Kashimbazar Rajbari: কাশিমবাজার ছোট রাজবাড়িতে চলল দশমীর সিঁদুর খেলা! উৎসবে মাতল পর্যটকরা
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Kashimbazar Rajbari: আজ বৃহস্পতিবার বিজয়া দশমী। দশমীর দিনে সিঁদুর খেলায় মাতল মুর্শিদাবাদের কাশিমবাজার ছোট রাজবাড়ি।
বহরমপুর, কৌশিক অধিকারী: আজ বৃহস্পতিবার বিজয়া দশমী। দশমীর দিনে সিঁদুর খেলায় মাতল মুর্শিদাবাদের কাশিমবাজার ছোট রাজবাড়ি। ছোট রাজবাড়িতে সিঁদুর খেলা ও মায়ের পুজো দিতে ভিড় জমান পর্যটকরা। প্রায় ৩০০ বছর ধরে একই রীতি নীতি মেনেই চলে দশমীর সকালে পুজো পাঠ, অঞ্জলি এবং সিঁদুর খেলা শুরু হয় তার পরেই।
একদা আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র কাশিমবাজারের খ্যাতিতেই বহির্বিশ্বে মুর্শিদাবাদ বিখ্যাত ছিল। সপ্তদশ-অষ্টাদশ শতকে বঙ্গদেশের জগৎজোড়া খ্যাতির নেপথ্যেও ছিল বন্দরশহর কাশিমবাজার।
শিক্ষা-সঙ্গীত-সাহিত্য-নাটক প্রসারে কাশিমবাজারের মহারাজা কৃষ্ণনাথ, তাঁর বালবিধবা স্ত্রী রানি স্বণর্ময়ীদেবী ও নিঃসন্তান ওই দম্পতির ভাগ্নে মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দীর অবদান আজও অম্লান। তবে সেই রাজপরিবার আজ প্রায় বিলুপ্ত। রাজকীয় দুর্গাপুজোও দীর্ঘদিন বন্ধ। বহরমপুর শহরের কাশিমবাজার এলাকার সেই ঐতিহ্য অবশ্য বহন করে চলেছে কাশিমবাজারের ছোট রাজবাড়ি।
advertisement
advertisement
ছোট রাজবাড়ির দুর্গাপুজোর বয়স প্রায় ৩০০ বছর। রথের দিন কাঠামো পুজো দিয়ে উৎসবের শুরু। এক চালির সপরিবার সাবেক দেবীমূর্তি। রাজবাড়ির মন্দিরে শুক্লা প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত তিন জন পুরোহিত চণ্ডীপাঠ করেন। তিন জন দুর্গানাম জপ করেন। প্রধান পুরোহিত সৌমেশ্বর রায় বিল্ববৃক্ষের শাখার পুজোপাঠ করেন। অর্থাৎ সাত পুরোহিতের পুজো।
advertisement
পুরোহিত গোপাল রায় বলেন, ‘‘সপ্তমী, অষ্টমী ও নবমীতে কুমারী পুজো পুজো হয়।” পুরোহিত জানান, দেবীকে রুই মাছের ঝোল ও কাঁচা সন্দেশ নিবেদন করা হয়। তুলোট কাগজে হাতে লেখা ৪৫ পাতার নিজস্ব প্রাচীন পুঁথি থেকে মন্ত্র পড়ে পুজো দেওয়া হয়।
advertisement
সপ্তমী, অষ্টমী ও নবমীর তিন দিনই অন্নভোগ। সাদা ভাতের সঙ্গে থাকে ফ্রাইড রাইসও। ডাল-ভাতের সঙ্গে থাকে পাঁচ রকমের ভাজা, আলু-কপির দলমা, পাঁচ তরকারি, রুই মাছের ঝোল, শাক, চাটনি, মিষ্টি ও পায়েস।
নবমীর দিন ভোগে সপ্তমী ও অষ্টমীর ভোগের মেনুর সঙ্গে যুক্ত হয় মোচার ঘণ্ট, লাউ-চিংড়ি ও ইলিশ মাছের ঝোল, ভাপা ও ভাজা। সন্ধিপুজোয় থাকবে খিচুড়ি, আলু, বেগুন, পটল ভাজা ও মাছ ভাজা।
advertisement
দশমীতে মহিলাদের সিঁদুর খেলা ও অপরাজিতা পুজো। দশমীতে প্রতিমা নিরঞ্জনের পর রাজবাড়ির সদস্যরা নাটমন্দিরে সমবেত হয়ে রাজ-পুরোহিতের আর্শীবাদ নেন। চিরাচরিত রীতি চলে আসছে আজও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 02, 2025 6:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kashimbazar Rajbari: কাশিমবাজার ছোট রাজবাড়িতে চলল দশমীর সিঁদুর খেলা! উৎসবে মাতল পর্যটকরা