'কিন্তু হায়, তবু যেতে দিতে হয়...' বেলুড় মঠের প্রতিমা নিরঞ্জনের আবেগঘন মুহূর্ত! বিদায়বেলায় চোখে জল গোটা বাংলার

Last Updated:

শহর জুড়ে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি তুঙ্গে। আজ দশমী। পুজো শেষ। আবার বছরভরের অপেক্ষা। বিদায়বেলায় একবার শেষবারের মতো মাকে দেখা, প্রার্থনা। শেষলগ্নে প্রাণের পুজো।

News18
News18
কলকাতা: বিদায়ের পথে বেলুড় মঠের প্রতিমা। মণ্ডপ থেকে মূল মন্দিরের সামনে আনা হয় বিগ্রহকে। সেখানেই আরতির পর মা সারদা মন্দিরের সামনে প্রদক্ষিণ ও মায়ের ঘাটে বিসর্জন দেওয়া হয় প্রতিমা।
শহর জুড়ে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি তুঙ্গে। আজ দশমী। পুজো শেষ। আবার বছরভরের অপেক্ষা। বিদায়বেলায় একবার শেষবারের মতো মাকে দেখা, প্রার্থনা। শেষলগ্নে প্রাণের পুজো। দশমীতেও তাই মুখ ভার নয়। বরং উৎসবেই মেতে মহানগর। বৃষ্টি উপেক্ষা করেই রাতভর ঠাকুরদেখা। বনেদি থেকে বারোয়ারি। দেবীবরণ-সিঁদুরখেলা-ধুনচিনাচে বিদায়ের পালা। তিথি ফুরালে প্রণাম-কোলাকুলি-মিষ্টিমুখে বিজয়া। বছরভরের অপেক্ষার আগে লাস্ট মিনিটের হুল্লোড়।
advertisement
প্রতিমা নিরঞ্জনকে কেন্দর করে এবছরও গঙ্গার ঘাটগুলিতে নিরাপত্তায় বাড়তি নজর রাজ‍্যের। ঘাটগুলিতে নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাগবাজার, বাজে কদমতলা, গোয়ালিয়র ও নিমতলা ঘাটে মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। সাতটি গুরুত্বপূর্ণ ঘাটে তৈরি হয়েছে নজর মিনার (ওয়াচ টাওয়ার), যেখান থেকে চলবে টানা নজরদারি। প্রতিটি ঘাটে এক একটি পুলিশ দল মোতায়েন থাকবে, নেতৃত্ব দেবেন ডিসি, এসি এবং ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিকেরা।
advertisement
মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘পুরসভা সব রকম প্রস্তুতি নিয়েছে। বিপর্যয় মোকাবিলা দলও প্রস্তুত রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ হলেও যাতে প্রতিমা বিসর্জনে অসুবিধা না হয়, সে বিষয়ে আমাদের বিশেষ নজর আছে।’’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'কিন্তু হায়, তবু যেতে দিতে হয়...' বেলুড় মঠের প্রতিমা নিরঞ্জনের আবেগঘন মুহূর্ত! বিদায়বেলায় চোখে জল গোটা বাংলার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement