Gas Burst Accident: অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা! গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Gas Burst Accident: গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা। সোমবার দুর্গাপুরে ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুর্গাপুর: গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ড, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা। সোমবার দুর্গাপুরে ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একটি বাড়ি ভস্মিভূত হয়। ঘটনায় সুশান্ত দে নামে এক ব্যক্তি অল্পবিস্তর অগ্নিদগ্ধ হয়ে অল্পবিস্তর আহত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। এলাকায় ছড়ায় আতঙ্ক। প্রাক্তন কাউন্সিলর সুশীল চ্যাটার্জী জানান, ঘটনাস্থলে পৌঁছে গ্যাস সিলিন্ডার ও একটি ফ্রিজ জ্বলতে দেখা যায়। দমকলকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
advertisement
advertisement
দুর্গাপুর দমকলের সাব-ইন্সপেক্টর রিপন বড়ুয়া বলেন, জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি থেকে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার বের করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা গেছে এবং বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 15, 2025 4:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gas Burst Accident: অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা! গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড









