Kalna Tourism:আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জায়গা করে নিচ্ছে, বিদেশি পর্যটকদের ভিড় কালনায়
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
নভেম্বরের প্রথম সপ্তাহেই বিদেশি পর্যটকদের দেখা মিলল পূর্ব বর্ধমানের কালনায়। রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে দেখা গেল অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন ও কানাডা থেকে আসা একঝাঁক পর্যটক
advertisement
পর্যটকরা প্রথমেই ঘুরে দেখেন কালনার ঐতিহ্যবাহী রাজবাড়ি কমপ্লেক্স। রাজবাড়ির প্রাচীন স্থাপত্য, সূক্ষ্ম কারুকাজ এবং টেরাকোটার শিল্প তাঁদের গভীরভাবে আকৃষ্ট করে। এরপর ঘুরে দেখেন ১০৮ শিবমন্দির, যা কালনার অন্যতম প্রধান আকর্ষণ। গাইড তাঁদের বিস্তারিতভাবে জানান মন্দিরগুলির ইতিহাস, নির্মাণশৈলী ও ধর্মীয় তাৎপর্য সম্পর্কে। বিদেশি পর্যটকরা বিস্মিত হয়ে যান টেরাকোটার সূক্ষ্ম শিল্প এবং স্থাপত্য রীতি দেখে।
advertisement
advertisement
বিদেশি পর্যটকরা আসায় উচ্ছ্বসিত স্থানীয় ব্যবসায়ীরাও। তাঁদের মতে, শীতের শুরুতেই বিদেশি পর্যটকদের ভিড় কালনার পর্যটন শিল্পকে নতুন গতি দেবে। হোটেল, রেস্তোরাঁ, গাইড সার্ভিস, স্থানীয় হস্তশিল্প এবং পরিবহণ ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলবে। অনেক দোকানদারের কথায়, বিদেশিরা স্থানীয় হ্যান্ডলুম শাড়ি-সহ 'লোকাল' জিনিসপত্রে আগ্রহী।
advertisement
