Durga Puja 2025 : নেটওয়ার্ক ছেড়ে প্রকৃতির কোলে ফেরা! নেটদুনিয়ার মাঝেও জগৎটাকে নতুনভাবে দেখার সুযোগ

Last Updated:

Durga Puja 2025 : এবার পুজোয় জগৎটাকে উপভোগ করুন অন্যভাবে। জঙ্গলমহলের প্রত্যন্ত ক্লাবের থিমে পৌরাণিক সভ্যতা, লোকায়ত চিত্রকল্প, পাহাড়ি সৌন্দর্যের ছবি একত্রে ফুটে উঠবে।

+
গিধনীর

গিধনীর পুজো মণ্ডপ 

গিধনী, ঝাড়গ্রাম, তন্ময় নন্দী : ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টগ্রাম-সহ তথ্য প্রযুক্তির অত্যাধুনিক নেট দুনিয়ায় তো জগৎ টাকে দেখছেন প্রতিনিয়ত। এবার পুজোয় জগৎটাকে উপভোগ করুন অন্যভাবে। পুজোর থিমে সেই নিত্য নতুন ভাবনা নিয়ে এবার বদ্ধ ঘরে না থেকে জগৎ টাকে দেখার সুযোগ করে দিচ্ছে জঙ্গলমহলের প্রত্যন্ত এই ক্লাব। প্রতিবারই অন্যকে টেক্কা দেওয়ার মত থিম উপহার দেয় তারা।
ডিজিটাল দুনিয়াতেও লোকায়ত চিত্রকলা ও ভাস্কর্যের মিশ্রণে সেজে উঠছে জঙ্গলমহলের ঝাড়গ্রামের গিধনী স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ। গিধনী স্পোর্টিং এর দুর্গাপুজো এবার ৮১ বছরে পা দিল। প্রতি বছরই নতুন নতুন থিমের মণ্ডপ তৈরি করে চমক দেয় এই পুজো কমিটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। গিধনী বিডিও অফিসের পাশে সুউচ্চ মণ্ডপ তৈরির কাজ চলছে। থিমে থাকছে দেশ ও রাজ্যের নানান স্থানের ভাষা, পোশাক, এবং সংস্কৃতির বৈচিত্র্য। থিমের নাম দেওয়া হয়েছে থাকব নাকো বদ্ধ করে, দেখব এবার জগৎটাকে।
advertisement
আরও পড়ুন : পুজো তো নয়, যেন ভোজবাড়ি! গ্রামবাসীদের জন্য থাকে ৫২ ভোগ, এখানে যজ্ঞ না দেখলে বড় মিস
পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে বাঁশ, ফোম, কাঠের বাটাম, দড়ি, কাপড়ের পাশাপাশি থার্মোকল, সিমেন্ট, ফাইবার ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। এবার ১৬ লক্ষ টাকা বাজেট রয়েছে। প্রতি বছরই নতুন থিমের মণ্ডপ বানিয়ে দর্শকদের মন জয়ের চেষ্টায় মশগুল থাকেন জঙ্গলমহলের কারুশিল্পী বুদ্ধেশ্বর আহির। নেট দুনিয়ার মাঝেও পৌরাণিক সভ্যতা, লোকায়ত চিত্রকল্প, পাহাড়ি সৌন্দর্যের ছবি একত্রে ফুটে উঠবে গিধনী স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে।
advertisement
advertisement
আরও পড়ুন : হৃতিক রোশনের ঘরে বাজত এই বাদ্যযন্ত্র, রবি ঠাকুরও ছিলেন ভক্ত! দুর্গাপুরে আজও শোনা যায় সেই সুর
মণ্ডপ শিল্পী বুদ্ধেশ্বর আহির বলেন, ‘পুজোকে কেন্দ্র করে বাঙালির ভাবাবেগ একটু অন্যরকম। তাই থিমের সময় মাথায় রাখি কীভাবে পুজোর আবহের মাঝে যেন চিরন্তন শিল্পকলা ফুটে ওঠে। সেই লক্ষ্যেই আমি মণ্ডপের কারুকার্য করি। যাতে দেবীর গরিমা অটুট থাকার পাশাপাশি লোকায়ত শিল্পকলাও প্রদর্শিত হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পুজো কমিটির ভাবনা, ইউনেস্কোর হেরিটেজ পাওয়া দুর্গাপুজো। গোটা বিশ্বের বৈচিত্রের ছোঁয়া থাকবে তাদের এই পুজো মন্ডপে, এমনটাই জানানো হয়েছে। রাতদিন প্রায় ১৫ জন সহ-শিল্পীদের নিয়ে টানা কাজ করে চলেছেন জঙ্গলমহলের এই শিল্পী। অভিনব থিমের মণ্ডপ দর্শকদের নজর কাড়বে বলেই আশাবাদী উদ্যোক্তারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : নেটওয়ার্ক ছেড়ে প্রকৃতির কোলে ফেরা! নেটদুনিয়ার মাঝেও জগৎটাকে নতুনভাবে দেখার সুযোগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement