Haryana Fog: ঘন কুয়াশায় মৃত্যু-ফাঁদ হরিয়ানার রাজপথ, জাতীয় সড়কে পরপর বাস–গাড়ির ভয়াবহ সংঘর্ষ

Last Updated:

Haryana Fog: ঘন কুয়াশার জেরে রবিবার ভোরে হরিয়ানার একাধিক জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে। দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় দুই জায়গায় বড়সড় গাড়ির সারি ধাক্কার ঘটনা ঘটে, যার ফলে বহু যাত্রী আটকে পড়েন।

News18
News18
হরিয়ানা: ঘন কুয়াশার জেরে রবিবার ভোরে হরিয়ানার একাধিক জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনা ঘটে। দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় দুই জায়গায় বড়সড় গাড়ির সারি ধাক্কার ঘটনা ঘটে, যার ফলে বহু যাত্রী আটকে পড়েন।
হিসারের ধিকতানা মোড়ে জাতীয় সড়ক ৫২-এ সকাল প্রায় ৮টা নাগাদ একটি চেন দুর্ঘটনা ঘটে। হরিয়ানা রোডওয়েজের দুটি বাস, একটি ডাম্পার ট্রাক, একটি গাড়ি ও একটি মোটরসাইকেল পরপর ধাক্কা খায়। জাতীয় সংবাদমাধ‍্যমের সূত্রে খবর, প্রথমে কৈথাল রোডওয়েজের একটি বাস সামনে থাকা ডাম্পার ট্রাকটিকে ধাক্কা মারে। এরপর পিছন দিক থেকে আসা আরেকটি রাজ্য পরিবহণের বাস ধাক্কা দেয় দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিতে। ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি ও একটি মোটরসাইকেলও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে।
advertisement
advertisement
দুর্ঘটনায় শতাধিক যাত্রী আটকে পড়লেও প্রশাসন সূত্রে জানা গেছে, অধিকাংশই অক্ষত রয়েছেন। শুধুমাত্র মোটরসাইকেল আরোহী আহত হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে রেওয়ারির জাতীয় সড়ক ৩৫২-এ কম দৃশ্যমানতার কারণে তিন থেকে চারটি বাসের মধ্যে ধাক্কা লাগে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন এবং তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
উল্লেখ্য, গত কয়েক দিন ধরে হরিয়ানায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। বহু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। এর ফলে ঘন কুয়াশা তৈরি হওয়ায় রাজ্যজুড়ে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Haryana Fog: ঘন কুয়াশায় মৃত্যু-ফাঁদ হরিয়ানার রাজপথ, জাতীয় সড়কে পরপর বাস–গাড়ির ভয়াবহ সংঘর্ষ
Next Article
advertisement
MGNREGA: উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, সংসদে আসছে বিল
উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, আসছে বিল
  • নাম পাল্টে যেতে পারে ১০০ দিনের কাজ প্রকল্পের

  • মনরেগা প্রকল্পের নাম বদলে হবে ভিবি-জি রাম জি

  • ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিতে চলেছে কেন্দ্র সরকার

VIEW MORE
advertisement
advertisement