আলো আঁধারি পরিবেশে এক স্বপ্নময় আবহ! বর্ধমানের 'মায়াজালে' মন্ত্রমুগ্ধ আট থেকে আশি, দেখেছেন কি আপনি?

Last Updated:

Durga Puja 2025: বর্ধমান আলমগঞ্জ বারোয়ারির এ বছরের পুজোর থিম ‘মায়াজাল’। খোলা আকাশের নিচে মুক্ত মঞ্চে থিম সাজানোর জন্য দর্শকরা প্যান্ডেলে প্রবেশের মুহূর্ত থেকেই যেন স্বপ্নময় আবহে ডুবে যাচ্ছেন।

+
বর্ধমান

বর্ধমান আলমগঞ্জ বারোয়ারির পুজোর থিম মায়াজাল

বর্ধমান, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: ‘আমরা সকলে মায়াজালে আবদ্ধ’ এই বার্তাকে কেন্দ্র করেই এবছরের দুর্গোৎসবের মূল ভাবনা নিয়েছে বর্ধমান আলমগঞ্জ বারোয়ারি। আর সেই ভাবনা ফুটে উঠেছে তাঁদের বিশেষ থিম ‘মায়াজাল’ এ।
থিমের সূক্ষ্ম পরিকল্পনা থেকে শুরু করে তার বাস্তবায়ন, সবেতেই নজর কেড়েছে শিল্পীসত্ত্বা ও কল্পনার অভিনব প্রকাশ। আলোর ঝলকানি, রঙিন কাপড় কেটে তৈরি ফিতে, সঙ্গে শোলার শিল্পকর্ম, সব মিলিয়ে যেন গড়ে উঠেছে এক অদ্ভুত মায়ার জগৎ। খোলা আকাশের নিচে মুক্ত মঞ্চে থিম সাজানোর জন্য দর্শকরা প্যান্ডেলে প্রবেশের মুহূর্ত থেকেই যেন স্বপ্নময় আবহে ডুবে যাচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ ১৩০ ফুট এলাকা জুড়ে ৭৫ ফুটের ‘সোনার বাংলা’! শিল্পাঞ্চলে হস্তশিল্পের মেলবন্ধন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর হাতের জাদুতে মোহিত সকলে
রাতের আলো আঁধারিতে সেই মায়াজাল আরও যেন বহুগুণে বেড়ে যাচ্ছে। আলমগঞ্জ বারোয়ারির সম্পাদক শুভাশীষ সিংহ বলেন, মানুষ খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে থিম উপভোগ করছেন, এতে আমরাও অনেক খুশি। প্রায় ৪০ লক্ষ টাকার বিশাল বাজেটে সাজানো এই থিম ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন শুধুমাত্র এই অনন্য থিমটি একনজর দেখার জন্য।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিজয়াতে উৎসবের সমাপ্তি! মাল নদীতে হাইড্রার সাহায্যে প্রতিমা বিসর্জন, হড়পা বানে মৃত্যু এড়াতে মোতায়েন বিশাল বিপর্যয় মোকাবিলা দল
ভিড় সামলাতে আয়োজকদেরও বেশ বেগ পেতে হচ্ছে। তবুও দর্শকদের মুখে তৃপ্তির হাসি দেখে বোঝা যায়, তাঁদের কষ্ট সার্থক। আলমগঞ্জ বারোয়ারি শুধু একটি পুজো কমিটি নয়, বরং বর্ধমান শহরের মানুষের কাছে একটা আবেগ। বিগত কয়েক বছর ধরেই তারা দুর্গোৎসবের আবহে নতুন নতুন থিম উপহার দিয়ে চলেছে বর্ধমানবাসীকে। এবছরের ‘মায়াজাল’ সেই ধারারই এক অনন্য সংযোজন। থিম পরিদর্শনে এসে বর্ধমান শহরের বাসিন্দা সমীর কুমার পাল বলেন, প্রত্যেক বছর অপেক্ষায় থাকি এই আলামগঞ্জ বারোয়ারি কী করবে সেটা দেখার জন্য। মায়াজাল সত্যিই খুব সুন্দর হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
থিমটির মূল বার্তা মানুষ আসলে জীবনযাত্রার নানা জটিলতায়, সম্পর্কের টানাপোড়েনে এবং সমাজের নানা বন্ধনে এক অদৃশ্য মায়াজালে আবদ্ধ। আলমগঞ্জ বারোয়ারির শিল্পীরা সেই দর্শনকেই শিল্প ও নান্দনিকতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সব মিলিয়ে এবারের দুর্গাপুজোয় বর্ধমান শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই ‘মায়াজাল’ থিম।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আলো আঁধারি পরিবেশে এক স্বপ্নময় আবহ! বর্ধমানের 'মায়াজালে' মন্ত্রমুগ্ধ আট থেকে আশি, দেখেছেন কি আপনি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement