পরপর দাগা হল কামান, গর্জনে কাঁপল মন্দির! গর্ভগৃহে এলেন মেজ ও ছোট ঠাকুরাণী! জানেন তাঁরা কারা?
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Durga Puja 2025 : কামানের গর্জনে সপ্তমীর সকালে কেঁপে উঠল মল্লগড় বিষ্ণুপুর। গর্ভগৃহে প্রবেশ করলেন মেজ ঠাকুরানী মহালক্ষ্মী এবং ছোট ঠাকুরানী মহাসরস্বতী।
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মণ্ডল: কামানের গর্জনে সপ্তমীর সকালে কেঁপে উঠল মল্লগড় বিষ্ণুপুর। পরপর তিন দফা কামানের শব্দের মধ্যেই গর্ভগৃহে প্রবেশ করলেন মেজ ঠাকুরানী মহালক্ষ্মী এবং ছোট ঠাকুরানী মহাসরস্বতী। শতাব্দী প্রাচীন রীতিনীতি মেনে হল পুজো। এই ঐতিহ্যের সাক্ষী থাকলেন হাজারো দর্শনার্থী।
প্রসঙ্গত, ১৩ দিন আগে, জিতা অষ্টমীর পরের দিন একইভাবে বড় ঠাকুরানী মহাকালী প্রবেশ করেছিলেন বিষ্ণুপুরের রাজবাড়ি সংলগ্ন মৃন্ময়ী মন্দিরের গর্ভগৃহে। এদিন মহাসপ্তমীতে রাজপরিবারের নিয়ম মেনে সম্পন্ন হল মেজ ও ছোট ঠাকুরানীর প্রবেশ পর্ব।
আরও পড়ুন : ষষ্ঠীর রাতে পাকিস্তান বধ! এশিয়া কাপের ফাইনালে ‘অসুর’ নিধন, ট্রফি ফেরাল ভারত, পুজো মণ্ডপে ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ রব
স্থানীয় সূত্রে জানা যায়, ১০২৯ বছরের ঐতিহ্য বহন করে চলা মল্লরাজাদের এই পুজো। যেখানে আজও সেই পুরনো নিয়মে পালন করা হয়। নারায়ণী পুঁথি অনুযায়ী এই পুজোয় রয়েছে একাধিক নিয়ম। এখানে শব্দকে ‘ব্রহ্ম’ জ্ঞান করে পুজোর প্রতিক্ষণে কামান দাগা হয়। আজও সেই রীতি মেনেই তিন দফা কামান দাগার পর গর্ভগৃহে প্রবেশ করানো হল দেবী মহালক্ষ্মী ও মহাসরস্বতীকে।
advertisement
advertisement
আরও পড়ুন : সপ্তমীর রাতে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে অর্ধ্ব রাত্রির পুজো সকলের জন্য নয়, দেখতে পারবেন কেবল…! জানেন না অনেকেই
পুজোকে কেন্দ্র করে এদিন ভিড় জমে যায় মৃন্ময়ী মন্দির চত্বরে। রাজবাড়ির ঐতিহ্যবাহী পুজোর এবং তার বিশেষ নিয়মকানুন দেখতে ভিড় ছিল পর্যটকদেরও। ইতিহাস, ঐতিহ্য আর ধর্মীয় আবহ মিলিয়ে বিষ্ণুপুরে মহাসপ্তমীর সকাল কাটল একেবারে ভিন্ন আবহে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bishnupur,Bankura,West Bengal
First Published :
September 29, 2025 1:19 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পরপর দাগা হল কামান, গর্জনে কাঁপল মন্দির! গর্ভগৃহে এলেন মেজ ও ছোট ঠাকুরাণী! জানেন তাঁরা কারা?