সপ্তমীর রাতে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে অর্ধ্ব রাত্রির পুজো সকলের জন্য নয়, দেখতে পারবেন কেবল...! জানেন না অনেকেই
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Jalpaiguri Baikunthapur Rajbari Durga Puja: এই বছর ৫১৬ বছরে পা দিল জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। দেবী এখানে তৃপ্ত কাঞ্চনবর্ণা। সোনা গলানো গায়ের রঙ। সাজানো হয়েছে নানান অলঙ্কারে। দেবী এখানে পুজিত হন কালীকা পুরান মতে। ষষ্ঠীতে হয়েছে বোধন।
জলপাইগুড়ি, শান্তনু কর: সপ্তমীর পুজো শুরু হয়ে গেল জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়িতে। এই বছর ৫১৬ বছরে পা দিল জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। দেবী এখানে তৃপ্ত কাঞ্চনবর্ণা। সোনা গলানো গায়ের রঙ। সাজানো হয়েছে নানান অলঙ্কারে। দেবী এখানে পুজিত হন কালীকা পুরান মতে। ষষ্ঠীতেই বোধন সম্পন্ন হয়েছে দেবীর।
সপ্তমীর সকাল থেকে পুজোয় বসেছেন রাজ পরিবারের সদস্যরা। জলপাইগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গ এমনকি পার্শ্ববর্তী রাজ্য অসম থেকেও বহু মানুষ জলপাইগুড়ি বৈকুন্ঠপুর বাড়ির পুজো দেখতে আসেন। রাতে রয়েছে অর্ধ্ব রাত্রির পুজো। তবে সেখানে কোন দর্শনার্থী নয় কেবলমাত্র রাজ পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন।
আরও পড়ুনঃ ষষ্ঠীর রাতে পাকিস্তান বধ! এশিয়া কাপের ফাইনালে ‘অসুর’ নিধন, ট্রফি ফেরাল ভারত, পুজো মণ্ডপে ‘ইন্ডিয়া ইন্ডিয়া’ রব
রাজ পরিবারের এক সদস্য জানান, ‘আমাদের পুজো মহালয়া থেকেই শুরু হয়ে যায়। মহালয়ার পরের দিন প্রতিপদদের ঘট বসানো হয়। আর সেদিন থেকেই নিয়ম করে মায়ের পুজো করা হয়। ষষ্ঠীর সকালে মায়ের বোধন এবং সন্ধ্যায় অধিবাস হয়। সপ্তমীতে রাজ পরিবারের সদস্যরা মিলে মায়ের বরণ করি। তারপরে মায়ের নবপত্রিকা স্থাপন করা হয়। এরপর মায়ের চক্ষুদানের মধ্য দিয়ে প্রাণ প্রতিষ্ঠা পর্ব শুরু হয়। ভোগও থাকে মায়ের জন্য’।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কেবল কল্যাণী আইটিআই নয়, আরও একটি মণ্ডপ চমকে ভরা! রজত জয়ন্তীতে নদিয়ার ‘এই’ ক্লাব আকর্ষণের কেন্দ্রবিন্দু, না দেখলে মিস
তিনি আরও জানান, অষ্টমীতে জলপাইগুড়ি এবং জলপাইগুড়ির বাইরে থেকে আসা সকল দর্শনার্থীর জন্য ভোগের ব্যবস্থা থাকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
September 29, 2025 11:53 AM IST