক প্রায় ৭৫ লক্ষ টাকা খরচ হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁকুড়া জেলায় সিনেমা হলের অভাব যথেষ্ট স্পষ্ট। গোটা শহর জুড়ে তিনটি এবং শহর সংলগ্ন গন্ধেশ্বরী নদীর ওপারে দু’টি সিনেমা হল বা প্রেক্ষাগৃহ ছিল। সেগুলির নাম- কুসুম, বিশ্বকর্মা, বীণাপাণি, চণ্ডীদাস এবং শিবানী। একসময় বাঁকুড়ার মানুষের মধ্যে সিনেমা দেখার রমরমা ছিল চোখে পড়ার মতো। তবে সেগুলি এখন অতীত। ভবিষ্যৎ হিসেবে এখন তৈরি হচ্ছে এই ছোট মিনি থিয়েটার। এর ফলে বাঁকুড়ার সিনেমাপ্রেমী মানুষের মুখে হাসি ফুটবে বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura: বাঁকুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ! সিনেমা দেখতে আর দূরে ছুটতে হবে না, ঘরের কাছেই তৈরি হচ্ছে মিনি থিয়েটার
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৩ – ৯ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement