আজারবাইজানে ভারতীয় '১ টাকার' মূল্য কত জানেন...? শুনলেই চমকাবেন, গ্যারান্টি!

Last Updated:
Azerbaijan Vs Indian Currency: পৃথিবীতে প্রায় ২০০টি দেশ আছে, যাদের প্রত্যেকের নিজস্ব মুদ্রা আছে। আজ, আমরা এই প্রতিবেদনে মুদ্রা সংক্রান্ত এক অজানা তথ্য শেয়ার করব যা শুনলে চমকে উঠবেন আপনিও।
1/11
পৃথিবীতে প্রায় ২০০টি দেশ আছে, যাদের প্রত্যেকের নিজস্ব মুদ্রা আছে। আজ, আমরা এই প্রতিবেদনে মুদ্রা সংক্রান্ত এক অজানা তথ্য শেয়ার করব যা শুনলে চমকে উঠবেন আপনিও।
পৃথিবীতে প্রায় ২০০টি দেশ আছে, যাদের প্রত্যেকের নিজস্ব মুদ্রা আছে। আজ, আমরা এই প্রতিবেদনে মুদ্রা সংক্রান্ত এক অজানা তথ্য শেয়ার করব যা শুনলে চমকে উঠবেন আপনিও।
advertisement
2/11
আমরা সকলেই জানি টাকা অত্যন্ত মূল্যবান। কিন্তু সেই টাকার মূল্য কিন্তু আবার দেশ বিশেষে আলাদা আলাদা হয়ে যায়। আজ এই প্রতিবেদনে তাঁরই মজাদার এক তথ্য তুলে ধরা যাক।
আমরা সকলেই জানি টাকা অত্যন্ত মূল্যবান। কিন্তু সেই টাকার মূল্য কিন্তু আবার দেশ বিশেষে আলাদা আলাদা হয়ে যায়। আজ এই প্রতিবেদনে তাঁরই মজাদার এক তথ্য তুলে ধরা যাক।
advertisement
3/11
আমরা সাধারণ জ্ঞানের অলিন্দে যেমন দেশ বিদেশের ইতিহাস ও ভূগোলের তথ্য জানি তেমনই কিন্তু এই মুদ্রা সংক্রান্ত প্রশ্নেরও মুখোমুখি হতে হয় বার বার। কারণ কোনও দেশের মুদ্রাই সে দেশের অর্থনীতি ও সামাজিক গুরুত্ব নিশ্চিত করে।
আমরা সাধারণ জ্ঞানের অলিন্দে যেমন দেশ বিদেশের ইতিহাস ও ভূগোলের তথ্য জানি তেমনই কিন্তু এই মুদ্রা সংক্রান্ত প্রশ্নেরও মুখোমুখি হতে হয় বার বার। কারণ কোনও দেশের মুদ্রাই সে দেশের অর্থনীতি ও সামাজিক গুরুত্ব নিশ্চিত করে।
advertisement
4/11
ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সম্পর্কের টানাপোড়েনে যে দুটি দেশের নাম বার বার উঠে এসেছে তা হল তুরস্ক এবং আজারবাইজান। পাকিস্তানকে সমর্থন করার জন্য খবরের শিরোনামে উঠে আসে দেশ দুটির নাম।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি সম্পর্কের টানাপোড়েনে যে দুটি দেশের নাম বার বার উঠে এসেছে তা হল তুরস্ক এবং আজারবাইজান। পাকিস্তানকে সমর্থন করার জন্য খবরের শিরোনামে উঠে আসে দেশ দুটির নাম।
advertisement
5/11
আসুন জেনে নেওয়া যাক আজারবাইজানে ভারতীয় ১ টাকার দাম কত হয়ে যায়? আবার ভারতের ১০০ টাকার মূল্যই বা সে দেশে কত হবে? কোন দেশের মুদ্রা বেশি শক্তিশালী বলুন তো?
আসুন জেনে নেওয়া যাক আজারবাইজানে ভারতীয় ১ টাকার দাম কত হয়ে যায়? আবার ভারতের ১০০ টাকার মূল্যই বা সে দেশে কত হবে? কোন দেশের মুদ্রা বেশি শক্তিশালী বলুন তো?
advertisement
6/11
ঠিক যেমন ভারতীয় মুদ্রাকে রুপি বলা হয় এবং INR হিসেবে লেখা হয়, তেমনি আজারবাইজানি মুদ্রাকে মানাত বলা হয় এবং ANZ হিসেবে লেখা হয়।
ঠিক যেমন ভারতীয় মুদ্রাকে রুপি বলা হয় এবং INR হিসেবে লেখা হয়, তেমনি আজারবাইজানি মুদ্রাকে মানাত বলা হয় এবং ANZ হিসেবে লেখা হয়।
advertisement
7/11
তুরস্কে যেমন 'লিরা', তেমনই আবার আজারবাইজানের মুদ্রাকে বলা হয় 'মানাত'। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত ১ আজারবাইজান মানাত সমান ভারতের ৫০.৩৫ টাকা। আবার উল্টোদিকে ১ ভারতীয় টাকা ০.০১৯ আজারবাইজান মানত-এর সমান।
তুরস্কে যেমন 'লিরা', তেমনই আবার আজারবাইজানের মুদ্রাকে বলা হয় 'মানাত'। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত ১ আজারবাইজান মানাত সমান ভারতের ৫০.৩৫ টাকা। আবার উল্টোদিকে ১ ভারতীয় টাকা ০.০১৯ আজারবাইজান মানত-এর সমান।
advertisement
8/11
ভারতীয় ১০০ টাকার দাম:একইভাবে, যদি আমরা ১০০ ভারতীয় টাকার কথা বলি, তাহলে এর দাম হবে ১.৯৯ মানাত।
ভারতীয় ১০০ টাকার দাম:একইভাবে, যদি আমরা ১০০ ভারতীয় টাকার কথা বলি, তাহলে এর দাম হবে ১.৯৯ মানাত।
advertisement
9/11
তুর্কিতে ১০০ ভারতীয় রুপির মূল্য :যদি আমরা তুর্কিতে ভারতীয় ১০০ টাকার কথা বলি, তাহলে স্থানীয় মুদ্রায় এর মূল্য প্রায় ৪৫.৪৭ তুর্কি লিরার সমান।
তুর্কিতে ১০০ ভারতীয় রুপির মূল্য :যদি আমরা তুর্কিতে ভারতীয় ১০০ টাকার কথা বলি, তাহলে স্থানীয় মুদ্রায় এর মূল্য প্রায় ৪৫.৪৭ তুর্কি লিরার সমান।
advertisement
10/11
দাম ভিন্ন হয়:প্রসঙ্গত, মুদ্রার হার সময়ে সময়ে পরিবর্তিত হয়, কারণ মুদ্রার বাজারের হারের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হতে থাকে। তাই এই দাম প্রায় প্রতিদিনই পাল্টে যেতে পারে।
দাম ভিন্ন হয়:প্রসঙ্গত, মুদ্রার হার সময়ে সময়ে পরিবর্তিত হয়, কারণ মুদ্রার বাজারের হারের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হতে থাকে। তাই এই দাম প্রায় প্রতিদিনই পাল্টে যেতে পারে।
advertisement
11/11
উল্লেখ্য, পর্যটন ডেস্টিনেশন হিসেবে ভারতীয়দের মধ্যে আজারবাইজানের জনপ্রিয়তা বেশ উল্লেখযোগ্য। কিন্তু তার পিছনে শুধুই এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য আসল কারণ নয়, বরং সেখানকার মুদ্রার সস্তা হওয়াও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ।
উল্লেখ্য, পর্যটন ডেস্টিনেশন হিসেবে ভারতীয়দের মধ্যে আজারবাইজানের জনপ্রিয়তা বেশ উল্লেখযোগ্য। কিন্তু তার পিছনে শুধুই এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য আসল কারণ নয়, বরং সেখানকার মুদ্রার সস্তা হওয়াও কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ।
advertisement
advertisement
advertisement