Arijit Singh: প্রয়াত অরিজিৎ সিংয়ের কাছের মানুষ... পুজো শেষে এ কী দুঃসংবাদ! সব ফেলে ছুটে গেলেন গায়ক

Last Updated:

বহু যুগ ধরে জিয়াগঞ্জের হাজারী পরিবার উচ্চাঙ্গ ঘরানা সঙ্গীতের চর্চা করছেন। নিজে হাতে তৈরি করেছেন অগণিত শিল্পীদের।

গায়ক অরিজিৎ সিং ও তার সংগীত শিক্ষা গুরু 
গায়ক অরিজিৎ সিং ও তার সংগীত শিক্ষা গুরু 
জিয়াগঞ্জ, কৌশিক অধিকারী: প্রয়াত অরিজিৎ সিংয়ের শিক্ষাগুরু বীরেন্দ্রপ্রসাদ হাজারী। বহু যুগ ধরে জিয়াগঞ্জের হাজারী পরিবার উচ্চাঙ্গ ঘরানা সঙ্গীতের চর্চা করছেন। নিজে হাতে তৈরি করেছেন অগণিত শিল্পীদের। তাঁদের মধ্যেই এক উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং। শিক্ষকের মৃত্যুতে ছুটে গেলেন গায়ক।
একদিকে দশমী। মন খারাপ গোটা বাংলার। তার মাঝে আরেক খারাপ খবর। শৈশব থেকেই শিক্ষাগুরু হিসেবে শিল্পী ধীরেন্দ্রপ্রসাদ হাজারীর কাছেই তালিম নেন অরিজিৎ। কিন্তু গুরুর অকাল প্রয়াণে শিক্ষাগুরু হিসেবে বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে তালিম নেওয়া শুরু করেন। আজ তাঁর সেই গুরু বীরেন্দ্রপ্রসাদ হাজারীর প্রয়াণে মর্মাহত শিল্পী।
মৃত্যুসংবাদ শুনেই অরিজিৎ ছুটে যান শেষযাত্রায়। তাঁর এই প্রয়াণে জেলা হারাল সঙ্গীতজগতের এক উজ্জ্বল নক্ষত্রকে। সঙ্গে তাঁর প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা হারাল তাঁদের অভিভাবককে। শোকপ্রকাশ করেই তাঁর জামাতা শংকর মণ্ডল জানান, ‘আজ বিজয়া দশমী আজকের এই দিনে এইভাবে একটি নক্ষত্রের পতন হবে এটা সত্যিই অভাবনীয়। ওঁর হাত দিয়েই তৈরি হয়েছে কত নাম না জানা শিল্পী। তাঁদের মধ্যেই রয়েছেন বিশ্ববিখ্যাত অরিজিৎ সিং।’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arijit Singh: প্রয়াত অরিজিৎ সিংয়ের কাছের মানুষ... পুজো শেষে এ কী দুঃসংবাদ! সব ফেলে ছুটে গেলেন গায়ক
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement