বিজয়া দশমীতে বরণ শেষে চলে সিঁদুর খেলা! বরণডালার মধ্যে কী কী রাখতে হয় জানেন?

Last Updated:
নিয়ম মেনে সিঁদুর, পান, সুপুরি, পানের খিলি, মিষ্টি, একটি ১ টাকার মুদ্রা রাখা আবশ্যিক। অনেকে আবার সতর্ক হয়ে ধূপকাঠি ও প্রদীপও রাখেন।
1/6
ষষ্ঠী থেকে নবমী আনন্দে, ঢাকের তালের মধ্যেই মুহূর্তেই যেন এসে হাজির হয় বিদায়ের সুর। আজ বিজয়া দশমী। দুর্গাপুজোর অবসান এই দিনে। তবে শেষ দিনে আবেগের সঙ্গে জড়িয়ে থাকে একাধিক রীতি, যার মধ্যে অন্যতম দেবী দুর্গার বরণ। সুস্মিতা গোস্বামী
ষষ্ঠী থেকে নবমী আনন্দে, ঢাকের তালের মধ্যেই মুহূর্তেই যেন এসে হাজির হয় বিদায়ের সুর। আজ বিজয়া দশমী। দুর্গাপুজোর অবসান এই দিনে। তবে শেষ দিনে আবেগের সঙ্গে জড়িয়ে থাকে একাধিক রীতি, যার মধ্যে অন্যতম দেবী দুর্গার বরণ।সুস্মিতা গোস্বামী
advertisement
2/6
এই তিথিতেই হয় দশভুজা ও তাঁর সন্তানদের বরণপর্ব। দেবীকে কাছে পাওয়ার এই শেষ সুযোগে ভক্তের মনে তাই আবেগ উপচে পড়ে। যত্ন করে জানায় মায়ের বিদায়পর্ব। সুস্মিতা গোস্বামী
এই তিথিতেই হয় দশভুজা ও তাঁর সন্তানদের বরণপর্ব। দেবীকে কাছে পাওয়ার এই শেষ সুযোগে ভক্তের মনে তাই আবেগ উপচে পড়ে। যত্ন করে জানায় মায়ের বিদায়পর্ব।সুস্মিতা গোস্বামী
advertisement
3/6
সংসারের মঙ্গল কামনায় দেবীকে বরণ করার কিছু নিয়ম রয়েছে। স্নান সেরে শুদ্ধবসনে পায়ে আলতা, কপালে সিঁদুর পরেই শুরু হয় বরণপর্ব। তবে আগে থেকে গুছিয়ে নিতে হয় সেই বরণডালা। সুস্মিতা গোস্বামী
সংসারের মঙ্গল কামনায় দেবীকে বরণ করার কিছু নিয়ম রয়েছে। স্নান সেরে শুদ্ধবসনে পায়ে আলতা, কপালে সিঁদুর পরেই শুরু হয় বরণপর্ব। তবে আগে থেকে গুছিয়ে নিতে হয় সেই বরণডালা।সুস্মিতা গোস্বামী
advertisement
4/6
এই বরণডালার মধ্যে কী কী রাখতে হয় জানেন কি! নিয়ম মেনে সিঁদুর, পান, সুপুরি, পানের খিলি, মিষ্টি, একটি ১ টাকার মুদ্রা রাখা আবশ্যিক। অনেকে আবার সতর্ক হয়ে ধূপকাঠি ও প্রদীপও রাখেন। সুস্মিতা গোস্বামী
এই বরণডালার মধ্যে কী কী রাখতে হয় জানেন?  নিয়ম মেনে সিঁদুর, পান, সুপুরি, পানের খিলি, মিষ্টি, একটি ১ টাকার মুদ্রা রাখা আবশ্যিক। অনেকে আবার সতর্ক হয়ে ধূপকাঠি ও প্রদীপও রাখেন।সুস্মিতা গোস্বামী
advertisement
5/6
সবশেষে শুরু হয় মিষ্টিমুখ ও জলপান করানোর পালা। আগে থেকে বানানো পানের খিলি যেন মায়ের হাতে তুলে দেওয়া চাই। তবে, শুধু মা দুর্গাই নন একই নিয়মে একে একে বরণ করতে হয় বাকি দেবদেবী এবং তাঁদের বাহনদেরও। সুস্মিতা গোস্বামী
সবশেষে শুরু হয় মিষ্টিমুখ ও জলপান করানোর পালা। আগে থেকে বানানো পানের খিলি যেন মায়ের হাতে তুলে দেওয়া চাই। তবে, শুধু মা দুর্গাই নন একই নিয়মে একে একে বরণ করতে হয় বাকি দেবদেবী এবং তাঁদের বাহনদেরও।সুস্মিতা গোস্বামী
advertisement
6/6
এই পর্ব মিটলেই শুরু হয় সেই বহু প্রতীক্ষিত সিঁদুরখেলার পর্ব। সংসার জীবন সর্বদা যেন সুখের হয়, সেই কামনাতেই চলে সিঁদুরখেলা। মহিলারা একে অপরের কপালে, সিঁথিতে ও গালে সিঁদুর পরিয়ে দেন। হাসি-আনন্দে ভরে ওঠে পুরো পরিবেশ। লাল রঙে রাঙিয়ে ওঠে আনন্দ ও বিজয়ার আবেগের ছবি। সুস্মিতা গোস্বামী
এই পর্ব মিটলেই শুরু হয় সেই বহু প্রতীক্ষিত সিঁদুরখেলার পর্ব। সংসার জীবন সর্বদা যেন সুখের হয়, সেই কামনাতেই চলে সিঁদুরখেলা। মহিলারা একে অপরের কপালে, সিঁথিতে ও গালে সিঁদুর পরিয়ে দেন। হাসি-আনন্দে ভরে ওঠে পুরো পরিবেশ। লাল রঙে রাঙিয়ে ওঠে আনন্দ ও বিজয়ার আবেগের ছবি।সুস্মিতা গোস্বামী
advertisement
advertisement
advertisement