Birbhum News: আনন্দ নয়, এখানে শুধুই বিষাদ! দুর্গাপুজোর সময় এই গ্রামে চলে দাসাই পরব

Last Updated:
আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিজয়া দশমীর দিন পালন করলেন তাঁদের বিশেষ উৎসব ‘দাসাই পরব’।
1/4
খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াই: গোটা রাজ্য যখন দুর্গাপুজোর আনন্দ-উৎসবে মেতে উঠেছে, সেই সময় বীরভূমের খয়রাশোল ব্লকের বাবুইজোড় গ্রামে একেবারেই ভিন্ন আবহ তৈরি হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিজয়া দশমীর দিন পালন করলেন তাঁদের বিশেষ উৎসব ‘দাসাই পরব’।
খয়রাশোল, বীরভূম, সুদীপ্ত গড়াই: গোটা রাজ্য যখন দুর্গাপুজোর আনন্দ-উৎসবে মেতে উঠেছে, সেই সময় বীরভূমের খয়রাশোল ব্লকের বাবুইজোড় গ্রামে একেবারেই ভিন্ন আবহ তৈরি হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিজয়া দশমীর দিন পালন করলেন তাঁদের বিশেষ উৎসব ‘দাসাই পরব’।
advertisement
2/4
এই দিনে গ্রামের বিভিন্ন রাস্তায় ও বাজারে ঢোল, মাদল, করতালের তালে শুরু হয় বিশেষ নৃত্য ‘দাসাই নাচ’। তাঁদের বিশ্বাস, ছদ্মবেশে লুকিয়ে থাকা ‘হুদুড় দুর্গা’-কে খুঁজে বের করতেই এই নাচের আয়োজন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
এই দিনে গ্রামের বিভিন্ন রাস্তায় ও বাজারে ঢোল, মাদল, করতালের তালে শুরু হয় বিশেষ নৃত্য ‘দাসাই নাচ’। তাঁদের বিশ্বাস, ছদ্মবেশে লুকিয়ে থাকা ‘হুদুড় দুর্গা’-কে খুঁজে বের করতেই এই নাচের আয়োজন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/4
স্থানীয় বাসিন্দারা জানান, বহু শতাব্দীর ঐতিহ্য বহন করছে এই ‘দাসাই পরব’। সমাজ পাল্টালেও খয়রাশোল ব্লকের আদিবাসীরা এখনও গর্বের সঙ্গে নিজেদের এই আচার-অনুষ্ঠান পালন করেন। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
স্থানীয় বাসিন্দারা জানান, বহু শতাব্দীর ঐতিহ্য বহন করছে এই ‘দাসাই পরব’। সমাজ পাল্টালেও খয়রাশোল ব্লকের আদিবাসীরা এখনও গর্বের সঙ্গে নিজেদের এই আচার-অনুষ্ঠান পালন করেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/4
যখন জেলার প্রতিটি পুজোমণ্ডপে চলছে আনন্দ-উল্লাস, তখন বাবুইজোড় গ্রামে ভিন্ন আবেগে ভেসে উঠল শোকের উৎসব। ‘দাসাই পরব’ তাঁদের কাছে কেবল উৎসব নয়, বরং নিজস্ব সংস্কৃতি, বিশ্বাস ও অস্তিত্ব রক্ষার প্রতীক। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
যখন জেলার প্রতিটি পুজোমণ্ডপে চলছে আনন্দ-উল্লাস, তখন বাবুইজোড় গ্রামে ভিন্ন আবেগে ভেসে উঠল শোকের উৎসব। ‘দাসাই পরব’ তাঁদের কাছে কেবল উৎসব নয়, বরং নিজস্ব সংস্কৃতি, বিশ্বাস ও অস্তিত্ব রক্ষার প্রতীক।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement