Diwali 2025: জেলায় হচ্ছিলটা কী! দীপাবলির আগে জেলা পুলিশের বড়সড় সাফল্য, কী ঘটল জানেন?

Last Updated:

Diwali 2025: দীপাবলি মানে আলোর উৎসব। সেই আলোর উৎসবে শব্দ দূষণ ও বায়ু দূষণ ঠেকাতে প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

+
উদ্ধার

উদ্ধার অবৈধ বাজি

তমলুক, সৈকত শী: জেলা জুড়ে যা চলছিল জানলে অবাক হবেন! পুলিশি অভিযানে বড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। আসন্ন দীপাবলীর আগে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে জোরদার হয়েছে পুলিশের বিশেষ তল্লাশি অভিযান। শেষ সাত দিন ধরে জেলার বিভিন্ন থানার উদ্যোগে একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি ও বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করেছে পুলিশ। এই অভিযানে এখন পর্যন্ত মোট ন’জনকে গ্রেফতার করা হয়েছে। দীপাবলি মানে আলোর উৎসব। সেই আলোর উৎসবে শব্দ দূষণ ও বায়ু দূষণ ঠেকাতে প্রস্তুত পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
জেলা পুলিশের সূত্রে জানা যায়, কোজাগরী লক্ষ্মীপুজার পরপরই অবৈধ আতশবাজি নির্মাণ ও বিক্রি ঠেকাতে জোর কদমে তল্লাশি অভিযানে নেমেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। তল্লাশি অভিযান চলেছে এগরা, পাঁশকুড়া, মহিষাদল ও তমলুক থানা এলাকার বিভিন্ন স্থানে, সারা বছর ধরেই নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চলে। তবে দীপাবলীর আগে অভিযান আরও তীব্র করা হয়েছে যাতে কোনোভাবেই অবৈধ বাজি তৈরির কারবার চলতে না পারে। আর তাতেই বড়সড় সাফল্য। মাত্র ৭ দিনেই উদ্ধার হয়েছে এক টনেরও বেশি অবৈধ বাজি। এর পাশাপাশি বহু পরিমাণ বাজি তৈরির কাঁচামাল।
advertisement
advertisement
অবৈধ বাজির বিরুদ্ধে অভিযানের বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার ডিএসপি ডিইবি শান্তব্রত চন্দ বলেন, সারা বছরই জেলাজুড়ে অবৈধ বাজি কারবারিদের বিরুদ্ধে অভিযান চালান হয়। তবে দীপাবলীর কয়েকদিন আগে থেকেই সেই অভিযানে আরও জোর দেওয়া হয়। জেলা জুড়ে তমলুক পাঁশকুড়া এগরা মহিষাদলসহ বিভিন্ন থানা এলাকায় এই অভিযান জারি রয়েছে। ৭ দিনে এক টনেরও বেশি বাজি উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে বাজি তৈরির কাঁচামাল। বিভিন্ন থানা মিলিয়ে জেলায় মোট অবৈধ বাজি কারবারের সঙ্গে জড়িত থাকা নয় জনকে গ্রেফতার করা হয়েছে।’
advertisement
প্রসঙ্গত এগরাতে ২০২৩ সালে বাজি বিস্ফোরণে একাধিক প্রাণহানির ঘটনার পর থেকেই জেলাজুড়ে প্রশাসন ও পুলিশ বিশেষ সতর্ক। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। শুধু বাজি নয়, পাশাপাশি অবৈধ মদ বিক্রি ও জোয়ার থেকেও অভিযান চালানো হয়েছে। দীপাবলীর আগে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য এই তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায় জেলা পুলিশ সূত্রে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Diwali 2025: জেলায় হচ্ছিলটা কী! দীপাবলির আগে জেলা পুলিশের বড়সড় সাফল্য, কী ঘটল জানেন?
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement