Arijit Singh: প্রয়াত অরিজিৎ সিংয়ের কাছের মানুষ... পুজো শেষে এ কী দুঃসংবাদ! সব ফেলে ছুটে গেলেন গায়ক

Last Updated:

বহু যুগ ধরে জিয়াগঞ্জের হাজারী পরিবার উচ্চাঙ্গ ঘরানা সঙ্গীতের চর্চা করছেন। নিজে হাতে তৈরি করেছেন অগণিত শিল্পীদের।

গায়ক অরিজিৎ সিং ও তার সংগীত শিক্ষা গুরু 
গায়ক অরিজিৎ সিং ও তার সংগীত শিক্ষা গুরু 
জিয়াগঞ্জ, কৌশিক অধিকারী: প্রয়াত অরিজিৎ সিংয়ের শিক্ষাগুরু বীরেন্দ্রপ্রসাদ হাজারী। বহু যুগ ধরে জিয়াগঞ্জের হাজারী পরিবার উচ্চাঙ্গ ঘরানা সঙ্গীতের চর্চা করছেন। নিজে হাতে তৈরি করেছেন অগণিত শিল্পীদের। তাঁদের মধ্যেই এক উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং। শিক্ষকের মৃত্যুতে ছুটে গেলেন গায়ক।
একদিকে দশমী। মন খারাপ গোটা বাংলার। তার মাঝে আরেক খারাপ খবর। শৈশব থেকেই শিক্ষাগুরু হিসেবে শিল্পী ধীরেন্দ্রপ্রসাদ হাজারীর কাছেই তালিম নেন অরিজিৎ। কিন্তু গুরুর অকাল প্রয়াণে শিক্ষাগুরু হিসেবে বীরেন্দ্র প্রসাদ হাজারির কাছে তালিম নেওয়া শুরু করেন। আজ তাঁর সেই গুরু বীরেন্দ্রপ্রসাদ হাজারীর প্রয়াণে মর্মাহত শিল্পী।
মৃত্যুসংবাদ শুনেই অরিজিৎ ছুটে যান শেষযাত্রায়। তাঁর এই প্রয়াণে জেলা হারাল সঙ্গীতজগতের এক উজ্জ্বল নক্ষত্রকে। সঙ্গে তাঁর প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা হারাল তাঁদের অভিভাবককে। শোকপ্রকাশ করেই তাঁর জামাতা শংকর মণ্ডল জানান, ‘আজ বিজয়া দশমী আজকের এই দিনে এইভাবে একটি নক্ষত্রের পতন হবে এটা সত্যিই অভাবনীয়। ওঁর হাত দিয়েই তৈরি হয়েছে কত নাম না জানা শিল্পী। তাঁদের মধ্যেই রয়েছেন বিশ্ববিখ্যাত অরিজিৎ সিং।’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Arijit Singh: প্রয়াত অরিজিৎ সিংয়ের কাছের মানুষ... পুজো শেষে এ কী দুঃসংবাদ! সব ফেলে ছুটে গেলেন গায়ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement